Skip to main content

আয়নীয় ও সমযোজী বন্ধন

 বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন


(১.১) কোন্‌টি জলে অদ্রাব্য - (ক) MgCl2 (খ) NaSO4 (গ) CHCl3 (ঘ) HCL
উত্তরঃ (গ) CHCl3

(১.২) নাইট্রোজেন অনুতে বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন সংখ্যা - (ক) 2 (খ) 4 (গ) 6 (ঘ) 8
উত্তরঃ (গ) 6

(১.৩) একটি পোলার দ্রাবকের উদাহরন হল - (ক) বেঞ্জিন (খ) ইথার (গ) ক্লোরোর্ফম (ঘ) জল
উত্তরঃ (ঘ) জল

(১.৪) সমযোজী দ্বি-বন্ধনযুক্ত যৌগ কোন্‌টি? - (ক) OF2 (খ) N2 (গ) C2H4 (ঘ) C2H2
উত্তরঃ (গ) C2H4

(১.৫) আয়নীয় বন্ধনের ধারনা দেন বিজ্ঞানী - (ক) ডালটন (খ) লুইস (গ) আরহেনিয়াস (ঘ) কোসেল
উত্তরঃ (ঘ) কোসেল

(১.৬) একটি সমযোজী ত্রি-বন্ধনযুক্ত যৌগ হল - (ক) H2O (খ) CH4 (গ) CCL4 (ঘ) C2H2
উত্তরঃ (ঘ) C2H2

(১.৭) সমযোজী বন্ধনের ধারনা দেন বিজ্ঞানী - (ক) লুইস (খ) আরহেনিয়াস (গ) কেলভিন (ঘ) অ্যাভোগাড্রো
উত্তরঃ (ক) লুইস

(১.৮) প্রদত্ত কোন্‌টি আয়নীয় যৌগ? - (ক) HCL (খ) CH4 (গ) MgCl2 (ঘ) NH3
উত্তরঃ (গ) MgCl2

(১.৯) যোজ্যতার ইলেকট্রনীয় তত্বের প্রবক্তা হলেন - (ক) লুইস ও কোসেল (খ) বর্ণ ও হেবার (গ) প্রাউস্ট (ঘ) অ্যাভোগাড্রো
উত্তরঃ (ক) লুইস ও কোসেল

(১.১০) X(Z=20), Y(Z=17) মৌল দুটি দ্বারা উৎপন্ন যৌগের সংকেত হল - (ক) XY (খ) XY2 (গ) X2Y2 (ঘ) X2Y
উত্তরঃ (খ) XY2


২. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ

(২.১) নোব্‌ল গ্যাস মৌলগুলির অস্তিত্ব কে আবিষ্কার করেন?
উত্তরঃ র‍্যালে ও ব্যামজে

(২.২) জল ও ইথানলের মধ্যে কোন্‌টি বেশি উদ্‌বায়ী?
উত্তরঃ ইথানল

(২.৩) একটি অধ্রুবীয় দ্রাবকের উদাহরন দাও।
উত্তরঃ বেঞ্জিন

(২.৪) একটি কঠিন অনুদ্‌বায়ী সমযোজী যৌগের উদাহরন দাও।
উত্তরঃ চিনি

(২.৫) ড্যাশ (Dash) চিহ্নের সাহায্যে C2H2 অনুর সমযোজী বন্ধনগুলি দেখাও।
উত্তরঃ C2H2 অনু : H-C= C-H

(২.৬) একটি পদার্থের উদাহরন দাও যার কালাসে সমযোজী বন্ধন বর্তমান।
উত্তরঃ হীরের কেলাসে C-C সমযোজী বন্ধন বর্তমান


(২.৭) শূন্যস্থান পূরন করো ঃ

  একই প্রকারের 4 টি বন্ধন আছে এমন সমযোজী  পদার্থের উদাহরন হল __________।
উত্তরঃ মিথেন


  কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে এমন সমযোজী বন্ধনযুক্ত পদার্থ হল__________।


উত্তরঃ গ্রাফাইট