সঠিক উত্তরটি নির্বাচন করো
a. ইথেন b. মিথেন c. বিউটেন d. প্রোপেন
Ans: মিথেন
2. গ্রিনহাউস প্রভাব সৃষ্টিতে কার্বন ডাইঅক্সাইড এর অবদান –
a. 15% b. 30% c. 50% d. 80%
Ans: 50%
3. আবহমণ্ডল নামে পরিচিত কোন স্তরটি?
a. ট্রপোস্ফিয়ার b. মেসোস্ফিয়ার c. থার্মোস্ফিয়ার d. স্ট্র্যাটোস্ফিয়ার
Ans: ট্রপোস্ফিয়ার
4. নীচের কোনটির তাপন মূল্য সবচেয়ে কম?
a. CNG b. LPG c. পেট্রোল d. বাদামি কয়লা
Ans: বাদামি কয়লা
5. নীচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয় –
a. কার্বন ডাইঅক্সাইড b. অক্সিজেন c. মিথেন d. জলীয়বাষ্প
Ans: অক্সিজেন
6. স্টোন ক্যান্সারের কারণ হল –
a. অম্লবৃষ্টি b. ওজোন গহ্বর c. গ্লোবাল ওয়ার্মিং d. কোনোটিই নয়
Ans: অম্লবৃষ্টি
7. বৈপরীত্য উত্তাপ লক্ষ করা যায় –
a. আয়নোস্ফিয়ারে b. ট্রপোস্ফিয়ারে c. স্ট্র্যাটোস্ফিয়ারে d. এক্সোস্ফিয়ারে
Ans: ট্রপোস্ফিয়ারে
8.বায়ুশক্তি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোন দেশে –
a.USA b.জার্মানি c.ডেনমার্ক d.ভারতবর্ষ
Ans: জার্মানি
9.কোন ধারণাটি ” স্থিতিশীল উন্নয়নের ধারণা ” – র অঙ্গ নয়?
a.সীমাবদ্ধতা b.চাহিদা c.জোগান d.কোনোটিই নয়
Ans: জোগান
10.বর্তমানে শক্তি চাহিদার বেশিরভাগটাই আসে –
a.সৌরশক্তি থেকে b.জোয়ারভাটার শক্তি থেকে c.জীবাশ্ম জ্বালানি থেকে d.বায়ুশক্তি থেকে
Ans: জীবাশ্ম জ্বালানি থেকে
11.” ফোটোভোলটাইক সেল ” যেটির সঙ্গে সম্পর্কযুক্ত, তা হল –
a.বায়ুশক্তি b.জোয়ারভাটা শক্তি c.ভূতাপ শক্তি d.সৌরশক্তি
Ans: সৌরশক্তি
12.সৌরকোশ কী দ্বারা নির্মিত হয়?
a.অপরিবাহী পদার্থ b.তড়িৎ পরিবাহী পদার্থ c.অর্ধপরিবাহী পদার্থ d.কোনোটাই নয়
Ans: অর্ধপরিবাহী পদার্থ
13.একটি সৌরকোশে উৎপন্ন বিভব পার্থক্যের মান – a.0.5 V b.220 V c.110 V d.0 V
Ans: 0.5 V
14.নীচের কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না?
a.NO b.CFC c.N2O d.CO2
Ans: CO2
15.সর্বাধিক গ্রিনহাউস প্রভাব সৃষ্টিকারী গ্যাস হল –
a.CO2 b.CFC c.N2O d.CH4
Ans: CO2
16.” মেরুজ্যোতি ” যে বায়ুস্তরে দেখা যায়, তা হল –
a.আয়নোস্ফিয়ার b.ট্রপোস্ফিয়ার c.এক্সোস্ফিয়ার d.স্ট্র্যাটোস্ফিয়ার
Ans: আয়নোস্ফিয়ার
17.ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের উচ্চতার মান –
a.1000 ফুট b.1000 কিমি c.1000 মিটার d.750 মিটার
Ans: 1000 কিমি
18.প্রতি বছর পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির পরিমাণ –
a.0°C b.1°C c.0.05°C d.0.5°C
Ans: 0.05°C
19.বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান – অ্যালেন বিকিরণ বলয় থাকে?
a.ট্রপোস্ফিয়ার b.মেসোস্ফিয়ার c.স্ট্র্যাটোস্ফিয়ার d.ম্যাগনেটোস্ফিয়ার
Ans: ম্যাগনেটোস্ফিয়ার
20.থার্মোস্ফিয়ার কত কিমি উপরে অবস্থিত?
a.50 কিমি b.12 কিমি c.10 কিমি d.80 কিমি
Ans: 80 কিমি
21.নীচের কোন গ্যাসটি বায়োগ্যাসের উপাদান নয় –
a.নাইট্রাস অক্সাইড b.কার্বন ডাইঅক্সাইড c.হাইড্রোজেন সালফাইড d.মিথেন
Ans: নাইট্রাস অক্সাইড
22.আয়নোস্ফিয়ারের ঊর্ধসীমার উষ্ণতা কত?
a.100°C b.500°C c.1200°C d.কোনোটিই নয়
Ans: 1200°C
23.LPG – এর তাপনমূল্য কত?
a.30kJ /g b.50kJ/g c.57kJ/g d.62kJ/g
Ans: 50kJ/g
দু – একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও
1. দুটি স্বাভাবিক পরিচলন স্রোতের নাম লেখো |
Ans: স্থলবায়ু ও সমুদ্রবায়ু
2. বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি?
Ans: মেসোস্ফিয়ার
3. কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয়?
Ans: স্ট্র্যাটোস্ফিয়ার
4. ট্রপোপজে বায়ুর উষ্ণতা কত?
Ans: -80°c (নিরক্ষীয় অঞ্চলে ), -55°c (মেরু অঞ্চলে )
5. বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয়?
Ans: ডবসন এককে
6. GWP – এর পুরো নাম কী?
Ans: Global Warming Potentials
7. দুটি বায়োফুয়েলের নাম লেখো |
Ans: বায়োইথানল ও গোবর গ্যাস
8. হ্যালন কী?
Ans: অগ্নিনির্বাপক যন্ত্রে ব্যবহৃত ব্রোমিন সমন্বিত যৌগ
9. বায়ুমণ্ডলের কোন স্তরকে ঘনমণ্ডল বলে?
Ans: ট্রপোস্ফিয়ারকে
10. বায়ুমণ্ডলের কোন স্তরটি ” আবহমণ্ডল ” নামে পরিচিত?
Ans: ট্রপোস্ফিয়ার
11. একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো |
Ans: মিথেন ( CH4)
12. জীবাশ্ম জ্বালানির দহনে কোন গ্যাস উৎপন্ন হয়?
Ans:কার্বন ডাই-অক্সাইড (CO2)
13. বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়?
Ans: আয়নোস্ফিয়ার
14. পশ্চিমবঙ্গের একটি জায়গার নাম লেখো যেখানে বায়ুকল আছে?
Ans: সাগরদ্বীপ
15. তাপন মূল্যের প্রচলিত এককটি লেখো |
Ans: কিলোজুল /কেজি
16. জেট বায়ু বায়ুমণ্ডলের কোন অংশে প্রবাহিত হয়?
Ans: ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বাংশে
17. পাওয়ার অ্যালকোহল কী?
Ans: ইথানল মিশ্ৰিত পেট্রোলকে পাওয়ার অ্যালকোহল বলে |
18. কৃত্রিম উপগ্রহ স্থাপনের জন্য বায়ুমণ্ডলের কোন স্তরটি উপযোগী?
Ans: এক্সোস্ফিয়ার
19. প্রাকৃতিক গ্রিনহাউস প্রভাবের জন্য পৃথিবীর গড় তাপমাত্রা কত হয়েছে?
Ans: 15°c
20. পুনর্নবীকরণযোগ্য দুটি শক্তি উৎসের নাম লেখো |
Ans: সৌরশক্তি ও বায়ুশক্তি
21. CNG – এর প্রধান উপাদান কী?
Ans: মিথেন
22. সৌরকোশে কোন অর্ধপরিবাহী ব্যবহার করা হয়?
Ans: সিলিকন
23. পশ্চিমবঙ্গের কোথায় ভূতাপ শক্তি আরোহণ করার কেন্দ্র আছে?
Ans: বক্রেশ্বর
24. মিথেন হাইড্রেট কী জাতীয় যৌগ?
Ans: ক্ল্যাথরেট
25. বায়ুমণ্ডলের কোন স্তর সর্বাধিক পরিমানে ওজোন গ্যাস ধারণ করে?
Ans: স্ট্র্যাটোস্ফিয়ার
26. পৃথিবীর রক্ষাকবজ কাকে বলে?
Ans: ওজোন স্তরকে
27. বায়ুমণ্ডলের কোন স্তরে উষ্ণতা ও জলচক্র নিয়ন্ত্রিত হয়?
Ans: ট্রপোস্ফিয়ার
28. CNG – এর পুরো নাম কী?
Ans: Compressed Natural Gas
29. অক্সিজেনের রূপভেদের নাম লেখো |
Ans: ওজোন (O3)
30. কাঠের নিয়ন্ত্রিত দহনে অবশিষ্ট হিসেবে কী পাওয়া যায়?
Ans: কাঠকয়লা
31কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপনমূল্য বেশি?
Ans: ডিজেল
32. একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম লেখো |
Ans: পেট্রোলিয়াম
33. বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় – বৃষ্টি হয়?
Ans: ট্রপোস্ফিয়ার
34. NSM – এর পুরো কথাটি কী?
Ans: National Solar Mission
35. গ্যাসীয় উপাদানের অনুপাতের ভিত্তিতে বায়ুমন্ডলের কয়টি ভাগ ও কী কী?
Ans: দুটি ভাগ |সমমণ্ডল ও বিষমমন্ডল
36. সমমণ্ডল ও বিষমমন্ডলের বিস্তৃতি কত?
Ans: ভূপৃষ্ঠ থেকে প্রায় 80 কিমি পর্যন্ত সমমন্ডল এবং 80 কিমি থেকে 10000 কিমি পর্যন্ত বিষমমন্ডল
37. কোন স্তরকে ” আবহমণ্ডল ” বলা হয়?
Ans: ট্রপোস্ফিয়ার
38. বায়ুমন্ডলের কোন স্তরকে ” ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর ” বলা হয়?
Ans: ট্রপোস্ফিয়ার
39. কারম্যান রেখা কাকে বলে?
Ans: ভূপৃষ্ঠ থেকে 100 কিমি উচ্চতায় মহাকাশ এবং বায়ুমন্ডলের সীমানা হিসেবে যে কাল্পনিক রেখা ব্যবহার করা হয়, তাকে কারম্যান রেখা বলে |
40. বায়ুমন্ডলের শীতলতম স্তর কোনটি?
Ans: মেসোস্ফিয়ার
41. বায়ুমন্ডলের কোন কোন স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ে?
Ans: স্ট্র্যাটোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ার
42. বায়ুমন্ডলের কোন কোন স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়?
Ans: ট্রপোস্ফিয়ার ও মেসোস্ফিয়ার
43. থার্মোস্ফিয়ারে উষ্ণতার সর্বোচ্চ মান কত?
Ans: 1200°c
44. পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির হার কত?
Ans: 0.05°c
45. বায়ুমন্ডলে কোন স্তরে ওজোন রয়েছে?
Ans: স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে
46. বায়ুমন্ডলে ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককের সাহায্যে মাপা হয়?
Ans: ডবসন এককে
47. বায়ুমন্ডলে ওজোনের পরিমাণ মাপার যন্ত্রটির নাম কী?
Ans: ডবসন স্পেকট্রোমিটার
48. ওজোন স্তর কোন কোন রশ্মিকে পৃথিবীতে আসতে দেয় না?
Ans: UV – B এবং UV – C রশ্মিকে
49. বায়ুমন্ডলে যে বিক্রিয়ার মাধ্যমে ওজোন সৃষ্টি হয় তার নাম কী?
Ans: আলোকরাসায়নিক বিক্রিয়া
50. ODP – এর সম্পূর্ণ নাম কী?
Ans: Ozone Depleting Potential
51. বিশ্ব উষ্ণায়নের সবচেয়ে মারাত্মক প্রভাব প্রভাব কোনটি?
Ans: সমুদ্রপৃষ্ঠের জলতলের গড় উচ্চতা বৃদ্ধি এবং উপকূলবর্তী অঞ্চল প্লাবিত হবার সম্ভাবনা
52. গ্রিনহাউস গ্যাসগুলির প্রভাবে বায়ুমণ্ডলের গড় উষ্ণতা কত থাকে?
Ans: প্রায় 15°c
53. বায়ুমণ্ডলের ওজোন স্তরের বেশিরভাগ ওজোন বিনাশের জন্য প্রধান দায়ী কে?
Ans: বায়ুমণ্ডলের প্রায় 60% ওজোন নাইট্রাস অক্সাইডের কারণে
54. গ্রিনহাউস প্রভাব সৃষ্টিতে কোন গ্যাসের অবদান সবথেকে বেশি?
Ans: CO2 (অবদান প্রায় 50%)
55. ওজোন স্তর ধ্বংসে CFC – এর ভূমিকা কী?
Ans: ওজোন স্তর ধ্বংসে CFC অনুঘটকের কাজ করে |
56. প্রকৃতিতে CO2 গ্যাস বৃদ্ধির জন্য প্রধান কারণ কী?
Ans: জীবাশ্ম জ্বালানির দহন ও অনিয়ন্ত্রিত অরণ্য ধ্বংস |
57. কোন জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি?
Ans: হাইড্রোজেন ( 150 KJ/g )
58. বায়োগ্যাসের মূল উপাদান কী?
Ans: মিথেন গ্যাস
59. প্রচলিত শক্তিগুলির মধ্যে সবচেয়ে কম দূষণ ঘটায় কোনটি?
Ans: প্রাকৃতিক গ্যাস
60. বর্তমানে পেট্রোল ও ডিজেলের পরিবর্তে গাড়িতে কোন জ্বালানি ব্যবহার করা হয়?
Ans: CNG
61. CNG – এর পুরো নাম কী?
Ans: Compressed Natural Gas
62. ফায়ার আইস কাকে বলে?
Ans: মিথেন হাইড্রেটকে ( 4CH4, 23H2O)
63. সূর্যালোককে তড়িতে রূপান্তরিত করে কোন যন্ত্র?
Ans: ফোটো – ইলেকট্রিক কোশ
64. সবুজ ঘর কী ধরনের তাপীয় বিকিরণকে বাইরে যেতে বাধা দেয়?
Ans: বৃহৎ তরঙ্গদৈর্ঘ্যযুক্ত বিকিরণ
65. পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির বৈজ্ঞানিক নাম কী?
Ans: বিশ্ব উষ্ণায়ন
66. ভারতে বায়োডিজেল প্রস্তুত করা হয় এমন এক উদ্ভিদের নাম লেখো |
Ans: জ্যাট্রোফা গাছের বীজ থেকে
67. Sweet gas কাকে বলে?
Ans: প্রাকৃতিক গ্যাসে হাইড্রোজেন সালফাইড ( H2স ) অশুদ্ধিরূপে মিশে থাকলে, তাকে sweet gas বলে |
68. বায়োফুয়েল কী?
Ans: বায়োমাস থেকে উৎপন্ন জ্বালানিকে বায়োফুয়েল বলে |
69. মেসোপজ কী?
Ans: মেসোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে মেসোপজ বলে |
70. দুটি তরল বায়োফুয়েলের উদাহরণ দাও?
Ans: বায়োডিজেল ও বায়োইথানল
71. স্লারি কোন কাজে ব্যবহার করা হয়?
Ans: সার হিসেবে
72. সৌরপ্যানেলে সৌরকোশগুলি কোন ধাতুর তার দিয়ে যুক্ত করা হয়?
Ans: রূপো
73. বাতাসের কোন দুটি স্বাভাবিক উপাদানের গ্রিনহাউস প্রভাব রয়েছে?
Ans: কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্প
74. DENS কী?
Ans: অপ্রচলিত শক্তির উৎস দপ্তর হল DENS|
75. DENS – এর পুরো নাম কী?
Ans: Department of Non-Conventional Energy sources
76. বায়োগ্যাস প্ল্যান্টে যে সব ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে বিয়োজিত করে তাদেরকে কী বলে?
Ans: অ্যানেরোবিক ব্যাকটেরিয়া
77. ODS এর পুরো নাম কী?
Ans: Ozone Depleting Substance
78. বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?
Ans: ফোর্টিন ব্যারোমিটার
79. এমন একটি জ্বালানির উদাহরণ দাও যাতে কার্বন নেই, অথচ যার তাপন মূল্য বেশ উচ্চ?
Ans: হাইড্রোজেন গ্যাস
80. UV রশ্মির প্রভাবে ক্লোরোফ্লুরোকার্বন থেকে নির্গত কোন পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয়?
Ans: ক্লোরিন পরমাণু
81.বায়োমাস কী?
Ans: উদ্ভিদের মৃত অংশ এবং প্রাণীর বর্জ্য পদার্থ যা জ্বালানি রূপে ব্যবহৃত হয়ে শক্তি উৎপন্ন করে, তাকে বায়োমাস বলে |
82.সুস্থায়ী উন্নয়নের একটি উদাহরণ দাও |
Ans: বায়োডাইভারসিটি সংরক্ষণ, স্থায়ী পপুলেশন
83.কার্বন ডাইঅক্সাইডের পর গ্রিনহাউস প্রভাবে যার ভূমিকা সর্বোচ্চ তার নাম লেখো |
Ans: মিথেন (CH4)
84.সূর্যের কোন রশ্মির প্রভাবে ওজোন গ্যাস সৃষ্টি হয়?
Ans: অতিবেগুনি রশ্মির প্রভাবে
85.বায়োগ্যাসে কোন গ্যাসের পরিমাণ বেশি থাকে?
Ans: মিথেন
86.ভূ – উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো |
Ans: মেরু অঞ্চলের বরফ গলে গিয়ে জলস্ফীতি ঘটাবে
87.কোলসিম গ্যাস কী?
Ans: খনিতে কয়লায় অধিশোষিত মিথেনকে কোলসিম গ্যাস বলে
88.বিদ্যুৎ ক্ষরণের সময় কোন গ্যাস O3- কে বিয়োজিত করে?
Ans::নাইট্রিক অক্সাইড (NO)
89.CFC – এর পুরো নাম কী?
Ans: ক্লোরোফ্লুরোকার্বন
90.বায়োগ্যাস প্ল্যান্টে যেসব ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে বিয়োজিত করে, তাদেরকে কী বলা হয়?
Ans: মেথানোজেনিক ব্যাকটিরিয়া
91.আমাদের রাজ্যের কোন জায়গায় সৌরশক্তির ব্যবহার দেখা যায়?
Ans: সুন্দরবন
92.সবচেয়ে বেশি তাপনমূল্যের গ্যাসীয় জীবাশ্ম জ্বালানিটি কী?
Ans: রান্নার গ্যাস (LPG)
93.কোন ধোঁয়াকে জারক ধোঁয়াশা বলে?
Ans: আলোক রাসায়নিক ধোঁয়াশা
94.ODP -এর পুরো নাম কী?
Ans: Ozone Depleting Potential
95.”ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর ” বায়ুমণ্ডলের কোন স্তরকে বলা হয়?
Ans: ট্রপোস্ফিয়ার
96.নিরক্ষরেখার ওপর ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত?
Ans: 16 – 18 কিমি
97.সৌরকোশ ব্যবহৃত হয় এরূপ একটি যন্ত্রের নাম লেখো |
Ans: সোলার ক্যালকুলেটর
98.বায়ুকল টারবাইনে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
Ans: বায়ুশক্তি >যান্ত্রিক শক্তি >বিদ্যুৎ শক্তি
99. মেথানোজেনিক ব্যাকটেরিয়ার একটি উদাহরণ দাও |
Ans: মিথেনোকক্কাস
100.কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপনমূল্য বেশি?
Ans: ডিজেলের
101. নীচের জ্বালানিগুলিকে তাদের তাপনমূল্য অনুসারে ঊর্ধক্রমে সাজাও : কাঠ, কেরোসিন, বায়োগ্যাস, পেট্রোল, মিথেন, হাইড্রোজেন গ্যাস,
Ans: কাঠ >বায়োগ্যাস >কেরোসিন >পেট্রোল >মিথেন >হাইড্রোজেন গ্যাস
•••• শূন্যস্থান পূরণ করো ••••
1. বায়োগ্যাসের প্রধান উপাদান হল ———— |
Ans: মিথেন
2. হিমায়ক যন্ত্র থেকে নির্গত গ্রিনহাউস গ্যাসটি হল ———— |
Ans: CFC
3. কৃত্রিম উপগ্রহ ————– স্তরে অবস্থান করে |
Ans: এক্সোস্ফিয়ার
4. বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি ঘনত্ববিশিষ্ট স্তরটি হল —————— |
Ans: ট্রপোস্ফিয়ার
5. দুপুরের পরের সময়ের পরিচলন স্রোত হল ——————- |
Ans: স্থলবায়ু
6. ট্রপোস্ফিয়ার শব্দের অর্থ হল —————— |
Ans: অশান্ত অঞ্চল
7. সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে ————- পদ্ধতিতে |
Ans: বিকিরণ
8. ওজোন গহ্বর সর্বপ্রথম লক্ষ করেন ————- |
Ans: জো ফোরম্যান
9. প্রাকৃতিক সৌরপর্দা হল —————– |
Ans: ওজোন স্তর (o3)
10. ট্রপোস্ফিয়ার শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী —————- |
Ans: Leon Teisserene de Bort
11. বিশ্ব উষ্ণায়নে সর্বাধিক অবদান ———- গ্যাসের |
Ans: CO2
12. মেরুজ্যোতি যে বায়ুস্তরে দেখা যায়, তা হল ————— |
Ans: আয়নোস্ফিয়ার
13. উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপ ————- |
Ans: কমে
14. কৃত্রিম উপগ্রহে ব্যবহৃত শক্তির প্রধান উৎস —————- |
Ans: সৌরশক্তি
15. জীবাশ্ম জ্বালানি থেকে নির্গত গ্রিনহাউস গ্যাসটি হল ————– |
Ans: CO2
16. কয়লা খনিতে বিস্ফোরণ হয় ————- গ্যাসের উপস্থিতির জন্য |
Ans: মিথেন
17. বায়োগ্যাসের মধ্যে থাকা সালফার ঘটিত গ্যাসটির নাম হল ————— |
Ans: হাইড্রোজেন সালফাইড ( H2S)
18. ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা —————— |
Ans: কমে
19. প্রপেলার যুদ্ধ বিমান চালানো হয় ———— স্তরে |
Ans: ট্রপোস্ফিয়ার
20. বডি স্প্রেতে থাকা ————– গ্যাস হল গ্রিনহাউস গ্যাস |
Ans: ক্লোরোফ্লুরোকার্বন (CFC)
21. কেনেলি হেভিসাইড স্তরটি ————- স্তরের অন্তর্গত |
Ans: আয়নোস্ফিয়ার
22. ওজোন গ্যাস পরিমাপের যন্ত্রটির নাম হল —————-|
Ans: ডবসন স্প্রেকট্রোমিটার
23. মন্ট্রিল প্রোটোকল ————– সালে স্বাক্ষরিত হয় |
Ans: 1987
24. ট্রপোপজের উষ্ণতা প্রায় ——————— |
Ans: – 55°c
25. ————- স্তরে জলীয় বাষ্পের পরিমান বেশি |
Ans: ট্রপোস্ফিয়ার
26. কার্যকরী সৌর বিকিরণ হল সূর্যরশ্মির ———– % |
Ans: 66
27. ভূপৃষ্ঠে বায়ুচাপের মান ————– বায়ুমণ্ডলীয় চাপ |
Ans: 1.013
28. বায়ুমণ্ডলের —————- স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় |
Ans: আয়নোস্ফিয়ার
29. ওজোন স্তরের ঘনত্ব যে এককে পরিমাপ করা হয় তা হল—————– |
Ans: ডবসন
30. —————- কে ফায়ারি আইস নামেও ডাকা হয় |
Ans: মিথেন হাইড্রেট
31. বায়ুর ————– স্তরের মধ্য দিয়ে জেট প্লেন চলাচল করে |
Ans: স্ট্র্যাটোস্ফিয়ার
32. সমস্ত গ্যাস আয়নিত থাকে বায়ুমণ্ডলের —————- স্তরে |
Ans: থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার
33. বায়ুমণ্ডলের ————– স্তরে উল্কাপিন্ড পুড়ে ছাই হয়ে যায় |
Ans: মেসোস্ফিয়ার
34. অতিবেগুনি রশ্মির কম তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট অংশকে ————- বলে |
Ans: UV – C
35. ————- শক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সৌরশক্তি থেকে আসে না |
Ans: ভূতাপ
36. বায়োমাসের অন্তর্নিহিত শক্তি হল ———– |
Ans: সৌরশক্তি
37. সৌরকোশ সাধারণত ————– ধাতু নির্মিত হয় |
Ans: সিলিকন /অর্ধপরিবাহী
38. বায়ুর আদ্রর্তা মাপা হয় —————– যন্ত্রের সাহায্যে |
Ans: হাইগ্রোমিটার
39. জ্যাট্রোযশ বা মহুয়া গাছের তেল ————- উৎপাদনে কাজে লাগে |
Ans: বায়োডিজেল
40. LPG – এর তাপন মূল্য ————— |
Ans: 50000 KJ/kg
41. সোলার প্যানেলে সৌরকোশগুলি ———– সমবায়ে যুক্ত থাকে |
Ans: শ্রেণি
42. বায়োমাসের একটি উদাহরণ হল ————— |
Ans: গোবর
43. প্রতি লিটার মিথেন হাইড্রেট থেকে STP – তে প্রায় —————– মিথেন পাওয়া যায় |
Ans: 170 লিটার
44. গ্যাসোলিনের সঙ্গে 23% ইথানল মিশিয়ে —————- উৎপাদন করা হয় |
Ans: গ্যাসোহোল
45. মিথেন হাইড্রেট এর সংকেত হল ————— |
Ans: 4CH4, 23H2O
46. গোবর থেকে বায়োগ্যাস উৎপাদনে প্রয়োজনীয় উপাদানটি হল ————– |
Ans: জল
47. গোবর গ্যাসের প্রধান উপাদান হল —————— |
Ans: মিথেন
48. জ্বালানির তাপন মূল্যের একক হল ———– |
Ans: KJ/kg
49. অশান্ত মন্ডলে ঝড় যদি কার্য হয়, তবে তার কারণ হল বায়ুর ————– স্রোত |
Ans: পরিচলন
50. আয়নোস্ফিয়ারের গড় উষ্ণতা কত?
Ans: 1100°C
51. বায়ুমণ্ডলের শীতলতম স্তরটি হল ———— |
Ans: মেসোস্ফিয়ার
52. বায়ুমণ্ডলের সর্বনিম্ন উষ্ণতা হল ————– |
Ans: – 95°C
53. ————– গ্যাসের উষ্ণকরণ ক্ষমতা সর্বাধিক |
Ans: CFC
54. বায়ুমণ্ডলের দ্বিতীয় সর্বোচ্চ ঘনত্ববিশিষ্ট স্তর হল ——————- |
Ans: স্ট্র্যাটোস্ফিয়ার
55. ————— ব্যাকটেরিয়া দ্বারা বায়োমাস থেকে বায়োগ্যাস তৈরি করা হয় |
Ans: মিথোনোজেনিক
56. পশ্চিমবঙ্গের বায়ুশক্তি উৎপাদক কেন্দ্রগুলির মধ্যে একটি —————– এ অবস্থিত |
Ans: সাগরদ্বীপ
57. স্থিতিশীল উন্নয়নের প্রধান কৌশল হল ——————- ব্যবহার |
Ans: নবীকরণযোগ্য শক্তির
58. ————- জীবাশ্ম জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি |
Ans: কয়লা
59. মিথোজেনিক ব্যাকটেরিয়া ————— গ্যাসকে বিজারিত করে মিথেন গ্যাস উৎপন্ন করে |
Ans: CO2
60. ————– সম্পদটি সর্বনিম্ন পরিবেশ দূষণ ঘটায় |
Ans: সৌরশক্তি
61. মিথেনের তাপন মূল্য পেট্রোল অপেক্ষা ——— |
Ans: কম
62. ভূতাপ শক্তির প্রধান উৎসগুলি হল ———– |
Ans: আগ্নেয়গিরি ও উষ্ণপ্রস্রবণ
63. পৃথিবীর ছাতা ও প্রাকৃতিক সানস্ক্রিন নামে পরিচিত বায়ুমণ্ডলের ————— স্তর |
Ans: ওজোন
64. ঘনমণ্ডলের অপর নাম ————- |
Ans: ক্ষুব্ধমন্ডল
65. স্থিতিশীল উন্নয়নের সংজ্ঞাটি প্রথম প্রকাশিত হয় —————– কমিশনের রিপোর্টে |
Ans: ব্রান্টল্যান্ড
66. বর্জ্য পদার্থের বিয়োজনে বায়ুমণ্ডলে ———– নির্গত হয় |
Ans: মিথেন
67. কঠিন কয়লার ম্যাট্রিক্সে ————– মিথেনই হল কোলবেড মিথেন |
Ans: অধিশোষণ
68. ওজোন গ্যাসের ঘনত্ব ————— ডবসন এককের কম হলে তাকেই ওজোন গহ্বর বলে |
Ans: 200
69. বায়ুমণ্ডলের আয়ন স্তরে তড়িদাহিত অনুর প্রভাবে সৃষ্টি হয় ————— |
Ans: মেরুজ্যোতি
70. বায়ুর গতিবেগ ন্যূনতম ————— হলে বায়ুশক্তিকে কাজে লাগানো যায় |
Ans: 15 km /h
71. পশ্চিমবঙ্গের ————— ভূতাপীয় শক্তিতে সমৃদ্ধ একটি অঞ্চল |
Ans: বক্রেশ্বর
72. ————– এর অনুপস্থিতিতে বায়োগ্যাস উৎপন্ন হয় |
Ans: অক্সিজেন
সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নঃ প্রশ্নমান-২
1.গ্রিনহাউস ইফেক্ট বলতে কী বোঝায়?
Ans: সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট রশ্মি বায়ুমণ্ডলের মধ্য দিয়ে এসে ভূপৃষ্ঠে আপতিত হয়, ফলে ভূপৃষ্ঠ এবং সংলগ্ন বায়ুমণ্ডল উত্তপ্ত হয়|এই তাপ ভূপৃষ্ঠ থেকে বৃহৎ তরঙ্গদৈর্ঘ্যরূপে পুনরায় বিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যায়|কিন্তু বর্তমানে বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড প্রভৃতি গ্রিনহাউস গ্যাসের মাত্রাতিরিক্ত ঘনত্ব বৃদ্ধির জন্য এই গ্যাসগুলি মিলিতভাবে নিম্ন বায়ুমণ্ডলে চাঁদোয়ার মতো একটি গ্যাসীয় স্তর সৃষ্টি করে|ফলে ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘতর তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মিকে মহাশূন্যে ফিরে যেতে বাধা দেয়|এই কারণে বায়ুমণ্ডলের উষ্ণতা ক্রমশ বৃদ্ধি পায়|এই ঘটনাকে গ্রিনহাউস ইফেক্ট বলে |
2.ওজোন স্তর ধ্বংসে CFC – এর ভূমিকা আলোচনা করো |
Ans: ক্লোরোফ্লুরো কার্বন(CFC) রেফ্রিজারেটর, এয়ারকন্ডিশনার,বিভিন্ন সুগন্ধি, স্প্রে – ক্যান, অগ্নিনির্বাপক যন্ত্রে ব্যবহার করা হয়|এই গ্যাস ঐ যন্ত্র থেকে বায়ুমণ্ডলে মিশে ওজোন স্তরকে ক্ষয় করে|ক্লোরোফ্লুরোকার্বনগুলির মধ্যে CFC -11 এবং CFC -12 ওজোন স্তরকে বেশি ক্ষয় করে|UV রশ্মির প্রভাবে CFC থেকে মুক্ত ক্লোরিনমূলক(CI) তৈরি হয়|এই ক্লোরিনমূলক ওজোন গ্যাসকে ভেঙে অক্সিজেন এবং ক্লোরিন মনোক্সাইডে(CIO) তৈরি করে|এই ক্লোরিন মনোক্সাইড অক্সিজেন পরমাণুর সাহায্যে বিজারিত হয়ে পুনরায় ক্লোরিনমূলক তৈরি করে, যা পুনরায় ওজোন গ্যাসকে ভাঙতে সাহায্য করে|এইভাবে একটি CFC অণু হাজার হাজার ওজোন অণুকে ভেঙে দেয়|
•• সমীকরণ :
CFCI3 +অতিবেগুনি রশ্মি ——–> CFCI2+CI
CF2CI2 + অতিবেগুনি রশ্মি ——–> CF2CI + CI
O3 + CI ————> CIO + O2
CIO + O3 ———–> 2O2 + CI
3.ট্রপোস্ফিয়ারের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো |
Ans: 1.এখানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায়|প্রতি 1000 মিটার উচ্চতায় উষ্ণতা প্রায় 6.4°C – 10°C পর্যন্ত হ্রাস পায়|
2.ধূলিকণা, জলীয় বাষ্প, মেঘ প্রভৃতি অবস্থানের কারণে ট্রপোস্ফিয়ারে ঝড়, বৃষ্টি, কুয়াশা, তুষার প্রভৃতি ঘটে|সর্বদা এই স্তর অশান্ত বলে এটি ক্ষুব্ধমন্ডল |
3.মোট গ্যাসীয় ভরের 75% রয়েছে এই স্তরে|
4.পরিবেশের ওপর বিশ্ব উষ্ণায়নের দুটি প্রভাব উল্লেখ করো |
Ans: 1.বিশ্ব উষ্ণায়নের কারণে মেরু ও আন্টার্কটিকা অঞ্চলের বরফ ধীরে ধীরে গলছে|এর ফলে সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি পেয়ে স্থলভাগের বহু এলাকা জলের তলায় চলে যাবে|
2.বিশ্ব উষ্ণায়নের ফলে জলবায়ুগত বিরাট পরিবর্তন ঘটবে |তার ফলে জীববৈচিত্র্য বিপন্ন হবে|অসংখ্য প্রাণী ও উদ্ভিদ চিরতরে হারিয়ে যাবে|
5.পাওয়ার অ্যালকোহল কী? এর উপাদান কী কী?
Ans: যে সমস্ত দেশগুলিতে পেট্রোলের ভাণ্ডার সীমিত সেই সমস্ত দেশগুলিতে গাড়ির ইঞ্জিনের পাওয়ার বা ক্ষমতা বাড়ানোর জন্য ইথাইল অ্যালকোহল, পেট্রোল ও খুব সামান্য পরিমানে বেঞ্জিনের যে মিশ্রণ ব্যবহার করা হয় তাকে পাওয়ার অ্যালকোহল বলে|
••উপাদান :
পাওয়ার অ্যালকোহলে পেট্রোল (75 – 80% ), ইথানল(20 – 25% ) এবং সামান্য পরিমানে দ্রাবক রূপে বেঞ্জিন থাকে|
6.বায়োফুয়েল বা জৈব জ্বালানি র ব্যবহার লেখো|
Ans: 1.রান্না করার সময় জ্বালানি হিসেবে কঠিন বায়োফুয়েল ব্যবহার করা হয়|
2.গোবর থেকে বায়োগ্যাস বা গোবর গ্যাস উৎপন্ন করা হয়, যা ধোঁয়াহীন জ্বালানি রূপে ব্যবহার করা হয়|
3.কৃষিক্ষেত্রে জল দেওয়ার জন্য পাম্পের জ্বালানি হিসেবে বায়োফুয়েল ব্যবহার করা হয়|
4.শীতপ্রধান দেশে ঘর গরম রাখার জন্য বায়োফুয়েল ব্যবহৃত হয়|
7.বায়ুমণ্ডলের সর্বনিম্ন ও সর্বোচ্চ স্তর দুটির নাম লেখো|
Ans: বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর হল ট্রপোস্ফিয়ার এবং সর্বোচ্চ স্তর হল ম্যাগনেটোস্ফিয়ার |
8.জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কী?
Ans: 1.জীবাশ্ম জ্বালানির পরিমান সীমিত|ক্রমাগত ব্যবহারের ফলে এগুলি শেষ হয়ে যাচ্ছে|তাই এগুলি সংরক্ষণ প্রয়োজন|
2.জীবাশ্ম জ্বালানি একবার ফুরিয়ে গেলে আর তৈরি করা সম্ভব নয়|তাই ভবিষ্যত প্রজন্মের জন্য এগুলি সংরক্ষণ প্রয়োজন|
3.জীবাশ্ম জ্বালানি থেকে প্রচুর পরিমাণে পরিবেশ দূষিত হয়|জীবাশ্ম জ্বালানি সংরক্ষণ করলে এর ব্যবহার কমবে, ফলে পরিবেশ দূষণের মাত্রা কমবে|
9.কোনো জ্বালানির তাপনমূল্য বা ক্যালোরি মূল্য বলতে কী বোঝ? এর একক কী?
Ans: একক ভরবিশিষ্ট কোনো জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমান তাপশক্তি উৎপন্ন হয়, তাকে ওই জ্বালানির তাপন মূল্য বা ক্যালোরি মূল্য বলে|
••উদাহরণ :
1 গ্রাম কাঠের সম্পূর্ণ দহনে 17000 জুল তাপশক্তি উৎপন্ন হয় অর্থাৎ কাঠের তাপন মূল্য 17000 জুল / গ্রাম বা 17 কিলোজুল / গ্রাম |
••তাপন মূল্যের একক :
** তাপন মূল্যের প্রচলিত একক কিলোজুল / গ্রাম (KJ /g)
** তাপন মূল্যের SI একক জুল / কেজি (J /kg )
**তাপন মূল্যের CGS একক ক্যালোরি / গ্রাম (cal /g )
২. উষ্ণতার তারতম্মের অনুসারে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের নামগুলি লেখ ?
৩. মানবস্বাস্থ্য ও পরিবেশের উপর ওজোনস্তরের ক্ষয়ের দুটি ক্ষতিকর প্রভাব লেখ ?
৪. পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের দুটি প্রভাব লেখ ?
৫. বায়োগ্যাসের দুটি ব্যাবহার লেখ ?
৬. কোন জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝ ? কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপন মূল্য বেশি ?