Skip to main content

মান ২

প্রঃ রসে মতানে কি?
উত্তরঃ অনেক সময় উপত্যকার মধ্যে উঁচু ঢিবির মতো কঠিন শিলাখন্ডের ওপর দিয়ে হিমবাহ প্রবাহিত হয় । হিমবাহের ক্ষয় কার্যের ফলে হিমবাহের প্রবাহের দিকে শিলাখন্ডটি মসৃণ এবং তার বিপরীত দিকে অসমতল বা এবড়োখেবড়ো হয়ে যায় । পার্বত্য হিমবাহের ক্ষয়কাজের ফলে শক্ত শিলাখন্ডে গঠিত একদিকে মসৃণ এবং অপরদিকে এবড়োখেবড়ো এইরকম শিলাখন্ড বা ঢিবিকে রসে মতানে (Roche Moutonne) বলা হয় ।
উদাঃ কানাডীয় শিল্ড অঞ্চলে রসে মতানে দেখা যায় ।
প্রঃ ড্রামলিন কী?
উত্তরঃ হিমবাহ গলে গেলে বহিবিধৌত সমভূমিতে স্তূপীকৃত বোল্ডার ক্লে অনেক সময়ে সারিবদ্ধ টিলা বা ছোটো ছোটো স্তূপের আকারে বিরাজ করে । ভূ-পৃষ্ঠের উপর এদের দেখতে অনেকটা উলটানো নৌকা বা চামচের মতো আকৃতির হয় । এদের ড্রামলিন (Drumlin) বলে ।
উদাঃ মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চল, উত্তর ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড প্রভৃতি স্থানে বহু ড্রামলিন দেখা যায় ।
প্রঃ ষষ্ঠ ঘাতের সুত্র কি ?
প্রঃ ইয়ার দাং কি ?
প্রঃ ইন্সেলবার্য কি ?
প্রঃ কার্জ করি সৌর বিকিরন বলতে কি বোঝ ?
প্রঃ ইন্সলেসন কি ?
প্রঃ ভোরবেলায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হওয়ার কারন কি ?
প্রঃ আপেক্ষিক আদ্রতা বলতে কি বোঝ ?
প্রঃ ম্যানিওর পিট কি ?
প্রঃ ভার্মি কম্পসটিং বলতে কি বোঝ ?
প্রঃ জল বিভাজিকা উন্নয়ন কি ?
প্রঃ যৌথ ব্যাবস্থাপনা বা আরাবারি প্রকল্প কি ?
প্রঃ আম্ল বৃষ্টি কাকে বলে ?
প্রঃ ইঞ্জিনিয়ারিং শিল্প বা পূর্ত শিল্প কি ?
প্রঃ বেঞ্চমার্ক কি ?
প্রঃ সোনালি চতুর্ভুজ কাকে বলে?
প্রঃ সিজিগি কি?
প্রঃ মগ্নচরা কি ?
প্রঃ গউর বা গারা কি ? 
প্রশ্ন গুলোর উত্তর খুব তারাতারি দেওয়া হবে। তোমার কোন প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের টেলিগ্রাম গ্রুপ এ যোগ হতে পারো। 

N.B All the questions available in this page are not owned by us. We have collected them from WinStudy.