Skip to main content

সংঘবদ্ধতার গোরার কথাঃ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

(১) সঠিক উত্তরটি নির্বাচন করঃ
(১.১) বিখ্যাত ঔপনিবেশিক ব্যঙ্গচিত্র শিল্পী ছিলেন কোন্‌ চিত্রকার? -
 (ক) গগনেন্দ্রনাথ ঠাকুর (খ) হেমেন্দ্রনাথ ঠাকুর (গ) বলেন্দ্রনাথ ঠাকুর (ঘ) নন্দলাল ঠাকুর
উত্তরঃ (ক) গগনেন্দ্রনাথ ঠাকুর
(১.২) সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ ছিলেন -
 (ক) তাঁতিয়া টোপি (খ) রানি লক্ষ্মীবাঈ (গ) নানা সাহেব (ঘ) মঙ্গল পান্ডে
উত্তরঃ (ঘ) মঙ্গল পান্ডে
(১.৩) কাকে বাংলার মুকুটহীন রাজা বলা হয় -
 (ক) মনমাহোন ঘোষ (খ) রামমোহন ঘোষ (গ) সুরেন্দ্রনাথ বন্ধোপাধ্যায় (ঘ) কেশবচন্দ্র সেন
উত্তরঃ (গ) সুরেন্দ্রনাথ বন্ধোপাধ্যায়
(১.৪) লক্ষ্মীবাঈ সিপাহি বিদ্রোহের নেতৃত্ব দেন -
 (ক) বাংলায় (খ) কানপুরে (গ) ঝাঁসিতে (ঘ) বিহারে
উত্তরঃ (গ) ঝাঁসিতে
(১.৫) 'বন্দেমাতরম্‌সংগীতটি নেওয়া হয়েছে -
 (ক) আনন্দমঠ উপন্যাস থেকে (খ) রাজসিংহ উপন্যাস থেকে (গ) দুর্গেশনন্দিনী উপন্যাস থেকে (ঘ) দেবী চৌধুরানি উপন্যাস থেকে
উত্তরঃ (ক) আনন্দমঠ উপন্যাস থেকে
(১.৬) ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন ছিল -
 (ক) জমিদার সভা (খ) হিন্দু মেলা (গ) বঙ্গভাষা প্রকাশিকা সভা (ঘ) ভারত সভা
উত্তরঃ (গ) বঙ্গভাষা প্রকাশিকা সভা
(১.৭) জমিদার সভার সভাপতি ছিলেন -
 (ক) দ্বারকানাথ ঠাকুর (খ) প্রসন্নকুমার ঠাকুর (গ) রাজকমল সেন (ঘ) রাধাকান্ত দেব
উত্তরঃ (ঘ) রাধাকান্ত দেব online education sukesh (don't use without permission) 
(১.৮) 'বর্তমান ভারতরচনা করেন -
 (ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (গ) রবীন্দ্রনাথ ঠাকুর (ঘ) স্বামী বিবেকানন্দ
উত্তরঃ (ঘ) স্বামী বিবেকানন্দ
(১.৯) অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটি উল্লেখযোগ্য চিত্র হল -
 (ক) অদ্ভুত লোক (খ) ভারত মাতা (গ) বিরূপ বজ্র (ঘ) নয়াহুল্লোড়
উত্তরঃ (গ) ভারত মাতা
(১.১০) 'রাষ্ট্রগুরুবলা হয় -
 (ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (খ) রবীন্দ্রনাথ ঠাকুর (গ) সুরেন্দ্রনাথ বন্ধোপাধ্যায় (ঘ) স্বামী বিবেকানন্দ
উত্তরঃ (গ) সুরেন্দ্রনাথ বন্ধোপাধ্যায়
      1.       কোন বিদ্রোহকে ‘মহাবিদ্রোহের অগ্রদূত’বলা হয় ?
উঃ- সাঁওতাল বিদ্রোহকে ‘মহাবিদ্রোহের অগ্রদূত’ বলা হয়।
2. ব্যারাকপুরে সিপাহি বিদ্রোহ কবে শুরু হয় ?
      উঃ-১৮৫৭ খ্রিস্টাব্দের ২৯ মার্চ ব্যারাকপুরে সিপাহি বিদ্রোহ শুরু হয়।
            3.    ১৮৫৭ খ্রিস্টাব্দের সংগঠিত বিদ্রোহের নাম কী ?
উঃ-মহাবিদ্রোহ।
4. ব্যারাকপুরে সিপাহি বিদ্রোহের সূচনা করেন কে ?
      উঃ-মঙ্গল পান্ডে ব্যারাকপুরে সিপাহি বিদ্রোহের সূচনা করেন।
       5. সিপাহি বিদ্রোহের একটি কেন্দ্রের নাম করো।
       উঃ- সিপাহি বিদ্রোহের একটি কেন্দ্র হল ব্যারাকপুর/দিল্লি।
      6. সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ কে ?
      উঃ-সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ হলেন মঙ্গল পান্ডে।
       7. মঙ্গলপান্ডের ফাঁসি হয় কবে ?
       উঃ-১৮৫৭ খ্রিস্টাব্দে ৮ এপ্রিল, মঙ্গলপান্ডের ফাঁসি হয়।
       ৪. মহাবিদ্রোহে যোগদানকারী একজন নেত্রীর নাম করো।
        উঃ-মহাবিদ্রোহে যোগদানকারী একজন নেত্রীর নাম হল ঝাঁসির রানি লক্ষ্মীবাই।
        9. ১৮৫৭ খ্রিস্টাব্দের সিপাহি বিদ্রোহের একজন নেতার নাম করো।
       উঃ- ১৮৫৭ খ্রিস্টাব্দের সিপাহি বিদ্রোহের একজন নেতা হলেন নানাসাহেব।


 

       10. সিপাহি বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ?
       উঃ-সিপাহি বিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল এনফিল্ড রাইফেলের ঘটনা।
        11. সিপাহি বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ’বলেছেন কে ?
         উঃ-দামোদর বিনায়ক সাভারকর সিপাহি বিদ্রোহকে ভারতের‘প্রথম স্বাধীনতা যুদ্ধ’ বলেছেন।
        12.সিপাহি বিদ্রোহকে প্রথম জাতীয় বিদ্রোহ’ বলে ঘোষণা করেন কে ?
         উঃ- ব্রিটিশ সাংসদ ডিজরেলী সিপাহি বিদ্রোহকে প্রথম জাতীয় বিদ্রোহ বলে ঘোষণা করেন।
        13. সিপাহি বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলন বলেছেন কে ?
         উঃ-ড. রমেশচন্দ্র মজুমদার সিপাহি বিদ্রোহকে ভারতের প্রথম‘স্বাধীনতা আন্দোলন’ বলেছেন।
       14. ক্ষয়িষ্ণু অভিজাত ও মৃতপ্রায় সমস্ত শ্রেণির মৃত্যুকালীন আর্তনাদ’ বলা হয় কোন্ বিদ্রোহকে ?
         উঃ- সিপাহি বিদ্রোহকে ক্ষয়িষ্ণু অভিজাত ও মৃতপ্রায় সমস্ত শ্রেণির মৃত্যুকালীন আর্তনাদ’ বলা              হয়।
        15. মহাবিদ্রোহের পর ভারতের শাসনভার কে গ্রহণ করেছিলেন ?
         উঃ- মহাবিদ্রোহের পর ভারতের শাসনভার গ্রহণ করেছিলেন মহারানি ভিক্টোরিয়া।
        16. সিপাহি বিদ্রোহের সময় মোগল সম্রাট কে ছিলেন ?
         উঃ- সিপাহি বিদ্রোহের সময় মোগল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ।
        17. সিপাহি বিদ্রোহের সময় ভারতের বড়োলাট কে ছিলেন ?
         উঃ- সিপাহি বিদ্রোহের সময় ভারতের বড়োলাট ছিলেন লর্ড ক্যানিং।
        18. ভারতের ‘ম্যাকিয়াভেলি’ বলা হত কাকে ?
       উঃ-নানাসাহেবকে ভারতের ‘ম্যাকিয়াভেলি’ বলা হত।
        19, নানাসাহেবের প্রকৃত নাম কী ?
         উঃ-নানাসাহেবের প্রকৃত নাম ধন্দুপথ গোবিন্দ।
        20. কুনওয়ার সিং কে ছিলেন ?
         উঃ-কুনওয়ার সিং ছিলেন আরার জমিদার।
       21, বলাকোটের যুদ্ধ কবে হয় ?
       উঃ-১৮৩১ খ্রিস্টাব্দে বলাকোটের যুদ্ধ হয়।
        22. ‘এইটিন ফিফটি সেভেন’ গ্রন্থের লেখক কে ?
         উঃ- ‘এইটিন ফিফটি সেভেন’ গ্রন্থের লেখক হলেন—ড. সুরেন্দ্রনাথ সেন।
        23. ‘আওয়াধ ইন ১৮৫৭-৫৮' গ্রন্থের লেখক কে?
       উঃ- ‘আওয়াধ ইন ১৮৫৭-৫৮' গ্রন্থের লেখক হলেন-ড. রুদ্রাংশু মুখার্জি।
        24 কে ভারতীয়দের একটি ঘৃণিত এক শশাচনীয়ভাবে অধঃপতিত জাতি’ বলেছেন ?
         উঃ-চার্লস গ্রান্ট ভারতীয়দের একটি ঘৃণিত এক শোচনীয়ভাবে অধঃপতিত জাতি’ বলেছেন।


 

       25 ‘ডিসকভারি অব ইন্ডিয়া’ গ্রন্থের লেখক কে?
         উঃ- ‘ডিসকভারি অব ইন্ডিয়া’ গ্রন্থের লেখক জওহরলাল নেহরু।
        26. কত খ্রিস্টাব্দে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় ?
        উঃ-১৮৫৮ খ্রিস্টাব্দে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয়।
       27. কোবছর ভারতে ‘বোর্ড অব কন্ট্রোল’-এর অবসান হয়,
         উঃ-১৮৫৮ খ্রিস্টাব্দে ভারতে ‘বোর্ড অব কন্ট্রোল’-এর অবসান হয়।
        28. কোন আইনের দ্বারা ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে ?
        উঃ-ব্রিটিশ পার্লামেন্টে ১৮৫৮ খ্রিস্টাব্দের কোম্পানি আইন দ্বারা ভারতে কোম্পানি শাসনের                       অবসান   ঘটে।
        29. ‘মহারানি ভিক্টোরিয়ার ঘোষণাপত্র’ কবে ঘোষিত হয় ?
         উঃ- ১৮৫৮ খ্রিস্টাব্দের ১ নভেম্বর মহারানি ভিক্টোরিয়ার ঘোষণাপত্র’ ঘোষিত হয়।
        30. ‘মহারানি ভিক্টোরিয়ার ঘোষণাপত্র’কে পাঠ করে শোনান ?
         উঃ- লর্ড ক্যানিং “মহারানি ভিক্টোরিয়ার ঘোষণাপত্র পাঠ করে শোনান।
        31. মহারানি ভিক্টোরিয়াকে কবে ভারত সম্রাজ্ঞী’ বলে ঘোষণা করা হয় ?
         উঃ-১৮৭৭ খ্রিস্টাব্দে মহারানি ভিক্টোরিয়াকে ‘ভারত সম্রাজ্ঞী’বলে ঘোষণা করা হয়।
        32. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ?
         উঃ-ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং।
        33. ‘ভাইসরয়’ কথার অর্থ কী ?
         উঃ- ‘ভাইসরয়’ কথার অর্থ হল রাজ প্রতিনিধি।
        34. ভারতে প্রথম কবে ‘কাউন্সিল অ্যাক্ট’ ঘোষিত হয় ?
       উঃ-১৮৬১ খ্রিস্টাব্দেভারতে প্রথম কাউন্সিল অ্যাক্ট’ ঘোষিত হয়।
        35. ‘ভারত সচিবের দপ্তর কোথায় ছিল ?
        উঃ- ‘ভারত সচিবের দপ্তর ছিল লন্ডনে।
        36. লন্ডনে ভারত-সচিবে’রদপ্তর কী নামে পরিচিত ছিল ?
         উঃ- লন্ডনে ভারত-সচিবের দপ্তর ইন্ডিয়া হাউস নামে পরিচিত ছিল।
       37. ভারত-সচিবের অধীনে যেকাউন্সিল ছিল তার সদস্য কতজন ছিল ?
         উঃ-ভারত-সচিবের অধীনে যে কাউন্সিল ছিল তার সদস্য ছিল ১৫ জন।
        38. প্রথম ভারত-সচিব কে ছিলেন ?
         উঃ- ৮ লর্ড স্ট্যানলে ছিলেন প্রথম ভারত-সচিব।
       39. উনিশ শতককে কে ভারতের ‘সভাসমিতির যুগ’ বলেছেন?
        উঃ-ড. অনিল শীল উনিশ শতককে ভারতের ‘সভাসমিতির যুগ’ বলেছেন।
       40. ভারতের সংগঠিত রাজনৈতিক আন্দোলনের জনক’বলা হয় কাকে ?
        উঃ- রাজা রামমোহন রায়কে ভারতের ‘সংগঠিত রাজনৈতিক আন্দোলনের জনক’ বলা হয়।
       41. বরিশালের মুকুটহীন রাজা বলা হত কাকে ?
        উঃ-অশ্বিনীকুমার দত্তকে বরিশালের মুকুটহীন রাজা বলা হত।
       42. ভারতের প্রতিষ্ঠিত প্রথম রাজনৈতিক সংগঠনের নাম কী ?
        উঃ- ভারতের প্রতিষ্ঠিত প্রথম রাজনৈতিক সংগঠনের নাম বঙ্গভাষা প্রবেশিকা সভা।
       43. কত খ্রিস্টাব্দে বঙ্গভাষা প্রবেশিকা সভা’ স্থাপিত হয় ?
       উঃ-১৮৩৬ খ্রিস্টাব্দে বঙ্গভাষা প্রবেশিকা সভা’স্থাপিত হয়।
       44. ‘জমিদার সভা কবে প্রতিষ্ঠিত হয় ?
        উঃ-১৮৩৮ খ্রিস্টাব্দে ‘জমিদার সভা’ প্রতিষ্ঠিত হয়।
       45. ‘জমিদার সভার’ একজন উদ্যোক্তার নাম কী ?
       উঃ- ‘জমিদার সভার’ একজন উদ্যোক্তা হলেন দ্বারকানাথ ঠাকুর/রাধাকান্ত দেব।
      46. কত খ্রিস্টাব্দে ইন্ডিয়ান লিগ’ প্রতিষ্ঠিত হয় ?
       উঃ-১৮৭৫ খ্রিস্টাব্দে ইন্ডিয়ান লিগ’ প্রতিষ্ঠিত হয়।
      47. কত খ্রিস্টাব্দে ভারতসভা স্থাপিত হয় ?
      উঃ-১৮৭৬ খ্রিস্টাব্দে ভারতসভা’ স্থাপিত হয়।
      48. ‘ভারতসভার প্রাণপুরুষ কে ছিলেন ?
       উঃ- ‘ভারতসভার প্রাণপুরুষ ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
      49. ‘রাষ্ট্রগুরু’ উপাধিতে কে ভূষিত হন ?
       উঃ- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রগুরু’ উপাধিতে ভূষিত হন।
      50. বাংলার মুকুটহীন রাজা’ কাকে বলা হত ?
       উঃ-সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে ‘বাংলার মুকুটহীন রাজা বলা হত।
      51. কত খ্রিস্টাব্দে ‘হিন্দুমেলা’ প্রতিষ্ঠিত হয় ?
      উঃ-১৮৭০ খ্রিস্টাব্দে ‘হিন্দুমেলা প্রতিষ্ঠিত হয়।
      52. ‘ন্যাশনাল নবোপাল’ বলা হত কাকে ?
       উঃ- ‘ন্যাশনাল নবগোপাল’ বলা হত নবগোপাল মিত্রকে।
      53. ‘হিন্দুমেলা’র প্রতিষ্ঠাতা কে ?
       উঃ- হিন্দুমেলা’র প্রতিষ্ঠাতা হলেন নবগোপাল  মিত্র  রাজনারায়ণ বসু।  
      54. হিন্দুমেলার পূর্ব নাম কী ছিল?
      উঃ- হিন্দুমেলার পূর্ব নাম ছিল চৈত্র মেলা।
      55. ‘জাতীয় মেলা’ কবে প্রতিষ্ঠিত হয় ?
       উঃ-১৮৬৭ খ্রিস্টাব্দে ‘জাতীয় মেলা প্রতিষ্ঠিত হয়।।
      56. ‘লোকহিতবাদী’ উপাধিতে কে ভূষিত হন?
       উঃ- গোপালহরি দেশমুখ ‘লোকহিতবাদী’ উপাধিতে ভূষিত হন।
      57. ‘পুনা সার্বজনিক সভা’র প্রতিষ্ঠাতা কে ?
       উঃ- ‘পুনা সার্বজনিক সভা’র প্রতিষ্ঠাতা ছিলেন গোপালহরি দেশমুখ।
      58. ‘ফাইটিং মুন্সেফ’ নামে কে পরিচিত ছিলেন ?
       উঃ-প্যারিমোহন বন্দ্যোপাধ্যায় (এলাহাবাদের ডি.এম) ফাইটিং মুন্সেফ’ নামে পরিচিত ছিলেন।


 

      59. ‘ভারতসভার’ উদ্যোগে প্রথম সর্বভারতীয় সম্মেলন কবে আহূত হয় ?
       উঃ-১৮৮৩ খ্রিস্টাব্দে ভারতসভার’ উদ্যোগে প্রথম সর্বভারতীয় সম্মেলন আহূত হয়।
      60. ভারতসভার উদ্যোগে আহুত ‘প্রথম সর্বভারতীয় সম্মেলনে সভাপতিত্ব করেন কে ?
   উঃ- ‘ভারতসভার’ উদ্যোগে আহূত প্রথম সর্বভারতীয় সম্মেলনে সভাপতিত্ব করেন রামতনু লাহিড়ি।
      61. ইংরেজরা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে কী নামে ডাকত ?
       উঃ-ইংরেজরা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে সারেন্ডার নট নামে ডাকত। 
      62. কত খ্রিস্টাব্দে ভারতসভা জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত হয় ?
       উঃ-১৮৮৫ খ্রিস্টাব্দে ভারতসভা জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়।
     63. ‘জাতীয় কংগ্রেস’ শব্দ দুটি প্রথম কে ব্যবহার করেন ?
       উঃ- ‘জাতীয় কংগ্রেস’ শব্দ দুটি প্রথম ব্যবহার করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
      64. ‘জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় ?
       উঃ-১৮৮৫ খ্রিস্টাব্দে ‘জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়।
      65. ‘জাতীয় কংগ্রেসের জনক’ কাকে বলা হয় ?
      উঃ-অ্যালান অক্টোভিয়ান হিউমকে জাতীয় কংগ্রেসের জনক’ বলা হয়।
      66. কোন পত্রিকায় ‘জাতীয় কংগ্রেস’ কথা দুটি প্রথম প্রকাশিত হয় ?
       উঃ- ‘বেঙ্গলি’ পত্রিকায় ‘জাতীয় কংগ্রেস’ কথা দুটি প্রথম প্রকাশিত হয়।
      67. যখন ‘জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় তখন ভারতের ভাইসরয় কে ছিলেন ?
      উঃ-যখন ‘জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় তখন ভারতের ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন।
       68. কার উদ্যোগে ‘বি.বি.আই-সমিতি’ গড়ে ওঠে ?
        উঃ-দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে‘বি.বি.আই-সমিতি’ গড়ে ওঠে।
       69. ‘জাতীয় গৌরব সম্পাদিনী সভা’-র প্রতিষ্ঠাতা কে ?
        উঃ- ‘জাতীয় গৌরব সম্পাদিনী সভা’র প্রতিষ্ঠাতা রাজনারায়ণ বসু।
       70. সর্বভারতীয় জাতীয় সম্মেলন কবে হয়েছিল ?
       উঃ-১৮৮৩ খ্রিস্টাব্দে সর্বভারতীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
       71. A Nation in Making গ্রন্থের লেখক কে ?
         উঃ- A Nation in Makingগ্রন্থের লেখক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
       72. কত খ্রিস্টাব্দে বেঙ্গল-ব্রিটিশ-ইন্ডিয়া সোসাইটি’ স্থাপিত হয় ?
         উঃ-১৮৪৩ খ্রিস্টাব্দে ‘বেঙ্গল-ব্রিটিশ-ইন্ডিয়া সোসাইটি স্থাপিত হয়।
       73. ‘বেঙ্গল-ব্রিটিশ-ইন্ডিয়া সমিতির’পরবর্তী নাম কী হয় ?
         উঃ- ‘বেঙ্গল-ব্রিটিশ-ইন্ডিয়া সমিতির’পরবর্তী নাম হয়‘ভারতবর্ষীয় সভা।
       74. ‘ব্রিটিশ-ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন’কবে স্থাপিত হয় ?
         উঃ-১৮৭৫ খ্রিস্টাব্দে ব্রিটিশ-ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন’স্থাপিত হয়।
       75, ‘ব্রিটিশ-ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি কে ছিলেন ?
         উঃ- ‘ব্রিটিশ-ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি ছিলেন রাধাকান্ত দেব।
       76. ভারতের জাতীয় সংগীত’ কী ?
         উঃ-ভারতের জাতীয় সংগীত’ হল ‘বন্দেমাতরম'।
       77. ব্রিটিশ-ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সম্পাদক কে ছিলেন ?
         উঃ-ব্রিটিশ-ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সম্পাদক ছিলেন দ্বারকানাথ ঠাকুর।
       78. ‘আনন্দমঠ উপন্যাসের স্রষ্টা কে?
         উঃ- ‘আনন্দমঠ’উপন্যাসের স্রষ্টা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
       79. ‘আনন্দমঠ উপন্যাসে বাংলার কোন্ বিদ্রোহের চিত্র বর্ণিত হয়েছে ?
         উঃ- ‘আনন্দমঠ উপন্যাসে বাংলার সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের চিত্র বর্ণিত হয়েছে।
       ৪০. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রথম ঐতিহাসিক গ্রন্থ কোনটি ?
         উঃ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রথম ঐতিহাসিক গ্রন্থটি হল আনন্দমঠ।
       81. ভারতীয় জাতীয়তাবাদের বাইবেল বলা হয় কোন গ্রন্থ বা উপন্যাসকে ?
         উঃ- ‘আনন্দমঠ উপন্যাসকে ভারতীয় জাতীয়তাবাদের বাইবেল বলা হয়।
       82. ভারতীয় জাতীয়তাবাদের গুরু’ কাকে বলা হয় ?
         উঃ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘ভারতীয় জাতীয়তাবাদের গুরু’ বলা হয়।
      83. "The Real father of Indian Nationalism কাকে বলা হয় ?
         উঃ- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘The Real father of Indian Nationalism' বলা হয়।


 

       ৪4. ‘দেশপ্রেমই হল মানুষের প্রধান ধর্ম’ উক্তিটি কার?
         উঃ- ‘দেশপ্রেমই হল মানুষের প্রধান ধর্ম’ উক্তিটি হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের।
       85. ‘বন্দেমাতরম’কবে ভারতের জাতীয় সংগীত হিসেবে গৃহীত হয় ?
         উঃ-১৯০৫ খ্রিস্টাব্দে বন্দেমাতরম’ভারতের জাতীয় সংগীত হিসেবে গৃহীত হয়।
       86, “বন্দেমাতরম’ সংগীতটি কোন উপন্যাসের অন্তর্গত?
         উঃ- ‘বন্দেমাতরম’ সংগীতটি আনন্দমঠ উপন্যাসের অন্তর্গত।
       87. স্বদেশ প্রেমের গীতা নামে পরিচিত কোন গ্রন্থটি ?
         উঃ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রণীত আনন্দমঠ উপন্যাসটি স্বদেশ প্রেমের গীতা নামে পরিচিত।
       ৪৪. বর্তমান ভারত’ কে রচনা করেন ?
        উঃ- ‘বর্তমান ভারত রচনা করেন স্বামী বিবেকানন্দ।
       ৪9. ‘গোরা’উপন্যাসটি কে রচনা করেন ?
         উঃ- ‘গোরা' উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন।
        90. ভারতমাতা’শব্দটি কোথা থেকে এসেছে?
         উঃ- ‘ভারতমাতা’ শব্দটি ভারতম্বা শব্দ থেকে এসেছে।
        91. ভারতমাতা’ চিত্রটি কোন্ ঘটনার প্রেক্ষিতে চিত্রিত হয় ?
         উঃ- ‘ভারতমাতা’ চিত্রটি বঙ্গভঙ্গ বিরোধী ঘটনার প্রেক্ষিতে চিত্রিত হয়।
       92. ‘ভারতমাতা’ চিত্রটি কত খ্রিস্টাব্দে আঁকা হয় ?
         উঃ- ‘ভারতমাতা’ চিত্রটি ১৯০৫ খ্রিস্টাব্দে আঁকা হয়।
        93. কাকে ‘father of modern indian art’ বলা হয় ?
        উঃ-অবনীন্দ্রনাথ ঠাকুরকে ‘father of modern indian art' বলা হয়।
       94. ‘ভারতমাতা’ চিত্রটির পূর্বনাম কী ছিল?
         উঃ- ‘ভারতমাতা’ চিত্রটির পূর্বনাম ছিল বঙ্গমাতা।
       95. নব্যবঙ্গ চিত্রকলার জনক নামে কে পরিচিত ?
         উঃ-অবনীন্দ্রনাথ ঠাকুর নব্যবঙ্গ চিত্রকলার জনক নামে পরিচিত।
       96. অবনীন্দ্রনাথ ঠাকুরের একজন সুযোগ্য ছাত্রের নাম লেখো।
         উঃ-অবনীন্দ্রনাথ ঠাকুরের একজন সুযোগ্য ছাত্র হল নন্দলাল বসু।
       97. কোন পত্রিকায় প্রথম আধুনিক ভারতীয় ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল ?
         উঃ-অমৃতবাজার পত্রিকায় প্রথম আধুনিক ভারতীয় ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল।
       98. ‘ভোঁদর বাহাদুর’ কার্টুনটি কার আঁকা ?
         উঃ- ‘ভোঁদর বাহাদুর’ কার্টুনটি গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা।
       99. ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট’-এর প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন ?
         উঃ-ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট-এর সম্পাদক ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর।


 

      100. ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে ?
         উঃ-১৯০৭ খ্রিস্টাব্দে ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট প্রতিষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নঃ প্রশ্নমান- ২

১. সভাসমিতির যুগ বলতে কি বোঝ ? 
২. নান সাহেব কেন বিখ্যাত ? 
৩. ঝাঁসির রানি কেন বিখ্যাত ? 
৪. ১৮৫৭ সালের মহাবিদ্রোহ জনযুদ্ধ কেন ? 
৫. আনন্দমঠ উপন্যাস কিভাবে দেশাত্মবোধককে উদ্দিপিত করে ? 
৬. ভারতমাতা ছবি কেন তাৎপর্যপূর্ণ 
৭. বিশ্বভারতি কে কবে স্থাপন করেন ? 
৮. মহাবিদ্রোহ দমনে কোন কোন ব্রিটিশ সেনাপতি মুখ্য ভুমিকা গ্রহন করেছিলেন ? 
৯. মির্জা গালিব কে ছিলেন ? 
১০. বেঙ্গল হোম ইন্ডাস্ট্রিস অ্যাসোসিয়েশন  কেন গঠিত হয় ?


রচনাধর্মী প্রশ্নঃ প্রশ্নমান – ৪

১. মহারানির ঘোষণাপত্রের (১৮৫৮) ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো ? 
২. সিপাহি বিদ্রহকে কেন গনবিদ্রোহ বলা হয় ? 
৩. মহাবিদ্রহের ব্যর্থতা কি অবধারিত ছিল ? 

ব্যাখ্যামুলক প্রশ্নঃ প্রশ্নমান- ৮

১. মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি সম্পর্কে আলোচনা করো ? 
২. ভারতসভা এর প্রতিষ্ঠা ও ভুমিকা আলোচনা করো ?