প্রশ্ন:- দীর্ঘ পর্যায় সারণিতে কটি শ্রেণি আছে ?
উত্তর:- দীর্ঘ পর্যায় সারণিতে 18 টি শ্রেণি আছে ।
প্রশ্ন:- মেন্ডেলিফের পর্যায় সারণিতে কয়টি পর্যায় আছে ?
উত্তর:- মেন্ডেলিফের পর্যায় সারণিতে মোট 7 টি পর্যায় আছে ।
প্রশ্ন:- Na, K, Li, মৌলগুলির মধ্যে কোনটি আকারে সবচেয়ে বড়ো এবং কোনটি আকারে সবচেয়ে ছোটো ।
উত্তর:- Na, K, Li, মৌলগুলির মধ্যে পটাশিয়াম (K) পরমাণু আকারে সবচেয়ে বড়ো এবং লিথিয়াম (Li) পরমাণু আকারে সবচেয়ে ছোটো ।
প্রশ্ন:- মেন্ডেলিফের মূল পর্যায় সারণিতে '0' গ্রুপ ছিলা না কেন ?
উত্তর:- মেন্ডেলিফের মূল পর্যায় সারণি যখন তৈরি হয়েছিল তখন নিষ্ক্রিয় মৌলগুলি আবিষ্কার হয়নি । তাই মূল পর্যায় সারণিতে সাতটি পর্যায় ও আটটি শ্রেণি ছিল । নিষ্ক্রিয় মৌলগুলি আবিষ্কারের পর ওই মৌলগুলিকে নবম শ্রেণি অর্থাৎ শূন্য শ্রেণি ('0' গ্রুপ) -এ রাখা হয়েছে ।
প্রশ্ন:- হ্যালোজেন মৌলগুলি পর্যায় সারণির কোন শ্রেণিতে থাকে ?
উত্তর:- পর্যায় সারণিতে হ্যালোজেন মৌলগুলি VII B শ্রেণিতে থাকে ।
প্রশ্ন:- পর্যায় সারণিতে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে কটি মৌলের পরে ধর্মের পুনরাবৃত্তি ঘটে ?
উত্তর:- পর্যায় সারণির দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে আটটি মৌলের পরে ধর্মের পুনরাবৃত্তি ঘটে ।
প্রশ্ন:- ত্রয়ী সুত্র কি ?
উত্তর:- রাসায়নিক ধর্মের সদৃশ্য আছে এমন তিনটি মৌলের মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব অন্য দুটি মৌলের পারমাণবিক গুরুত্বের গড় মানের সমান হয় । একে ডোবেনিয়ারের ত্রয়ী সুত্র বলে ।
প্রশ্ন:- অষ্টক সুত্র কাকে বলে ?
উত্তর:- মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী পর পর সাজালে দেখা যায়, নির্দিষ্ট মৌলের সঙ্গে তার পরবর্তী অষ্টম মৌলের ধর্মের মিল আছে । একে ইংরেজ বিজ্ঞানী নিউল্যান্ডের অষ্টক সুত্র বলে ।
প্রশ্ন:- একটি ক্ষার ধাতুর নাম করো ।
উত্তর:- সোডিয়াম (Na) হল একটি ক্ষার ধাতু ।
প্রশ্ন:- একটি স্বাভাবিক মৌলের নাম করো ।
উত্তর:- ক্লোরিন (Cl) হল একটি স্বাভাবিক মৌল ।
প্রশ্ন:- আধুনিক পর্যায় সারণিতে মুদ্রা ধাতুর অবস্থান উল্লেখ করো ।
উত্তর:- আধুনিক পর্যায় সারণিতে মুদ্রা ধাতুগুলিকে IB শ্রেণিতে রাখা হয়েছে ।
প্রশ্ন:- 12A24 মৌলটির পর্যায় সারণিতে অবস্থান নির্ণয় করো ।
উত্তর:- 12A24 মৌলের পরমাণুর ইলেকট্রন-বিন্যাস 2, 8, 2; অর্থাৎ পরমাণুটির ইলেকট্রন কক্ষের মোট সংখ্যা = 3 এর শেষে কক্ষের ইলেকট্রন সংখ্যা = 2
অতএব, পর্যায় সারণিতে 12A24 মৌলটি তৃতীয় পর্যায় ও দ্বিতীয় শ্রেণিতে আছে ।
প্রশ্ন:- ল্যান্থানাইডস্ বা বিরল মৃত্তিকা মৌল কাদের বলে ?
উত্তর:- পর্যায় সারণির ষষ্ঠ পর্যায়ের সিরিয়াম (Ce) থেকে লুটেসিয়াম (Lu) পর্যন্ত 14-টি মৌলকে ল্যান্থানাইডস্ বা বিরল মৃত্তিকা মৌল বলে । প্রকৃতিতে এদের খুব কম পাওয়া যায় ।
প্রশ্ন:- N, O, C, B -মৌলগুলির মধ্যে কোনটি সবচেয়ে বড়ো এবং কোনটি সবচেয়ে ছোটো ?
উত্তর:- N, O, C, B -মৌলগুলির মধ্যে বোরন (B) পরমাণু আকারে সবচেয়ে বড়ো এবং অক্সিজেন (O) পরমাণু আকারে সবচেয়ে ছোটো ।
প্রশ্ন:- Br, F, Cl, I মৌলগুলির মধ্যে কোনটি আকারে সবচেয়ে বড়ো এবং কোনটি আকারে সবচেয়ে ছোটো ।
উত্তর:- Br, F, Cl, I মৌলগুলির মধ্যে আয়োডিন (I) পরমাণু আকারে সবচেয়ে বড়ো এবং ফ্লুওরিন (F) পরমাণুর আকার সবচেয়ে ছোটো ।
প্রশ্ন : ২০১২ সাল পর্যন্ত সর্বমোট কতটি মৌল শনাক্ত হয়েছে?
উত্তর : ১১৮টি
প্রশ্ন : পর্যায় সারণিতে মৌলগুলোকে কিসের ভিত্তিতে ভাগ করা হয়েছে?
উত্তর : মৌলগুলোর ধর্মের ভিত্তিতে
প্রশ্ন : মেন্ডেলিফ কতটি মৌল নিয়ে আধুনিক পর্যায় সারণি প্রবর্তন করেন?
উত্তর : ৬৭টি
প্রশ্ন : সিলভারের পারমাণবিক সংখ্যা কত?
উত্তর : ৪৭
প্রশ্ন : ২০১২ সাল পর্যন্ত আবিষ্কৃত মৌলের মধ্যে কতটি মৌলকে প্রাথমিক মৌল বলা হয়?
উত্তর : ৮৪টি
প্রশ্ন : পারমাণবিক সংখ্যা আবিষ্কার হয় কত সালে?
উত্তর : ১৯১৩ সালে
প্রশ্ন : পর্যায় সারণি কত বছর ধরে সংগৃহীত বিভিন্ন রাসায়নিক ধারণার এক অবিস্মরণীয় প্রতিফলন?
উত্তর : ১০০ বছর
প্রশ্ন : অন্তঃঅবস্থান্তর মৌল কোন গ্রুপের অন্তর্ভুক্ত?
উত্তর : ৩নং গ্রুপ
প্রশ্ন : মেন্ডেলিফ কোন দেশের বিজ্ঞানী ছিলেন?
উত্তর : রাশিয়া
প্রশ্ন : পর্যায় সারণির মৌলগুলোর বেশিরভাগই কত শতাব্দীতে আবিষ্কৃত হয়েছিল?
উত্তর : অষ্টাদশ
প্রশ্ন : ল্যাভয়শিয়ের বানানো পর্যায় সারণিতে মৌলের সংখ্যা কত?
উত্তর : ৩৩
প্রশ্ন : ল্যাভয়শিয়ে মৌলসমূহকে প্রথম কত সালে তিনটি ভাগে বিভক্ত করেন?
উত্তর : ১৭৮৯ সালে
প্রশ্ন : পর্যায় সারণিতে কতটি গ্রুপ আছে?
উত্তর : ১৮টি
প্রশ্ন : পর্যায় সারণিতে ষষ্ঠ পর্যায়ে কতটি মৌল আছে?
উত্তর : ৩২টি
প্রশ্ন : ল্যান্থানাইড সারিতে মৌলের সংখ্যা কত?
উত্তর : ১৫টি
প্রশ্ন : অ্যাকটিনাইড বর্গে কৃত্রিম মৌল কতটি?
উত্তর : ১১টি
প্রশ্ন : পর্যায় সারণির শূন্য গ্রুপে মৌলের সংখ্যা কতটি?
উত্তর : ৬টি
প্রশ্ন : অষ্টক তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর : জন নিউল্যান্ড
প্রশ্ন : আধুনিক পর্যায় সূত্র আবিষ্কৃত হয় কত সালে?
উত্তর : ১৯১৩ সালে
প্রশ্ন : কোন বিজ্ঞানী পারমাণবিক সংখ্যার ধারণা দেন?
উত্তর : হেনরি মোসলে
প্রশ্ন : কোন দেশের বিজ্ঞানী ত্রয়ী সূত্র প্রদান করেন?
উত্তর : জার্মান
প্রশ্ন : জার্মান বিজ্ঞানী ডোবেরাইনার কত সালে ত্রয়ী সূত্র আবিষ্কার করেন?
উত্তর : ১৮২৯ সালে
প্রশ্ন : অষ্টক সূত্রটি লিখ।
উত্তর : মৌলগুলোকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজানো হলে কোনো মৌল থেকে অষ্টম মৌলে আবার সেই মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মের পুনরাবৃত্তি ঘটে।
প্রশ্ন : সোনার পারমাণবিক সংখ্যা কত?
উত্তর : ৭৯
প্রশ্ন : ম্যাগনেসিয়াম পর্যায় সারণির কোন পর্যায়ে অবস্থিত?
উত্তর : ৩য় পর্যায়ে
প্রশ্ন : মৃৎক্ষার ধাতুগুলো কতটি ইলেকট্রন ত্যাগ করে আয়নিক যৌগ গঠন করে?
উত্তর : ২টি
প্রশ্ন : ত্রয়ী সূত্রটি লিখ।
উত্তর : রাসায়নিকভাবে সদৃশ তিনটি মৌলকে পারমাণবিক ভর অনুসারে সাজালে প্রথম ও তৃতীয় মৌলের ভরের গড় দ্বিতীয় মৌলের ভরের সমান হয়। এই মৌল তিনটিকে ত্রয়ী বলে। এটিই ত্রয়ী সূত্র নামে পরিচিত।
প্রশ্ন : আধুনিক পর্যায় সূত্রটি লিখ।
উত্তর : মৌলিক পদার্থ এবং তাদের থেকে সৃষ্ট যৌগিক পদার্থগুলোর ভৌত ও রাসায়নিক ধর্মাবলি তাদের পারমাণবিক সংখ্যার বৃদ্ধির সঙ্গে পর্যায়ক্রমে আবর্তিত হয়।
উত্তর:- দীর্ঘ পর্যায় সারণিতে 18 টি শ্রেণি আছে ।
প্রশ্ন:- মেন্ডেলিফের পর্যায় সারণিতে কয়টি পর্যায় আছে ?
উত্তর:- মেন্ডেলিফের পর্যায় সারণিতে মোট 7 টি পর্যায় আছে ।
প্রশ্ন:- Na, K, Li, মৌলগুলির মধ্যে কোনটি আকারে সবচেয়ে বড়ো এবং কোনটি আকারে সবচেয়ে ছোটো ।
উত্তর:- Na, K, Li, মৌলগুলির মধ্যে পটাশিয়াম (K) পরমাণু আকারে সবচেয়ে বড়ো এবং লিথিয়াম (Li) পরমাণু আকারে সবচেয়ে ছোটো ।
প্রশ্ন:- মেন্ডেলিফের মূল পর্যায় সারণিতে '0' গ্রুপ ছিলা না কেন ?
উত্তর:- মেন্ডেলিফের মূল পর্যায় সারণি যখন তৈরি হয়েছিল তখন নিষ্ক্রিয় মৌলগুলি আবিষ্কার হয়নি । তাই মূল পর্যায় সারণিতে সাতটি পর্যায় ও আটটি শ্রেণি ছিল । নিষ্ক্রিয় মৌলগুলি আবিষ্কারের পর ওই মৌলগুলিকে নবম শ্রেণি অর্থাৎ শূন্য শ্রেণি ('0' গ্রুপ) -এ রাখা হয়েছে ।
প্রশ্ন:- হ্যালোজেন মৌলগুলি পর্যায় সারণির কোন শ্রেণিতে থাকে ?
উত্তর:- পর্যায় সারণিতে হ্যালোজেন মৌলগুলি VII B শ্রেণিতে থাকে ।
প্রশ্ন:- পর্যায় সারণিতে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে কটি মৌলের পরে ধর্মের পুনরাবৃত্তি ঘটে ?
উত্তর:- পর্যায় সারণির দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে আটটি মৌলের পরে ধর্মের পুনরাবৃত্তি ঘটে ।
প্রশ্ন:- ত্রয়ী সুত্র কি ?
উত্তর:- রাসায়নিক ধর্মের সদৃশ্য আছে এমন তিনটি মৌলের মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব অন্য দুটি মৌলের পারমাণবিক গুরুত্বের গড় মানের সমান হয় । একে ডোবেনিয়ারের ত্রয়ী সুত্র বলে ।
প্রশ্ন:- অষ্টক সুত্র কাকে বলে ?
উত্তর:- মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী পর পর সাজালে দেখা যায়, নির্দিষ্ট মৌলের সঙ্গে তার পরবর্তী অষ্টম মৌলের ধর্মের মিল আছে । একে ইংরেজ বিজ্ঞানী নিউল্যান্ডের অষ্টক সুত্র বলে ।
প্রশ্ন:- একটি ক্ষার ধাতুর নাম করো ।
উত্তর:- সোডিয়াম (Na) হল একটি ক্ষার ধাতু ।
প্রশ্ন:- একটি স্বাভাবিক মৌলের নাম করো ।
উত্তর:- ক্লোরিন (Cl) হল একটি স্বাভাবিক মৌল ।
প্রশ্ন:- আধুনিক পর্যায় সারণিতে মুদ্রা ধাতুর অবস্থান উল্লেখ করো ।
উত্তর:- আধুনিক পর্যায় সারণিতে মুদ্রা ধাতুগুলিকে IB শ্রেণিতে রাখা হয়েছে ।
প্রশ্ন:- 12A24 মৌলটির পর্যায় সারণিতে অবস্থান নির্ণয় করো ।
উত্তর:- 12A24 মৌলের পরমাণুর ইলেকট্রন-বিন্যাস 2, 8, 2; অর্থাৎ পরমাণুটির ইলেকট্রন কক্ষের মোট সংখ্যা = 3 এর শেষে কক্ষের ইলেকট্রন সংখ্যা = 2
অতএব, পর্যায় সারণিতে 12A24 মৌলটি তৃতীয় পর্যায় ও দ্বিতীয় শ্রেণিতে আছে ।
প্রশ্ন:- ল্যান্থানাইডস্ বা বিরল মৃত্তিকা মৌল কাদের বলে ?
উত্তর:- পর্যায় সারণির ষষ্ঠ পর্যায়ের সিরিয়াম (Ce) থেকে লুটেসিয়াম (Lu) পর্যন্ত 14-টি মৌলকে ল্যান্থানাইডস্ বা বিরল মৃত্তিকা মৌল বলে । প্রকৃতিতে এদের খুব কম পাওয়া যায় ।
প্রশ্ন:- N, O, C, B -মৌলগুলির মধ্যে কোনটি সবচেয়ে বড়ো এবং কোনটি সবচেয়ে ছোটো ?
উত্তর:- N, O, C, B -মৌলগুলির মধ্যে বোরন (B) পরমাণু আকারে সবচেয়ে বড়ো এবং অক্সিজেন (O) পরমাণু আকারে সবচেয়ে ছোটো ।
প্রশ্ন:- Br, F, Cl, I মৌলগুলির মধ্যে কোনটি আকারে সবচেয়ে বড়ো এবং কোনটি আকারে সবচেয়ে ছোটো ।
উত্তর:- Br, F, Cl, I মৌলগুলির মধ্যে আয়োডিন (I) পরমাণু আকারে সবচেয়ে বড়ো এবং ফ্লুওরিন (F) পরমাণুর আকার সবচেয়ে ছোটো ।
প্রশ্ন : ২০১২ সাল পর্যন্ত সর্বমোট কতটি মৌল শনাক্ত হয়েছে?
উত্তর : ১১৮টি
প্রশ্ন : পর্যায় সারণিতে মৌলগুলোকে কিসের ভিত্তিতে ভাগ করা হয়েছে?
উত্তর : মৌলগুলোর ধর্মের ভিত্তিতে
প্রশ্ন : মেন্ডেলিফ কতটি মৌল নিয়ে আধুনিক পর্যায় সারণি প্রবর্তন করেন?
উত্তর : ৬৭টি
প্রশ্ন : সিলভারের পারমাণবিক সংখ্যা কত?
উত্তর : ৪৭
প্রশ্ন : ২০১২ সাল পর্যন্ত আবিষ্কৃত মৌলের মধ্যে কতটি মৌলকে প্রাথমিক মৌল বলা হয়?
উত্তর : ৮৪টি
প্রশ্ন : পারমাণবিক সংখ্যা আবিষ্কার হয় কত সালে?
উত্তর : ১৯১৩ সালে
প্রশ্ন : পর্যায় সারণি কত বছর ধরে সংগৃহীত বিভিন্ন রাসায়নিক ধারণার এক অবিস্মরণীয় প্রতিফলন?
উত্তর : ১০০ বছর
প্রশ্ন : অন্তঃঅবস্থান্তর মৌল কোন গ্রুপের অন্তর্ভুক্ত?
উত্তর : ৩নং গ্রুপ
প্রশ্ন : মেন্ডেলিফ কোন দেশের বিজ্ঞানী ছিলেন?
উত্তর : রাশিয়া
প্রশ্ন : পর্যায় সারণির মৌলগুলোর বেশিরভাগই কত শতাব্দীতে আবিষ্কৃত হয়েছিল?
উত্তর : অষ্টাদশ
প্রশ্ন : ল্যাভয়শিয়ের বানানো পর্যায় সারণিতে মৌলের সংখ্যা কত?
উত্তর : ৩৩
প্রশ্ন : ল্যাভয়শিয়ে মৌলসমূহকে প্রথম কত সালে তিনটি ভাগে বিভক্ত করেন?
উত্তর : ১৭৮৯ সালে
প্রশ্ন : পর্যায় সারণিতে কতটি গ্রুপ আছে?
উত্তর : ১৮টি
প্রশ্ন : পর্যায় সারণিতে ষষ্ঠ পর্যায়ে কতটি মৌল আছে?
উত্তর : ৩২টি
প্রশ্ন : ল্যান্থানাইড সারিতে মৌলের সংখ্যা কত?
উত্তর : ১৫টি
প্রশ্ন : অ্যাকটিনাইড বর্গে কৃত্রিম মৌল কতটি?
উত্তর : ১১টি
প্রশ্ন : পর্যায় সারণির শূন্য গ্রুপে মৌলের সংখ্যা কতটি?
উত্তর : ৬টি
প্রশ্ন : অষ্টক তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর : জন নিউল্যান্ড
প্রশ্ন : আধুনিক পর্যায় সূত্র আবিষ্কৃত হয় কত সালে?
উত্তর : ১৯১৩ সালে
প্রশ্ন : কোন বিজ্ঞানী পারমাণবিক সংখ্যার ধারণা দেন?
উত্তর : হেনরি মোসলে
প্রশ্ন : কোন দেশের বিজ্ঞানী ত্রয়ী সূত্র প্রদান করেন?
উত্তর : জার্মান
প্রশ্ন : জার্মান বিজ্ঞানী ডোবেরাইনার কত সালে ত্রয়ী সূত্র আবিষ্কার করেন?
উত্তর : ১৮২৯ সালে
প্রশ্ন : অষ্টক সূত্রটি লিখ।
উত্তর : মৌলগুলোকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজানো হলে কোনো মৌল থেকে অষ্টম মৌলে আবার সেই মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মের পুনরাবৃত্তি ঘটে।
প্রশ্ন : সোনার পারমাণবিক সংখ্যা কত?
উত্তর : ৭৯
প্রশ্ন : ম্যাগনেসিয়াম পর্যায় সারণির কোন পর্যায়ে অবস্থিত?
উত্তর : ৩য় পর্যায়ে
প্রশ্ন : মৃৎক্ষার ধাতুগুলো কতটি ইলেকট্রন ত্যাগ করে আয়নিক যৌগ গঠন করে?
উত্তর : ২টি
প্রশ্ন : ত্রয়ী সূত্রটি লিখ।
উত্তর : রাসায়নিকভাবে সদৃশ তিনটি মৌলকে পারমাণবিক ভর অনুসারে সাজালে প্রথম ও তৃতীয় মৌলের ভরের গড় দ্বিতীয় মৌলের ভরের সমান হয়। এই মৌল তিনটিকে ত্রয়ী বলে। এটিই ত্রয়ী সূত্র নামে পরিচিত।
প্রশ্ন : আধুনিক পর্যায় সূত্রটি লিখ।
উত্তর : মৌলিক পদার্থ এবং তাদের থেকে সৃষ্ট যৌগিক পদার্থগুলোর ভৌত ও রাসায়নিক ধর্মাবলি তাদের পারমাণবিক সংখ্যার বৃদ্ধির সঙ্গে পর্যায়ক্রমে আবর্তিত হয়।