**একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও**
1.পাখিদের একটি উড্ডয়ন পেশির নাম লেখো।
Ans: প্যাক্টোর্যালিস মেজর
2.মানবদেহের সবচেয়ে ছোটো অস্থি কোনটি?
Ans: মধ্যকর্ণের স্টেপিস
3.মানুষের মেরুদণ্ডে কতগুলি অস্থি আছে?
Ans: 33 টি
4.মানুষের গমনকে কী বলে?
Ans: দ্বিপদ গমন
5.সাইনোভিয়াল তরল কী?
Ans: সচল অস্থিসন্ধির সাইনোভিয়াল গহ্বরে যে তরল থাকে, তাকে সাইনোভিয়াল তরল বলে।
6.পায়রার ডানা কোন অঙ্গের রূপান্তর?
Ans: অগ্রপদ
7.মাছের কোন পাখনা দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে?
Ans: পৃষ্ঠ পাখনা
8.মানুষের হাঁটুর অস্থিসন্ধিতে উপস্থিত তরলের নাম কী?
Ans: সাইনোভিয়াল তরল
9.অ্যামিবার গমন অঙ্গের নাম কী?
Ans: ক্ষণপদ বা সিউডোপোডিয়া
10.অ্যামিবার গমন পদ্ধতিকে কী বলে?
Ans: অ্যামিবয়েড গমন
11.যে অস্থিসন্ধি অঙ্গকে সবদিকে বিচলন করাতে পারে তাকে কী বলে?
Ans: বল ও সকেট সন্ধি
12.কোন পাখনা মাছকে দিক পরিবর্তনে সাহায্য করে?
Ans: পুচ্ছপাখনা
13.মাছের বিজোড় পাখনাগুলি কী কী?
Ans: পৃষ্ঠপাখনা, পুচ্ছপাখনা ও পায়ুপাখনা
14.মানবদেহের দীর্ঘতম অস্থি কোনটি?
Ans: ফিমার
15.কোন পেশির সংকোচন ঘটলে পা সামনের দিকে এগিয়ে যায়?
Ans: গ্লুটিয়াস ম্যাক্সিমাস বা নিতম্ব পেশি
16.গমনে অক্ষম দুটি প্রাণীর নাম লেখো।
Ans: স্পঞ্জ ও সাগরকুসুম
17.প্যারামেসিয়ামের গমন অঙ্গের নাম কী?
Ans: সিলিয়া এবং গমন পদ্ধতি হল সিলিয়ারি গমন
18.মানুষের হাতের একটি অ্যাবডাকটর পেশির নাম লেখো।
Ans: ডেলটয়েড
19.টেনডনের কাজ কী?
Ans: অস্থির সঙ্গে পেশিকে যুক্ত করা।
20.মানুষের গমনে সর্বাপেক্ষা সাহায্যকারী অস্থিসন্ধি কোনটি?
Ans: সচল সন্ধি বা সাইনোভিয়াল সন্ধি
21.মানুষের হাঁটুতে যে সন্ধি দেখা যায় তাকে কী বলে?
Ans: কবজা সন্ধি
22.একটি ফ্লেক্সর পেশির উদাহরণ দাও।
Ans: বাইসেপস
23.একটি এক্সটেনসর পেশির উদাহরণ দাও।
Ans: ট্রাইসেপস
24.পেশির কোন ধর্ম গমনে সহায়ক?
Ans: সংকোচনশীলতা
25.অস্থিযুক্ত মাছকে জলে ডুবতে ও ভাসতে সাহায্য করে এমন অঙ্গ কোনটি?
Ans: পটকা
26.পাখির যে অস্থির সঙ্গে উড্ডয়ন পেশিগুলি যুক্ত থাকে তাকে কী বলে?
Ans: স্টারনাম বা কীল অস্থি
27.ফ্ল্যাজেলীয় গমন দেখা যায় এমন একটি প্রাণীর নাম লেখো।
Ans: ইউগ্লিনা
28.অস্থিসন্ধি কাকে বলে?
Ans: দুই বা ততোধিক অস্থির সংযোগস্থলকে অস্থিসন্ধি বলে
29.সাইনোভিয়াল তরলের কাজ কী?
Ans: গমনের সময় অস্থিপ্রান্তকে ঘর্ষণজনিত ক্ষয় থেকে রক্ষা করে
30.একটি রোটেটর পেশির অবস্থান লেখো।
Ans: ফিমারে অবস্থিত
**নীচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো**
1.মাছের ————- টি বক্ষপাখনা থাকে।
Ans: 2
2.ইউগ্লিনার গমন সম্পন্ন হয় ————– দ্বারা।
Ans: ফ্ল্যাজেলা
3.পেশি অবসাদগ্রস্ত হয় ————- সঞ্চয়ের ফলে।
Ans: ল্যাকটিক অ্যাসিড
4. ———— পেশি অস্থির সঙ্গে যুক্ত।
Ans: কঙ্কাল
5.মানুষের মেরুদণ্ডে কশেরুকার সংখ্যা হল ——————-।
Ans: 33 টি
6.হাতকে ভাঁজ করতে সাহায্য করে ————– পেশি।
Ans: বাইসেপস
7.পায়রার লেজের পালকগুলি ———— নামে পরিচিত।
Ans: রেকট্রিসেস
8.মানুষের শ্বেত রক্তকণিকায় ————- গমন লক্ষ করা যায়।
Ans: অ্যামিবয়েড
9.পাখির ————- দুটি ডানায় রূপান্তরিত হয়েছে।
Ans: অগ্রপদ
10.পায়রার রেকট্রিসেস পালকের সংখ্যা ———– টি।
Ans: 12
11.মানুষের গমন পদ্ধতিকে ————- গমন বলে।
Ans: দ্বিপদ
12.পায়রার রেমিজেস পালকের সংখ্যা ———– টি।
Ans: 23
13.জলে মাছের দিক পরিবর্তনে সাহায্য করে ————— পাখনা।
Ans: পুচ্ছ
14.হাঁটু ও কনুইতে ————– সন্ধি দেখা যায়।
Ans: কবজা
15. ————– পেশি সংকুচিত হলে ভাঁজ করা হাত সোজা হয়ে যায়।
Ans: ট্রাইসেপস
16.পাখির ডানার পালককে ————- বলে।
Ans: রেমিজেস
17.মাছের মেরুদণ্ডের দুপাশে ‘ V ‘ আকৃতির পেশিটি হল ———— পেশি।
Ans: মায়োটোম
18.সচল অস্থিসন্ধিতে ———– তরল থাকে।
Ans: সাইনোভিয়াল
19.যে অঙ্গটি রুই মাছকে জলের বিভিন্ন গভীরতায় ওঠা – নামা করতে সাহায্য করে তা হল ———–।
Ans: বক্ষপাখনা
20. ———— ছাড়া গমন সম্ভব নয়।
Ans: চলন
21.প্যারামেসিয়ামের গমন অঙ্গ —————।
Ans: সিলিয়া
22.রুই মাছের দেহে ———— টি জোড় – বিজোড় পাখনা থাকে।
Ans: 7
23. ————- মস্তিষ্ক মানুষের দেহের ভারসাম্য রক্ষা করে।
Ans: লঘু
24.পাখনা ছাড়া মাছকে ভাসতে ও ভারসাম্য রক্ষায় সাহায্য করে ————–।
Ans: পটকা
25.আমাদের হাতের ট্রাইসেপস পেশি কার্যগতভাবে একটি —————– পেশি।
Ans: এক্সটেনসর
26. ———– নেরিসের গমন অঙ্গ।
Ans: প্যারাপোডিয়া
27.ফিমার ও শ্রোণিচক্রের সংযোগস্থলে ———— সন্ধি দেখা যায়।
Ans: বল ও সকেট
28.মাছের জোড় পাখনা দুটি হল বক্ষ পাখনা ও ————–।
Ans: শ্রোণিপাখনা
29.অস্থিসন্ধির অস্থিগুলি ————– দ্বারা যুক্ত।
Ans: লিগামেন্ট
30. —————- মতবাদ অনুযায়ী অ্যামিবার দেহের পরিধি বরাবর দেহ মধ্যস্থ প্রোটোপ্লাজমের ঘনত্বের পরিবর্তন দ্বারা গমন অভিমুখে ক্ষণপদের সৃষ্টি হয়।
Ans: সল – জেল
1.পাখিদের একটি উড্ডয়ন পেশির নাম লেখো।
Ans: প্যাক্টোর্যালিস মেজর
2.মানবদেহের সবচেয়ে ছোটো অস্থি কোনটি?
Ans: মধ্যকর্ণের স্টেপিস
3.মানুষের মেরুদণ্ডে কতগুলি অস্থি আছে?
Ans: 33 টি
4.মানুষের গমনকে কী বলে?
Ans: দ্বিপদ গমন
5.সাইনোভিয়াল তরল কী?
Ans: সচল অস্থিসন্ধির সাইনোভিয়াল গহ্বরে যে তরল থাকে, তাকে সাইনোভিয়াল তরল বলে।
6.পায়রার ডানা কোন অঙ্গের রূপান্তর?
Ans: অগ্রপদ
7.মাছের কোন পাখনা দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে?
Ans: পৃষ্ঠ পাখনা
8.মানুষের হাঁটুর অস্থিসন্ধিতে উপস্থিত তরলের নাম কী?
Ans: সাইনোভিয়াল তরল
9.অ্যামিবার গমন অঙ্গের নাম কী?
Ans: ক্ষণপদ বা সিউডোপোডিয়া
10.অ্যামিবার গমন পদ্ধতিকে কী বলে?
Ans: অ্যামিবয়েড গমন
11.যে অস্থিসন্ধি অঙ্গকে সবদিকে বিচলন করাতে পারে তাকে কী বলে?
Ans: বল ও সকেট সন্ধি
12.কোন পাখনা মাছকে দিক পরিবর্তনে সাহায্য করে?
Ans: পুচ্ছপাখনা
13.মাছের বিজোড় পাখনাগুলি কী কী?
Ans: পৃষ্ঠপাখনা, পুচ্ছপাখনা ও পায়ুপাখনা
14.মানবদেহের দীর্ঘতম অস্থি কোনটি?
Ans: ফিমার
15.কোন পেশির সংকোচন ঘটলে পা সামনের দিকে এগিয়ে যায়?
Ans: গ্লুটিয়াস ম্যাক্সিমাস বা নিতম্ব পেশি
16.গমনে অক্ষম দুটি প্রাণীর নাম লেখো।
Ans: স্পঞ্জ ও সাগরকুসুম
17.প্যারামেসিয়ামের গমন অঙ্গের নাম কী?
Ans: সিলিয়া এবং গমন পদ্ধতি হল সিলিয়ারি গমন
18.মানুষের হাতের একটি অ্যাবডাকটর পেশির নাম লেখো।
Ans: ডেলটয়েড
19.টেনডনের কাজ কী?
Ans: অস্থির সঙ্গে পেশিকে যুক্ত করা।
20.মানুষের গমনে সর্বাপেক্ষা সাহায্যকারী অস্থিসন্ধি কোনটি?
Ans: সচল সন্ধি বা সাইনোভিয়াল সন্ধি
21.মানুষের হাঁটুতে যে সন্ধি দেখা যায় তাকে কী বলে?
Ans: কবজা সন্ধি
22.একটি ফ্লেক্সর পেশির উদাহরণ দাও।
Ans: বাইসেপস
23.একটি এক্সটেনসর পেশির উদাহরণ দাও।
Ans: ট্রাইসেপস
24.পেশির কোন ধর্ম গমনে সহায়ক?
Ans: সংকোচনশীলতা
25.অস্থিযুক্ত মাছকে জলে ডুবতে ও ভাসতে সাহায্য করে এমন অঙ্গ কোনটি?
Ans: পটকা
26.পাখির যে অস্থির সঙ্গে উড্ডয়ন পেশিগুলি যুক্ত থাকে তাকে কী বলে?
Ans: স্টারনাম বা কীল অস্থি
27.ফ্ল্যাজেলীয় গমন দেখা যায় এমন একটি প্রাণীর নাম লেখো।
Ans: ইউগ্লিনা
28.অস্থিসন্ধি কাকে বলে?
Ans: দুই বা ততোধিক অস্থির সংযোগস্থলকে অস্থিসন্ধি বলে
29.সাইনোভিয়াল তরলের কাজ কী?
Ans: গমনের সময় অস্থিপ্রান্তকে ঘর্ষণজনিত ক্ষয় থেকে রক্ষা করে
30.একটি রোটেটর পেশির অবস্থান লেখো।
Ans: ফিমারে অবস্থিত
**নীচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো**
1.মাছের ————- টি বক্ষপাখনা থাকে।
Ans: 2
2.ইউগ্লিনার গমন সম্পন্ন হয় ————– দ্বারা।
Ans: ফ্ল্যাজেলা
3.পেশি অবসাদগ্রস্ত হয় ————- সঞ্চয়ের ফলে।
Ans: ল্যাকটিক অ্যাসিড
4. ———— পেশি অস্থির সঙ্গে যুক্ত।
Ans: কঙ্কাল
5.মানুষের মেরুদণ্ডে কশেরুকার সংখ্যা হল ——————-।
Ans: 33 টি
6.হাতকে ভাঁজ করতে সাহায্য করে ————– পেশি।
Ans: বাইসেপস
7.পায়রার লেজের পালকগুলি ———— নামে পরিচিত।
Ans: রেকট্রিসেস
8.মানুষের শ্বেত রক্তকণিকায় ————- গমন লক্ষ করা যায়।
Ans: অ্যামিবয়েড
9.পাখির ————- দুটি ডানায় রূপান্তরিত হয়েছে।
Ans: অগ্রপদ
10.পায়রার রেকট্রিসেস পালকের সংখ্যা ———– টি।
Ans: 12
11.মানুষের গমন পদ্ধতিকে ————- গমন বলে।
Ans: দ্বিপদ
12.পায়রার রেমিজেস পালকের সংখ্যা ———– টি।
Ans: 23
13.জলে মাছের দিক পরিবর্তনে সাহায্য করে ————— পাখনা।
Ans: পুচ্ছ
14.হাঁটু ও কনুইতে ————– সন্ধি দেখা যায়।
Ans: কবজা
15. ————– পেশি সংকুচিত হলে ভাঁজ করা হাত সোজা হয়ে যায়।
Ans: ট্রাইসেপস
16.পাখির ডানার পালককে ————- বলে।
Ans: রেমিজেস
17.মাছের মেরুদণ্ডের দুপাশে ‘ V ‘ আকৃতির পেশিটি হল ———— পেশি।
Ans: মায়োটোম
18.সচল অস্থিসন্ধিতে ———– তরল থাকে।
Ans: সাইনোভিয়াল
19.যে অঙ্গটি রুই মাছকে জলের বিভিন্ন গভীরতায় ওঠা – নামা করতে সাহায্য করে তা হল ———–।
Ans: বক্ষপাখনা
20. ———— ছাড়া গমন সম্ভব নয়।
Ans: চলন
21.প্যারামেসিয়ামের গমন অঙ্গ —————।
Ans: সিলিয়া
22.রুই মাছের দেহে ———— টি জোড় – বিজোড় পাখনা থাকে।
Ans: 7
23. ————- মস্তিষ্ক মানুষের দেহের ভারসাম্য রক্ষা করে।
Ans: লঘু
24.পাখনা ছাড়া মাছকে ভাসতে ও ভারসাম্য রক্ষায় সাহায্য করে ————–।
Ans: পটকা
25.আমাদের হাতের ট্রাইসেপস পেশি কার্যগতভাবে একটি —————– পেশি।
Ans: এক্সটেনসর
26. ———– নেরিসের গমন অঙ্গ।
Ans: প্যারাপোডিয়া
27.ফিমার ও শ্রোণিচক্রের সংযোগস্থলে ———— সন্ধি দেখা যায়।
Ans: বল ও সকেট
28.মাছের জোড় পাখনা দুটি হল বক্ষ পাখনা ও ————–।
Ans: শ্রোণিপাখনা
29.অস্থিসন্ধির অস্থিগুলি ————– দ্বারা যুক্ত।
Ans: লিগামেন্ট
30. —————- মতবাদ অনুযায়ী অ্যামিবার দেহের পরিধি বরাবর দেহ মধ্যস্থ প্রোটোপ্লাজমের ঘনত্বের পরিবর্তন দ্বারা গমন অভিমুখে ক্ষণপদের সৃষ্টি হয়।
Ans: সল – জেল