Skip to main content

গ্যাসের আচরণ

** দু – একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও**


1.বয়েলের সূত্রের পরিবর্তনশীল রাশিগুলি কী কী?

Ans: গ্যাসের চাপ ও আয়তন

2.ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত?

Ans: -459.4°F

3.গ্যাসের আয়তন স্থির থাকলে গ্যাসের অণুগুলির গতিবেগের বৃদ্ধির ফল কী হয়?

Ans: গ্যাসের চাপ বৃদ্ধি পায়

4.বেলুনে গ্যাস ভরলে চাপ ও আয়তন উভয়ই বাড়ে |এক্ষেত্রে বয়েলের সূত্র লঙ্ঘিত হয় কী?

Ans: বেলুনে গ্যাস ভরলে গ্যাসের ভর বাড়তে থাকায় বয়েলের সূত্র এক্ষেত্রে প্রযোজ্য হয় না |

5.খুব কম চাপে কোন গ্যাসটি বয়েলের সূত্র মেনে চলে?

Ans: H2 গ্যাস (হাইড্রোজেন গ্যাস )

6.পরম শূন্য উষ্ণতায় কোনো আদর্শ গ্যাসের আয়তন কত হবে?

Ans: পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয় |

7.কোন উষ্ণতায় গ্যাসের চাপ শূন্য?

Ans: -273°C

8.কোন শর্তে বাস্তব গ্যাস চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে?

Ans: অতি নিম্ন চাপে ও উচ্চ উষ্ণতায়

9.কেলভিন স্কেলে প্রমান চাপে জলের স্ফুটনাঙ্ক কত?

Ans: 373K

10.চার্লসের সূত্রের V-T লেখচিত্রের প্রকৃতি কী?

Ans: মূলবিন্দুগামী সরলরেখা

11.কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে?

Ans: উচ্চ উষ্ণতা ও নিম্নচাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে

12.চাপের SI একক কী?

Ans: পাস্কাল

13.বয়েলের সূত্রের ধ্রুবক কী কী?

Ans: গ্যাসের ভর ও উষ্ণতা

14.চার্লসের সূত্রে ধ্রুবকগুলি কী কী?

Ans: গ্যাসের ভর ও চাপ

15.বয়েল ও চার্লসের সূত্র দুটিতেই যে ভৌতরাশিকে ধ্রুবক ধরা হয়, তার নাম লেখো |

Ans: গ্যাসের ভরকে

16.STP তে কোনো গ্যাসের মোলার আয়তন কত?

Ans: 22.4 L

17.অক্সিজেনের মোলার ভর কত?

Ans: 32 g

18.কেলভিন উষ্ণতার সাপেক্ষে চার্লসের সূত্রটি লেখো |

Ans: স্থির চাপে, নির্দিষ্ট ভরের যেকোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের কেলভিন উষ্ণতার সমানুপাতিক |

19.গ্যাসের অণুর বেগ উষ্ণতার সাথে কীরূপে পরিবর্তিত হয়?

Ans: উষ্ণতা বৃদ্ধিতে গ্যাস- অণুগুলির গতিবেগ বৃদ্ধি পায় |

20.গ্যাসের অণুগুলি নিজেদের মধ্যে যে সংঘর্ষ ঘটায়, তা কী ধরনের সংঘর্ষ?

Ans: পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ

21.গ্যাসের অবস্থা নির্ধারণকারী চারটি ধর্ম কী কী?

Ans: চাপ, উষ্ণতা, ভর ও আয়তন

22. 1 বায়ুমণ্ডলীয় চাপ এবং পাস্কালের সম্পর্ক কী?

Ans: 1 বায়ুমণ্ডলীয় চাপ(atm) = 101325 পাস্কাল(Pa)

23.সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত?

Ans: -273.15°C

24.মোলার ভর ও আণবিক গুরুত্বের মধ্যে পার্থক্য কী?

Ans: মোলার ভর এককযুক্ত ও আণবিক গুরুত্ব এককবিহীন রাশি

25.পদার্থের তিনটি অবস্থার মধ্যে কোন অবস্থায় পদার্থের অণুগুলির মধ্যে আকর্ষণ সবচেয়ে কম?

Ans: গ্যাসীয় অবস্থায়

26.মোলার ভরের CGS ও SI একক কী?

Ans: মোলার ভরের CGS একক হল গ্রাম /মোল এবং SI একক হল কেজি /মোল

27.বয়েলের সূত্রের p-V লেখাটি কী প্রকৃতির?

Ans: সমপরাবৃত্তাকার

28.জলের স্ফুটনাঙ্ক ও হিমাঙ্ক কেলভিন স্কেলে কত?

Ans: জলের স্ফুটনাঙ্ক 373K ও হিমাঙ্ক 273K

29.মোলার আয়তন বলতে কী বোঝ?

Ans: কোনো নির্দিষ্ট উষ্ণতা ও চাপে যেকোনো গ্যাসীয় পদার্থের 1 mol অণুর আয়তনকে মোলার আয়তন বলে |

30.আদর্শ গ্যাস কাকে বলে?

Ans: যেসব গ্যাস সব অবস্থাতেই বয়েল, চার্লস ও অ্যাভোগ্যাড্রোর সূত্র বা PV = nRT সমীকরণ মেনে চলে তাদের আদর্শ গ্যাস বলে |

31.চার্লসের সূত্র অনুসারে স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হবে?

Ans: -273°C উষ্ণতায়

32.বয়েল ও চার্লসের সূত্র কোন ধরনের গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য?

Ans: আদর্শ গ্যাস

33.উষ্ণতার কোন স্কেলে ঋণাত্মক মান পাওয়া অসম্ভব?

Ans: কেলভিন স্কেলে

34.আদর্শ গ্যাসের চাপের রাশিমালা লেখো |

Ans: P = KT/V

35.আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণটি লেখো|

Ans: PV = KT

36. চার্লসের সূত্রটি বিবৃত করো?

Ans: অপরিবর্তিত চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি 1°C উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0°C উষ্ণতায় ওই গ্যাসের আয়তনের 1/273(বাই ) অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায় |

37.পরম শূন্য উষ্ণতায় কোনো আদর্শ গ্যাসের আয়তন ও চাপ কত হবে?

Ans: আয়তন ও চাপ উভয়ই শূন্য হবে

38.অ্যাভোগ্যাড্রোর সূত্রটি লেখো |

Ans: একই উষ্ণতায় ও চাপে সমান আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে |

39.বাস্তব গ্যাস বলতে কী বোঝ?

Ans: যে সমস্ত গ্যাস খুব উচ্চ উষ্ণতা ও নিম্নচাপ ছাড়া আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ মেনে চলে না তাদের বাস্তব গ্যাস বলে |

40.চার্লসের সূত্রের V- t লেখ উষ্ণতা অক্ষকে কোন উষ্ণতায় ছেদ করে?

Ans: চার্লসের সূত্রের V- t লেখ উষ্ণতা অক্ষকে -273°C উষ্ণতায় ছেদ করে |

41.100°C এবং 373K এর মধ্যে সম্পর্ক কী?

Ans: 100°C = 373K

42.0°C এবং 0°F এর মধ্যে কোন তাপমাত্রা বেশি?

Ans: 0°C

43.t° সেলসিয়াস তাপমাত্রাকে কেলভিন স্কেলে প্রকাশ করো |

Ans: (273 + t)K

44.বয়েলের সূত্রের সত্যতা যাচাই এর জন্য পরীক্ষাটিতে প্রয়োজনীয় পাম্প কে নির্মাণ করেন?

Ans: বিজ্ঞানী রবার্ট হুক

45.সেলসিয়াস ও কেলভিন স্কেলে একই উষ্ণতার মান যথাক্রমে 7°C এবং TK হলে, তাদের মধ্যে সম্পর্কটি লেখো |

Ans: T = t + 273

46.ব্যাপন কী?

Ans: যে ধর্মের জন্য দুই বা ততোধিক গ্যাস বাহ্যিক সাহায্য ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে মিশে যায় এবং সমসত্ত্ব মিশ্রণ গঠন করে, তাকে ব্যাপন বলে |

47.শুষ্ক বায়ু আর্দ্র বায়ু অপেক্ষা ভারী কেন?

Ans: বায়ুতে জলীয় বাষ্প থাকলে বায়ুর গড় আণবিক ভর, শুষ্ক বায়ুর গড় আণবিক ভরের চেয়ে কম হয় |তাই শুষ্ক বায়ু আর্দ্র বায়ু অপেক্ষা ভারী |

48.গ্যাস – আয়তন সূত্রটি কোন বিজ্ঞানী আবিষ্কার করেন?

Ans: বিজ্ঞানী গে – লুসাক

49.পরম শূন্য তাপমাত্রায় আদর্শ গ্যাসের আয়তন কত হবে?

Ans: শূন্য

50.পরম শূন্য উষ্ণতার মান কেলভিন স্কেলে কত?

Ans: 0 K

সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নঃ প্রশ্নমান-২ 

২. কখন বাস্তব গ্যাস গুলি আদর্শ গ্যাসের আচরণ করে?

উত্তর: অতি নিম্ন চাপ ও উচ্চতায় বাস্তব গ্যাস গুলি আদর্শ গ্যাসের আচরণ করে।

৩. গ্যাসের একটি ধর্ম লেখ।

সংকোচনশীলতা হলো গ্যাসের একটি ধর্ম

৪. পরমশূন্য উষ্ণতার মান কত?

পরমশূন্য উষ্ণতার মান 0 কেলভিন (0K) বা -২৭৩ ডিগ্রি সেলসিয়াস।



৫. শুষ্ক বাতাসের চেয়ে আর্দ্র বায়ু হালকা না ভারী হয়?

উত্তর: শুষ্ক বায়ুর চেয়ে আর্দ্র বায়ু হালকা হয়

৬. একটি বায়ু বুদবুদ হ্রদের তলদেশ থেকে উপরে উঠে এলে আয়তন এর কি পরিবর্তন হয়?

উত্তর: বায়ুর বুদবুদ হ্রদের তলদেশ থেকে উপরে উঠে এলে আয়তন বৃদ্ধি পায়।

৭. R এর একক লেখ

উত্তর:  J mol-1K-1

৮. কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্র রৈখিক হয়না?

উত্তর: চাপ বনাম আয়তনের লেখচিত্র রৈখিক হয়না।

৯. কোন উষ্ণতায় গ্যাসের অনুগুলির গতিশক্তি শূন্য হয়ে যায় ?

উত্তর: -273 ডিগ্রী সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের অনুগুলির গতিশক্তি শূন্য হয়ে যায়।

১০. STP তে কোন গ্যাসের মোলার আয়তন কত?

উত্তর: STP তে গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার

১১. এস আই পদ্ধতিতে R এর মান কত ?

উত্তর: ৮.৩১৪

১২. গ্যাসের অনুগুলির গড় গতিশক্তি ও পরম উষ্ণতার সাথে সম্পর্ক কি?

উত্তর: গ্যাসের অনুগুলির গড় গতিশক্তি পরম উষ্ণতা সমানুপাতিক


১৩. চার্লস ও বয়েলের সূত্রের সাধারন ধ্রুবক রাশি কি ?

উত্তর: চার্লস ও বয়েলের সূত্রের সাধারণ ধ্রুবক হলো ভর

১৪. এক মোল আদর্শ গ্যাসের সমীকরণটি লেখ

উত্তর: PV=RT

১৫. কোন স্কেলের তাপমাত্রার মান কখনোই ঋণাত্মক হয় না ?

উত্তর: উষ্ণতার পরম স্কেলে অর্থাৎ কেলভিন স্কেলের তাপমাত্রার মান কখনোই ঋণাত্মক হয় না ।

১৬. চার্লসের সূত্রের আয়তন বনাম উষ্ণতার লেখচিত্র কেমন ?

উত্তর: চার্লসের সূত্রে উষ্ণতা বনাম আয়তনের লেখচিত্র টি সরলরৈখিক।

১৭. 18ml জলের অনুর সংখ্যা কত ?

উত্তর: 18ml জলে অনুর সংখ্যা 6.0 22 ×10^23 ।

১৮. গ্যাসের অনুর গতিশক্তি সঙ্গে পরম উষ্ণতার সম্পর্ক কি ?

উত্তর: গ্যাসের অনুর গতিশক্তি সঙ্গে পরম উষ্ণতার সম্পর্ক হল সমানুপাতিক ।

১৯. 30 ডিগ্রী সেলসিয়াস ও 300 কেলভিন এর মধ্যে কোনটি বড় ?
উত্তর: 30 ডিগ্রি সেলসিয়াস ও 300 কেলভিন এর মধ্যে 300 কেলভিন বড়।

২০. কোন বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে কেলভিন স্কেলে ওই বৃদ্ধির পরিমাণ কত ?
উত্তর: কোন বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে 

২১. কেলভিন স্কেলে ওই বৃদ্ধির পরিমাণ এক কেলভিন
উত্তর: ১ মোল অক্সিজেন ও ১ মোল নাইট্রোজেন এর মধ্যে কোনটির ভর বেশি ? যুক্তি দাও।
এক মোল অক্সিজেনের ভর 32 গ্রাম এবং এক মোল নাইট্রোজেনের ভর 28 গ্রাম অর্থাৎ 1 মোল অক্সিজেন এর ভর বেশি।

২২. একটি গ্যাসীয় মৌলের নাম লেখ যার অণু ও পরমাণু সমার্থক ।
উত্তর: হিলিয়াম এর অণু ও পরমাণু সমার্থক ।

২৩. সেলসিয়াস ও কেলভিন স্কেলে একই উষ্ণতার মান যথাক্রমে t ডিগ্রি সেলসিয়াস ও Tকেলভিন হলে তাদের মধ্যে সম্পর্ক কি
উত্তর: T=২৭৩+t

২৪. বয়েলের সূত্র অনুসারে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ ও আয়তন এর মধ্যে সম্পর্ক কি ?
উত্তর: বয়েলের সূত্র অনুসারে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ ও আয়তন পরস্পরের সঙ্গে ব্যাস্ত সম্পর্কযুক্ত।

২৫.  আদর্শ গ্যাস কাকে বলে
উত্তর: যে সমস্ত গ্যাস যে কোনো চাপ ও উষ্ণতায় বয়েল ও চার্লসের সমন্বিত সূত্র মেনে চলে তাকে আদর্শ গ্যাস বলে।

২৬. কোন যন্ত্রের সাহায্যে গ্যাসের চাপ পরিমাপ করা হয় ?
উত্তর: ন্যানোমিটার যন্ত্রের সাহায্যে গ্যাসের চাপ পরিমাপ করা হয় ।

২৭. কোন দ্বিপরমাণুক গ্যাসের পারমাণবিক ভর 16 হলে ওই গ্যাসের 64 গ্রাম ভরের মধ্যে ওই গ্যাসের কত সংখ্যক মোল বর্তমান ?
উত্তর: গ্যাসের আণবিক ভর =১৬×২=৩২
 অর্থাৎ 64 গ্যাসে মোল সংখ্যা  ৬৪÷৩২=২

২৮. পরমশূন্য উষ্ণতায় গ্যাসের চাপ কত
 উত্তর: পরমশূন্য উষ্ণতায় গ্যাসের চাপ শূন্য ।

 ২৯. চাপ ও তাপমাত্রার কিরূপ অবস্থায় বাস্তব গ্যাস গুলি আদর্শ গ্যাসের মত আচরণ করে?
 উত্তর: খুব উচ্চ তাপমাত্রায় ও নিম্নচাপে বাস্তব গ্যাস গুলি আদর্শ গ্যাসের আচরণ করে ।

 ৩০. STP তে 22.4 লিটার কোন গ্যাসের অনুর সংখ্যা কত
 উত্তর: ৬.০২৩×১০^২৩

 ৩১. কাকে গ্যাসের সার্বজনীন ধ্রুবক বলে ?
 উত্তর: R কে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলে।

 ৩২. 1 গ্রাম জলে অণুর সংখ্যা  ৬.০২৩×১০^২৩ সত্য না মিথ্যা ?
 উত্তর: মিথ্যা ।

 ৩৩. একই উষ্ণতা ও চাপে সময় অক্সিজেন ও নাইট্রোজেন গ্যাসের মধ্যে পরমাণু সংখ্যা সমান হয় উক্তিটি সত্য না মিথ্যা ?
 উত্তর: উক্তিটি সত্য

 ৩৪. একই উষ্ণতায় ও চাপে সম আয়তন কার্বন-ডাই-অক্সাইড নাইট্রোজেন গ্যাসের মধ্যে অণুর সংখ্যা সমান উক্তিটি সত্য না মিথ্যা ?
 উত্তর: উক্তিটি সত্য ।

 ৩৫. পরম শূন্য তাপমাত্রার মান -২৭৩K উক্তিটি সত্য না মিথ্যা ?
 উত্তর: উক্তিটি মিথ্যা

 ৩৬. গ্যাসের গতীয় তত্ত্বের প্রবক্তা কে
উত্তর: গ্যাসের গতীয় তত্ত্বের প্রবক্তা হলেন বোলজম্যান ।

৩৭. স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও পরম উষ্ণতার সম্পর্ক লেখ।
উত্তর: স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন , পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক।

৩৮. সার্বজনীন গ্যাস ধ্রুবক কি?
উত্তর: বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় দ্বারা যে আদর্শ গ্যাস সমীকরণ টি পাওয়া যায় সেটি হল PV = nRT। এই সমীকরণে R হলো একটি ধ্রুবক। এই ধ্রুবক কে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলে।

৩৯. সার্বজনীন গ্যাস ধ্রুবক কথাতে সার্বজনীন বলা হয় কেন?
উত্তর: R এর মান গ্যাসের প্রকৃতি ও ধর্মের উপর নির্ভর করে না। সকল গ্যাসের ক্ষেত্রে R এর মান একই হয় এইজন্য R ধ্রুবক টিকে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলে।

৪০. গ্যাসের অনুগুলির গতিশীলতার স্বপক্ষে দুটি যুক্তি দাও ।
উত্তর: প্রথমতঃ , ব্যাপন ধর্ম: পরস্পর বিক্রিয়া করে না এরকম দুটি গ্যাসকে আবদ্ধ পাত্রে রাখলে তারা সমসত্ব মিশ্রণ তৈরি করে। এর দ্বারা গ্যাস অনুগুলির গতিশীলতার প্রমাণ পাওয়া যায়।
দ্বিতীয়তঃ গ্যাসের চাপ : আবদ্ধ পাত্রে দেওয়ালের সঙ্গে গ্যাসের গতিশীল অনুগুলির অনবরত সংঘর্ষের ফলে গ্যাসের চাপ উদ্ভব হয়।

৪১. গ্যাসের গতীয় তত্ত্বের মাধ্যমে গ্যাসের চাপের উপর উষ্ণতার প্রভাব এবং স্থির তাপমাত্রায় গ্যাসের চাপের উপর আয়তনের প্রভাব ব্যাখ্যা করো।
উত্তর: উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের অণুর গড় গতিবেগ বৃদ্ধি পায়। ফলে পাত্রের দেওয়ালের সঙ্গে সংঘর্ষ বৃদ্ধি পায়।পাত্রের দেওয়ালে গ্যাস অনুগুলির সংঘর্ষ জনিত কারণে গ্যাসের চাপ বৃদ্ধি পায় আবার উষ্ণতা হ্রাস করলে গ্যাসের চাপ হ্রাস পায়।
◽স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন বৃদ্ধি করলে চাপ হ্রাস পায় কারণ দেওয়ালের প্রতি একক ক্ষেত্রফলের সংঘর্ষ সংখ্যা কমে। সুতরাং আয়তন রাস করলে চাপ বৃদ্ধি পায়।

৪২. R এরমান লিটার এটমোস্ফেয়ার ও SI এককে নির্ণয় করো

৪৩. অক্সিজেন ও হাইড্রোজেন গ্যাসের দুটি নমুনার ভর আয়তন ও চাপ সমান হলে তাদের চরম উষ্ণতার অনুপাত কত হবে ?
উত্তর: অক্সিজেন ও হাইড্রোজেন গ্যাসের তাপন ভর যথাক্রমে 32 গ্রাম/মোল ও 2 গ্রাম/মোল । ওহো গ্যাসের নির্দিষ্ট ভর এর জন্য মোল সংখ্যা এর অনুপাত হবে ১/৩২:১/২ অর্থাৎ এখন আয়তন ও চাপ স্থির থাকলে পরম উষ্ণতা তার মোল সংখ্যার সঙ্গে ব্যস্তানুপাতিক।
অর্থাৎ ১৬:১

৪ .একটি 10 লিটার গ্যাস সিলিন্ডারে 2 গ্রাম হাইড্রোজেন ও 2 গ্রাম গ্রাম ডয়টেরিয়াম গ্যাস 27 ডিগ্রি সেলসিয়াস এ প্রবেশ করিয়ে ছেলেটির মুখ বন্ধ করে দেওয়া হলো ওই পাত্রের আভ্যন্তরীণ চাপ কত হবে?
উত্তর: এখানে হাইড্রোজেনের মোল সংখ্যা 1 এবং ডয়টেরিয়াম এর মূল সংখ্যা 0.5।
উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 300 কেলভিন
মোট গোল সংখ্যা 1.5
PV=nRT
P=nRT/V
= 1.5×0.0821×300/19
=3.69
নিম্নচাপ 3.69 বায়ুমণ্ডলীয় চাপ


৪৫. 0° থেকে কোন গ্যাস কে উত্তপ্ত করলে তার চাপ ও আয়তন ও বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হয় গ্যাসের চূড়ান্ত উষ্ণতা কত হবে ?
উত্তর: সেলসিয়াস স্কেলে চূড়ান্ত উষ্ণতা 819 ডিগ্রি সেলসিয়াস


৪৬. 3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 750cc গ্যাস্টিকে সমান চাপে উত্যক্ত করার ফলে ওর আয়তন 1 লিটার হল গ্যাসটির অন্তিম উষ্ণতা কত ?

উত্তর: 87 ডিগ্রি সেলসিয়াস।(নিজে করো)

৪৭. একটি সিলিন্ডারে 10 বায়ুমন্ডলীয় চাপে 9 লিটার হাইড্রোজেন গ্যাস আছে ।উষ্ণতা অপরিবর্তিত রেখে 2 বায়ুমন্ডলীয় চাপে 1 লিটার আয়তনের কতগুলি বেলুন গ্যাসের সাহায্যে ভর্তি করা যাবে?
উত্তর: 45 টি বেলুন ভর্তি করা যাবে।(নিজে কর)

৪৮. 760 মিলিমিটার চাপে একটি বেলুনের ভেতর 1750 মিলিলিটার আয়তন গ্যাস আছে। বেলুনটি একটি পাহাড়ের চূড়ায় নেওয়া হলো যেখানে তাপমাত্রা অপরিবর্তিত রেখে চাপ 700 মিলিমিটার ।পর্বত চূড়ায় বেলুনের আয়তনের কি পরিবর্তন হবে?
উত্তর: আয়তন বৃদ্ধি পাবে 150 মিলিমিটার। (নিজে কর)

৪৮. একটি ফ্লাক্স এর আয়তন 500 মিলিলিটার।জিৎ চাপে প্লাস্টিক তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস থেকে বৃদ্ধি করে 35 ডিগ্রি সেলসিয়াস করলে ওই ফ্লাক্স থেকে কত আয়তনের বাতাস বেরিয়ে যাবে?
উত্তর: ঐ গ্যাস থেকে 16.9 মিলি লিটার গ্যাস বেরিয়ে যাবে।

১. বয়েলের সূত্রটি বিবৃত করো ?
২. চালর্সের সূত্রটি বিবৃত করো ?
৩. বয়েলের সূত্রানুসারে PV বনাম P লেখচিত্রটি অঙ্কন করো ?
৪. -২৭৩˚সে উষ্ণতায় গ্যাসের আয়তন প্রকৃতপক্ষে শূন্য হয় – ব্যাখ্যা করো ?
৫. সার্বজনীন গ্যাস ধ্রুবক R এর মাত্রা নির্ণয় করো ?
৬. বাস্তব গ্যাস আদর্শ আচরণ থেকে কেন বিচ্যুত হয় ?
৭. গ্যাসের ব্যাপন কাকে বলে ?
৮. STP তে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন 52 m3 হলে অপরিবর্তিত উষ্ণতায় 104cm Hg চাপে গ্যাসটির আয়তন কত হবে ?
৯. 4 atm চাপে ও 300K উষ্ণতায় 8g H2 গ্যাসের  (H=1) আয়তন কত হবে ? (R=0.082)
১০. উষ্ণতার পরম স্কেল কি ?

দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নঃ প্রশ্নমান – ৩

১. একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে PV=KT সম্পর্কটি প্রতিষ্ঠা করো ?
২. পরম শূন্য উষ্ণতা বলতে কি বোঝ? উষ্ণতার পরম স্কেল কাকে বলে ? উষ্ণতার পরম স্কেলে জলের হিমাঙ্ক ও স্ফুটনাঙ্ক এর মান কত ?
৩. প্রমান বায়ু মণ্ডলীয় চাপ বলতে কি বোঝ ? SI এককে এর মান নির্ণয় করো ?
৪. একটি বেলুনকে বাতাস দিয়ে ফোলালে চাপ বৃদ্ধির সঙ্গে আয়তন ও বৃদ্ধি পায় । এই ফল কি বয়েল সুত্রের বিরোধী ?
৫. একটি সিলিন্দারে ১০ বায়ুমণ্ডলীয় চাপে ৯ লিটার হাইড্রোজেন আছে। উষ্ণতা অপরিবর্তিত রেখে ২ বায়ু মণ্ডলীয় চাপে ১ লিটার আয়তনের কত গুলি বেলুন ওই গ্যাসের সাহাজ্যে ভরতি করা যাবে ?
৬. ০’C উষ্ণতায় কোন গ্যাসকে উত্তপ্ত করলে গ্যাসের চাপ ও আয়তন উভয়ই দিগুন হয় ? গ্যাসটির চূড়ান্ত উষ্ণতা কত ?
৭. ২৭’C উষ্ণতায় ও ৭৫০ mmHg চাপে কোন গ্যাসের আয়তন ১০০০cm3। কোন তাপমাত্রায় ৭০০mmHg চাপের গ্যাসটির আয়তন 1400cm3 হবে ?
৮. আদর্শ গ্যাসের সমীকরণ থেকে কোন গ্যাসের আনবিক গুরুত্ব কিভাবে নির্ণয় করবে ?
৯. উদাহরণসহ গে-লুসাকের সূত্রটি বিব্ররত করো ?
১০. গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব ব্যাখ্যা করো ?
১১. আনবিক স্তরে একটি গ্যাসের আচরণ কোন তত্বের উপর নির্ভর করে ?
১২. সমীকরণসহ অ্যাভোগ্যাড্রো সুত্রটি লেখ ?
১৩. গ্যাস সংক্রান্ত চার্লসের সুত্রটি ব্রিবত করো? সুত্রটিকে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করো ?
১৪. স্থিরচাপে গ্যাসের আয়তন প্রসারন গুনাঙ্ক কাকে বলে ? এর মান কত ?