(১.১) বাতাসে নাইট্রোজেন গ্যাসের শতকরা পরিমান হল – (ক) 20.60 (খ) 0.08 (গ) 1.40 (ঘ) 78.09
উত্তরঃ (ঘ) 78.09
(১.২) নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া হল – (ক) অ্যাজোটোব্যাকটর (খ) নাইট্রোব্যাকটর (গ) মাইকোব্যাকটেরিয়াম (ঘ) নাইট্রোসোমোনাস
উত্তরঃ (ক) অ্যাজোটোব্যাকটর
(১.৩) মাটিতে বসবাসকারী এবং নাইট্রোজেন সংবদ্ধঙ্কারী একটি স্বাধীঞ্জীবী ব্যাকটেরিয়া হল – (ক) নস্টক (খ) ডায়াটম (গ) ক্লসট্রিডিয়াম (ঘ) অ্যানাবিনা
উত্তরঃ (গ) ক্লসট্রিডিয়াম
(১.৪) নাইট্রোজেন মোচনকারী একটি ব্যাকটেরিয়া হল – (ক) রাইজোবিয়াম (খ) থায়োব্যাসিলাস (গ) নস্টক (ঘ) ডায়াটম
উত্তরঃ (খ) থায়োব্যাসিলাস
(১.৫) নাইট্রোজেনঘটিত একটি গ্রিনহাউস গ্যাস হল – (ক) HNO3 (খ) NH3 (গ) N2O (ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (গ) N2O
(১.৬) প্রকৃতিতে মিথেন গ্যাস উৎপন্ন হওয়ার সবচেয়ে বড়ো উৎস হল – (ক) জলাজমিতে থাকা অনুজীবদের অবাত শ্বসন (খ) আগ্নেয়গিরির উদ্গিরন (গ) উষ্ণ প্রস্রবনে ব্যাকটেরিয়ার শটন (ঘ) সাইক্লোন।
উত্তরঃ (ক) জলাজমিতে থাকা অনুজীবদের অবাত শ্বসন
(১.৭) অম্লবৃষ্টির ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে – (ক) কাঠের তৈরি ঘরবাড়ি (খ) কাচের তৈরি শিল্পদ্রব্য (গ) মার্বেলের তৈরি স্থাপত্য নিদর্শন (ঘ) পোর্সেলিনের তৈরি দ্রব্যসামগ্রী।
উত্তরঃ (গ) মার্বেলের তৈরি স্থাপত্য নিদর্শন
(১.৮) COD এর সাহায্যে মাপা হয় – (ক) বায়ুদূষনের মাত্রা (খ) জলদূষনের মাত্রা (গ) মৃত্তিকাদূষনের মাত্রা (ঘ) শব্দদূষনের মাত্রা
উত্তরঃ (খ) জলদূষনের মাত্রা
(১.৯) মানীয় জলে আর্সেনিকের গ্রহনযোগ্য মাত্রা হল – (ক) 0.15ppm (খ) 0.05ppm (গ) 0.01 ppm (ঘ) 0.09ppm
উত্তরঃ (খ) 0.05ppm
(১.১০) ইলেকট্রিক হর্নের শব্দের মাত্রা – (ক) 40 ডেসিবেল (খ) 70 ডেসিবেল (গ) 140 ডেসিবেল (ঘ) 160 ডেসিবেল
উত্তরঃ (গ) 140 ডেসিবেল
(১.১১) অত্যধিক জনসংখ্যা বৃদ্ধিকে বলা হয় – (ক) জন সম্প্রসারন (খ) জন উন্নয়ন (গ) জন বিস্ফোরন (ঘ) জন সংকোচন
উত্তরঃ (গ) জন বিস্ফোরন
(১.১২) ফুসফুস ক্যানসারের জন্য দায়ী গ্যাসটি হল – (ক) র্যাডন (খ) কার্বন ডাই অক্সাইড (গ) হাইড্রোজেন (ঘ) নাইট্রোজেন
উত্তরঃ (ক) র্যাডন
(১.১৩) নীচের যেটি ক্যানসার সৃষ্টি করতে পারে, তা হল – (ক) পরাগরেনু (খ) আর্সেনিক (গ) ফর্ম্যালডিহাইড (ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (গ) ফর্ম্যালডিহাইড
(১.১৪) ব্রংকাইটিসের লক্ষনগুলি হল – (ক) দমবন্ধভাব (খ) কাশি ও কফ (গ) নাক অবরুদ্ধ (ঘ) সবগুলি
উত্তরঃ সবগুলি
(১.১৫) বিশ্ব ক্যানসার দিবস হল – (ক) 4 ফেব্রুয়ারি (খ) 5 ডিসেন্বের (গ) 8 নভেম্বর (ঘ) 13 জুন
উত্তরঃ 4 জুন
(১.১৬) হটস্পট ধারনাটির প্রবর্তক হলেন – (ক) ডেভিড (খ) সিম্পসন (গ) মেয়ার (ঘ) নরম্যান মায়ার্স
উত্তরঃ (ঘ) নরম্যান মায়ার্স
(১.১৭) উচ্চ রক্তচাপ কমাতে ব্যবহৃত ভেষজ উদ্ভিদটি হল – (ক) সর্পগন্ধা (খ) সিনকোনা (গ) পেয়ারা (ঘ) কালমেঘ
উত্তরঃ (ক) সর্পগন্ধ
(১.১৮) সংরক্ষনের একটি আধুনিক ব্যবস্থা হল – (ক) জাতীয় উদ্যান (খ) বায়োস্ফিয়ার রিজার্ভ (গ) সংরক্ষিত অরন্য (ঘ) অভয়ারন্য
উত্তরঃ (খ) বায়োস্ফিয়ার রিজার্ভ
(১.১৯) ভারতের বিলুপ্তপ্রায় প্রানী হল – (ক) ভারতীয় বাঘ, কস্তুরি মৃগ (খ) ভারতীয় গাধা, শূকর (গ) গৃহপালিত বিড়াল, বেজি (ঘ) গৃহপালিত গোরু, ঘোড়া
উত্তরঃ (ক) ভারতীয় বাঘ, কস্তুরি মৃগ
(১.২০) ভারতের বিলুপ্তপ্রায় উদ্ভিদ হল – (ক) সুন্দরী, কলসপত্রী, চন্দন (খ) আম, জাম, কাঁঠাল (গ) ধান, গম, বাগরা, (ঘ) শিমূল, অর্জুন, তেঁতুল
উত্তরঃ (ক) সুন্দরী, কলসপত্রী, চন্দন
সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নঃ প্রশ্নমান – ২
১. নাইট্রোজেন চক্র কি ? অ্যামোনিফিকেসন কি ?
২. N2 চক্রের গুরুত্ব কি ?
৩. নাইটরী ফিকেসন ও ডী নিয়াইটরিফিকেসন এর মধ্যে পার্থক্য লেখ ?
৪. জৈব ভু- রাসায়নিক চক্র বলতে কি বোঝ ?
৫. বায়লজিকাল ম্যাগনিফিকেসন বলতে কি বোঝ ?
৬. জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বা JFM বলতে কি বোঝ ?
৭. ক্রায়োসংরক্ষণ কি ? জারমোপ্লাস্ম সংরক্ষণ বলতে কি বোঝ ?
৮. বায়োস্ফিয়ার রিসার্ভ বলতে কি বোঝ ? একটি বায়োস্ফিয়ার রিসার্ভ এ কি কি অংশ থাকে ? একটি বায়োস্ফিয়ার রিসার্ভ এর নাম লেখ ?
৯. এক্স-সিটু সংরক্ষণ বলতে কি বোঝ ?
১০. কার্সিনোজেন কাকে বলে ?
১১. জনবিস্ফরন বলতে কি বোঝ ? জন বিস্ফরনের দুটি কারন ব্যাখা করো ?
১২. তেজস্ক্রিয় বিকিরন ও ক্যানসারের দুটি প্রাকৃতিক কারন উল্লেখ করো।
দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন – প্রশ্ন মান – ৫
১. বায়ুদূষকরুপে গ্রিনহাউস গ্যাসসমুহের উৎস উল্লেখ করো। পশ্চিমঘাট, সুন্দাল্যান্দ এবং পূর্ব হিমালয় হটস্পট এ পাওয়া যায় এমন জীব বিচিত্রের উদাহরন দাও।
২. নাইট্রোজেন চক্রের মাধ্যমে পরিবেশে কিভাবে নাইট্রোজেনের ভারসাম্য বজায় থাকে আলোচনা করো।
৩. ক্রমবর্ধমান জনসংখ্যার পাঁচটি সমস্যা আলোচনা করো। ৪. ফুসফুসের ক্যানসারের কারন ও লক্ষণ লেখ ?
৫. ভারতের দুটি প্রধান বায়োডাইভার্সিটি হটস্পট ও সেখানকার উল্লেখযোগ্য প্রজাতি গুলির নাম লেখ ?
৬. ইন-সিটু সংরক্ষণের পদ্ধতি গুলি আলোচনা করো।
৭. জীব বৈচিত্র্য হ্রাসের কারন গুলি লেখ ?
৮. বহিরাগত প্রজাতির একটি উদাহরন দাও। বহিরাগত প্রজাতির অনুপ্রবেশের ফলে যে দেশীয় প্রজাতির অবলুপ্তি ঘটে তার ৩ টি উদাহরন দাও ।
উত্তরঃ (ঘ) 78.09
(১.২) নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া হল – (ক) অ্যাজোটোব্যাকটর (খ) নাইট্রোব্যাকটর (গ) মাইকোব্যাকটেরিয়াম (ঘ) নাইট্রোসোমোনাস
উত্তরঃ (ক) অ্যাজোটোব্যাকটর
(১.৩) মাটিতে বসবাসকারী এবং নাইট্রোজেন সংবদ্ধঙ্কারী একটি স্বাধীঞ্জীবী ব্যাকটেরিয়া হল – (ক) নস্টক (খ) ডায়াটম (গ) ক্লসট্রিডিয়াম (ঘ) অ্যানাবিনা
উত্তরঃ (গ) ক্লসট্রিডিয়াম
(১.৪) নাইট্রোজেন মোচনকারী একটি ব্যাকটেরিয়া হল – (ক) রাইজোবিয়াম (খ) থায়োব্যাসিলাস (গ) নস্টক (ঘ) ডায়াটম
উত্তরঃ (খ) থায়োব্যাসিলাস
(১.৫) নাইট্রোজেনঘটিত একটি গ্রিনহাউস গ্যাস হল – (ক) HNO3 (খ) NH3 (গ) N2O (ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (গ) N2O
(১.৬) প্রকৃতিতে মিথেন গ্যাস উৎপন্ন হওয়ার সবচেয়ে বড়ো উৎস হল – (ক) জলাজমিতে থাকা অনুজীবদের অবাত শ্বসন (খ) আগ্নেয়গিরির উদ্গিরন (গ) উষ্ণ প্রস্রবনে ব্যাকটেরিয়ার শটন (ঘ) সাইক্লোন।
উত্তরঃ (ক) জলাজমিতে থাকা অনুজীবদের অবাত শ্বসন
(১.৭) অম্লবৃষ্টির ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে – (ক) কাঠের তৈরি ঘরবাড়ি (খ) কাচের তৈরি শিল্পদ্রব্য (গ) মার্বেলের তৈরি স্থাপত্য নিদর্শন (ঘ) পোর্সেলিনের তৈরি দ্রব্যসামগ্রী।
উত্তরঃ (গ) মার্বেলের তৈরি স্থাপত্য নিদর্শন
(১.৮) COD এর সাহায্যে মাপা হয় – (ক) বায়ুদূষনের মাত্রা (খ) জলদূষনের মাত্রা (গ) মৃত্তিকাদূষনের মাত্রা (ঘ) শব্দদূষনের মাত্রা
উত্তরঃ (খ) জলদূষনের মাত্রা
(১.৯) মানীয় জলে আর্সেনিকের গ্রহনযোগ্য মাত্রা হল – (ক) 0.15ppm (খ) 0.05ppm (গ) 0.01 ppm (ঘ) 0.09ppm
উত্তরঃ (খ) 0.05ppm
(১.১০) ইলেকট্রিক হর্নের শব্দের মাত্রা – (ক) 40 ডেসিবেল (খ) 70 ডেসিবেল (গ) 140 ডেসিবেল (ঘ) 160 ডেসিবেল
উত্তরঃ (গ) 140 ডেসিবেল
(১.১১) অত্যধিক জনসংখ্যা বৃদ্ধিকে বলা হয় – (ক) জন সম্প্রসারন (খ) জন উন্নয়ন (গ) জন বিস্ফোরন (ঘ) জন সংকোচন
উত্তরঃ (গ) জন বিস্ফোরন
(১.১২) ফুসফুস ক্যানসারের জন্য দায়ী গ্যাসটি হল – (ক) র্যাডন (খ) কার্বন ডাই অক্সাইড (গ) হাইড্রোজেন (ঘ) নাইট্রোজেন
উত্তরঃ (ক) র্যাডন
(১.১৩) নীচের যেটি ক্যানসার সৃষ্টি করতে পারে, তা হল – (ক) পরাগরেনু (খ) আর্সেনিক (গ) ফর্ম্যালডিহাইড (ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (গ) ফর্ম্যালডিহাইড
(১.১৪) ব্রংকাইটিসের লক্ষনগুলি হল – (ক) দমবন্ধভাব (খ) কাশি ও কফ (গ) নাক অবরুদ্ধ (ঘ) সবগুলি
উত্তরঃ সবগুলি
(১.১৫) বিশ্ব ক্যানসার দিবস হল – (ক) 4 ফেব্রুয়ারি (খ) 5 ডিসেন্বের (গ) 8 নভেম্বর (ঘ) 13 জুন
উত্তরঃ 4 জুন
(১.১৬) হটস্পট ধারনাটির প্রবর্তক হলেন – (ক) ডেভিড (খ) সিম্পসন (গ) মেয়ার (ঘ) নরম্যান মায়ার্স
উত্তরঃ (ঘ) নরম্যান মায়ার্স
(১.১৭) উচ্চ রক্তচাপ কমাতে ব্যবহৃত ভেষজ উদ্ভিদটি হল – (ক) সর্পগন্ধা (খ) সিনকোনা (গ) পেয়ারা (ঘ) কালমেঘ
উত্তরঃ (ক) সর্পগন্ধ
(১.১৮) সংরক্ষনের একটি আধুনিক ব্যবস্থা হল – (ক) জাতীয় উদ্যান (খ) বায়োস্ফিয়ার রিজার্ভ (গ) সংরক্ষিত অরন্য (ঘ) অভয়ারন্য
উত্তরঃ (খ) বায়োস্ফিয়ার রিজার্ভ
(১.১৯) ভারতের বিলুপ্তপ্রায় প্রানী হল – (ক) ভারতীয় বাঘ, কস্তুরি মৃগ (খ) ভারতীয় গাধা, শূকর (গ) গৃহপালিত বিড়াল, বেজি (ঘ) গৃহপালিত গোরু, ঘোড়া
উত্তরঃ (ক) ভারতীয় বাঘ, কস্তুরি মৃগ
(১.২০) ভারতের বিলুপ্তপ্রায় উদ্ভিদ হল – (ক) সুন্দরী, কলসপত্রী, চন্দন (খ) আম, জাম, কাঁঠাল (গ) ধান, গম, বাগরা, (ঘ) শিমূল, অর্জুন, তেঁতুল
উত্তরঃ (ক) সুন্দরী, কলসপত্রী, চন্দন
সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নঃ প্রশ্নমান – ২
১. নাইট্রোজেন চক্র কি ? অ্যামোনিফিকেসন কি ?
২. N2 চক্রের গুরুত্ব কি ?
৩. নাইটরী ফিকেসন ও ডী নিয়াইটরিফিকেসন এর মধ্যে পার্থক্য লেখ ?
৪. জৈব ভু- রাসায়নিক চক্র বলতে কি বোঝ ?
৫. বায়লজিকাল ম্যাগনিফিকেসন বলতে কি বোঝ ?
৬. জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বা JFM বলতে কি বোঝ ?
৭. ক্রায়োসংরক্ষণ কি ? জারমোপ্লাস্ম সংরক্ষণ বলতে কি বোঝ ?
৮. বায়োস্ফিয়ার রিসার্ভ বলতে কি বোঝ ? একটি বায়োস্ফিয়ার রিসার্ভ এ কি কি অংশ থাকে ? একটি বায়োস্ফিয়ার রিসার্ভ এর নাম লেখ ?
৯. এক্স-সিটু সংরক্ষণ বলতে কি বোঝ ?
১০. কার্সিনোজেন কাকে বলে ?
১১. জনবিস্ফরন বলতে কি বোঝ ? জন বিস্ফরনের দুটি কারন ব্যাখা করো ?
১২. তেজস্ক্রিয় বিকিরন ও ক্যানসারের দুটি প্রাকৃতিক কারন উল্লেখ করো।
দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন – প্রশ্ন মান – ৫
১. বায়ুদূষকরুপে গ্রিনহাউস গ্যাসসমুহের উৎস উল্লেখ করো। পশ্চিমঘাট, সুন্দাল্যান্দ এবং পূর্ব হিমালয় হটস্পট এ পাওয়া যায় এমন জীব বিচিত্রের উদাহরন দাও।
২. নাইট্রোজেন চক্রের মাধ্যমে পরিবেশে কিভাবে নাইট্রোজেনের ভারসাম্য বজায় থাকে আলোচনা করো।
৩. ক্রমবর্ধমান জনসংখ্যার পাঁচটি সমস্যা আলোচনা করো। ৪. ফুসফুসের ক্যানসারের কারন ও লক্ষণ লেখ ?
৫. ভারতের দুটি প্রধান বায়োডাইভার্সিটি হটস্পট ও সেখানকার উল্লেখযোগ্য প্রজাতি গুলির নাম লেখ ?
৬. ইন-সিটু সংরক্ষণের পদ্ধতি গুলি আলোচনা করো।
৭. জীব বৈচিত্র্য হ্রাসের কারন গুলি লেখ ?
৮. বহিরাগত প্রজাতির একটি উদাহরন দাও। বহিরাগত প্রজাতির অনুপ্রবেশের ফলে যে দেশীয় প্রজাতির অবলুপ্তি ঘটে তার ৩ টি উদাহরন দাও ।