Skip to main content

অভিব্যাক্তি ও অভিযোজন



(১.১) ‘অস্তিত্বের জন্য সংগ্রাম’ মতবাদটি কার? – (ক) ল্যামার্কের (খ) ডারউইনের (গ) দ্য ভ্রিসের (ঘ) জোনোফেনের

উত্তরঃ (খ) ডারউইনের

(১.২) ল্যামার্ক রচিত গ্রন্থের নাম হল – (ক) ফলোজফিক জুলজিক (খ) অরিজিন অব স্পিসিস (গ) ফিলোজফিক বটানিক (ঘ) মাইক্রোগ্রাফিয়া

উত্তরঃ (ক) ফিলোজফিক জুলজিক

(১.৩) প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা হলেন – (ক) ডারউইন (খ) ল্যামার্ক (গ) মেন্ডেল (ঘ) ভ্রিস

উত্তরঃ (ক) ডারউইন

(১.৪) তিমির ফ্লিপার ও পাখির ডানা হল – (ক) সমবৃত্তীয় অঙ্গ (খ) নিষ্ক্রিয় অঙ্গ (গ) প্রতিস্থাপিত অঙ্গ (ঘ) সমসংস্থ অঙ্গ

উত্তরঃ (ঘ) সমসংস্থ অঙ্গ

(১.৫) মানুষের নিষ্ক্রিয় অঙ্গটি হল – (ক) কোলন (খ) মলাশয় (গ) অ্যাপেনডিক্স (ঘ) পাকস্থলী

উত্তরঃ (গ) অ্যাপেনডিক্স


(১.৬) শ্বাসমূল কার অভিযোজনগত বৈশিষ্ট্য? – (ক) ক্যাকটাস (খ) পদ্ম (গ) সুন্দরী (ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (গ) সুন্দরী

(১.৭) প্রানীদের অস্তিত্ব রক্ষায় ও জনন প্রক্রিয়ায় সাহায্য করে – (ক) আবর্তন (খ) আবরন (গ) আরোহন (ঘ) আচরন

উত্তরঃ (ঘ) আচরন

(১.৮) পায়রার বায়ুথলির সংখ্যা – (ক) 7 টি (খ) 9 টি (গ) 12 টি (ঘ) 23 টি

উত্তরঃ (খ) 9 টি

(১.৯) জরায়ুজ অঙ্কুরোদ্‌গম দেখা যায় – (ক) পাইন গাছে (খ) ওক গাছে (গ) সুন্দরী গাছে (ঘ) গরান গাছে

উত্তরঃ গরান গাছে

(১.১০) উটের লোহিতকনিকা দেখতে – (ক) দ্বি-অবতল নিউক্লিয়াসবিহীন (খ) দ্বি-অবতল নিউক্লিয়াসযুক্ত (গ) ডিম্বাকার নিউক্লিয়াসযুক্ত (ঘ) ডিম্বাকার নিউক্লিয়াসবিহীন

উত্তরঃ (গ) ডিম্বাকার নিউক্লিয়াসযুক্ত



সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নঃ প্রশ্নমান – ২

১. নিস্ক্রিয় অঙ্গ বলতে কি বোঝ ? মানব দেহে অবস্থিত দুটি নিস্ক্রিয় অঙ্গের নাম লেখ ?
২. ঘোরার জিবাশনো থেকে বিবর্তনের কি কি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য পাই ।
৩. ল্যামারকের মতবাদের প্রধান দুটি দুর্বলাতা কি ?
৪. রাসায়নিক বিবর্তন কি ?
৫. কোয়াসারভেট কি ?
৬. সমসংস্থঅঙ্গ ও সমব্রিত্তীয় অঙ্গ বলতে কি বোঝ ?
৭. অভিসারি ও অপসারি বিবর্তন বলতে কি বোঝ ?
৮. জীবাশ্ম কাকে বলে ? উদাহরন দাও ।
৯. লুপ্তপ্রায় অঙ্গ ও অভিক্তির সম্পর্ক কি ?
১০.  প্রাকিতিক নিরবাচন বলতে কি বোঝ ?
১১. বায়ুথলি থাকায় পায়রার আকাসে উরতে কি সুবিধা হয় ।
১২. মাছের পটকার অভিযোজনগত গুরুত্ব কি ?
১৩. জল সংরক্ষণের জন্যে উটের কি কি অভিযোজন দেখা যায়।
১৪. যোগ্যতমের উদ্বর্তন বলতে কি বোঝ? 


দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন – প্রশ্ন মান – ৫

১. ডারউনের মতবাদ অনুসারে নতুন প্রজাতি সৃষ্টির সম্পরকে একটি উদাহরন সহ ব্যাখা করো ।
২ . হট ডাইলিউট স্যুপ ও কোয়াসারভেট বলতে কি বোঝ ?
৩. সুন্দরী গাছের ৩ টি অভিযোজন গত বৈশিষ্ট্য লেখ ?
৪. অভিবেক্তি বা বিবর্তন সম্পরকে ডারউইনের প্রাকিতিক নিরবাচোনবাদ সংক্ষেপে আলোচনা করো
৫. জিরাফের গলা লম্বা হওয়ায় ল্যামারক ও ডারউইনের মতবাদের তফাৎ কি ছিল ?
৬.অভিবেক্তি সপখ্যে ভ্রূণতত্যঘটিত প্রমাণটি আলোচনা করো।
৭. জীবাশ্মের মাধ্যমে ঘোরার বিবর্তন ব্যাখা করো।
৮. আচরণ কাকে বলে ? প্রাণীর আচরণ কিভাবে আভিজজনে সাহায্য করে ?