Skip to main content

তাপের ঘটনা সমূহ

সঠিক উত্তরটি নির্বাচন করো 

১.১) নীচের কোনটি তাপের সুপরিবাহী –

(a)কর্ক (b)গ্রাফাইট (c)কাঠ (d) বায়ু


*উত্তর:- (b)গ্রীফাইট


(১.২) আয়তন প্রসারন গুনাঙ্কের মাএিয় সংকেত কী –

(a)L³0-¹ (b)0-² (c)0-¹


*উত্তর:- (c) 0-¹


(১.৩) হীরে –

(a)তাপ ও তড়িতের সুপরিবাহী (b)তাপ ও তড়িতের কুপরিবাহী (c)তাপের কুপরিবাহী, তড়িতের সুপরিবাহী (d)তাপের সুপরিবাহী, তড়িতের কুপরিবাহী ।


*উত্তর:- (d)তাপের সুপরিবাহী, তড়িতের কুপরিবাহী ।


(১.৪) গ্যাসের প্রসারনের সময় প্রাথমিক উষ্ঞতা ধরা হয় –

(a)যে কোনো উষ্ঞতা (b)0k (c)0*C (d)4*C


*উত্তর:- (c) 0*C


(১.৫) একটি ধাতব পাতের মাঝে একটি ছিদ্র আছে । তাপমাএা বৃদ্ধি করলে –

(a)ছিদ্রের ব্যাসার্ধ হ্রাস পাবে (b) ছিদ্রের ব্যাসার্ধ বৃদ্ধি পাবে (c) ছিদ্রের ব্যাসার্ধ অপরিবর্তিত থাকবে (b)কোনোটিয় নয় ।


*উত্তর:- (b) ছিদ্রের ব্যাসার্ধ বৃদ্ধি পাবে ।


(১.৬) নিম্নলিখিত তরল গুলির মধ্যে কোন তরলের ব্যতিক্রান্ত প্রসারন দেখা যায় –(a)পারদ (b)কেরোসিন (c)গ্লিসারিন (d)জল


*উত্তর:- (d)জল


(১.৭) 4m দৈর্ঘ্যের কোনো ধাতব দন্ডের তাপমাএা 2*C বৃদ্ধি করলে দৈর্ঘ্য বৃদ্ধি হয়- 88×10-6m । দন্ডের d-হল-(a)9×10-6*C-¹ (b)10×10-6*C-¹ (c)11×10-6*C-¹ (d)12×10-6*C-¹


*উত্তর:- (c)11×10-6*C-¹


(১.৮) নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোন ধাতুর পরিবাহিতা সবচেয়ে বেশি –(a)তামা (b)অ্যালুমিনিয়াম (c)রুপো (d)সোনা


*উত্তর:- (c)রুপো ।


(১.৯)তাপীয় রোধের মাএিয় সংকেত হল –(a)M-¹L-²T-³0-¹ (b)M-¹L-³T-³0 (c)ML-²T-³0 (d) M-¹L-²T-³0


*উত্তর:- (d) M-¹L-²T-³0


(১.১০) কঠিনের দৈর্ঘ্য প্রসারন নির্ভর করে –(a)প্রাথমিক দৈর্ঘ্যের উপর (b)উষ্নতা বৃদ্ধির ওপর (c)উপাদানের উপর (d)সবকটির উপর ।


*উত্তর:- (d)সবকটির উপর ।


অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর


প্রশ্ন:- SI পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কী ?

উত্তর:- SI পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক হল জুল /কেজি K  ।



প্রশ্ন:- 1 সেলসিয়াস ডিগ্রী = কত ফারেনহাইট ডিগ্রী ?

উত্তর:- 1 সেলসিয়াস ডিগ্রী =95ফারেনহাইট ডিগ্রী ।



প্রশ্ন:- SI পদ্ধতিতে তাপগ্রাহিতার একক কী ?

উত্তর:- SI পদ্ধতিতে তাপগ্রাহিতার একক জুল / K বা জুল/ oC  ।



প্রশ্ন:-  20oC তাপমাত্রায় 1 গ্রাম বরফে 80 ক্যালোরি তাপ দিলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে ?

উত্তর:-  0oC তাপমাত্রার 1 গ্রাম বরফে 80 ক্যালোরি তাপ দিলে 0oC তাপমাত্রা 1 গ্রাম জল পাওয়া যায় । অর্থাৎ, চূড়ান্ত তাপমাত্রা 0oC হবে ।



প্রশ্ন:-  কোন তরলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি ?

উত্তর:-  জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি  ।



প্রশ্ন:-  তাপ মাপার স্কেল দুটি কী কী ?

উত্তর:- তাপ মাপার স্কেল দুটি হল সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেল ।



প্রশ্ন:- বিশুদ্ধ জলের আপেক্ষিক তাপ কত  ?

উত্তর:-  CGS এবং SI পদ্ধতিতে বিশুদ্ধ জলের আপেক্ষিক তাপ যথাক্রমে 1 ক্যালোরি / গ্রাম oC এবং 42000 জুল/কেজি কেলভিন ।



প্রশ্ন:- কোনো বস্তু দ্বারা গৃহীত তাপের পরিমাণ কত ?

উত্তর:- কোনো বস্তু দ্বারা গৃহীত তাপের পরিমাণ = বস্তুর ভর  x  বস্তুর উপাদানের আপেক্ষিক অংশ  x  উষ্ণতা বৃদ্ধি ।



প্রশ্ন:- উষ্ণতার সেলসিয়াস স্কেলের স্থিরাঙ্কগুলি কী কী ?

উত্তর:- উষ্ণতার সেলসিয়াস স্কেলের নিম্নস্থিরাঙ্ক 0oC এবং ঊর্ধ্বস্থিরাঙ্ক 100oC  ।



প্রশ্ন:-  ফারেনহাইট স্কেলের স্থিরাঙ্কগুলি কী কী ?

উত্তর:- ফারেনহাইট স্কেলের নিম্নস্থিরাঙ্ক 32oF এবং ঊর্ধ্বস্থিরাঙ্ক 212oF  ।



প্রশ্ন:-  থার্মোমিটারের প্রাথমিক অন্তর বলতে কী বোঝায় ?

উত্তর:- থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্কের মাঝের উষ্ণতার ব্যবধানকে প্রাথমিক অন্তর বলে ।



প্রশ্ন:-  ফারেনহাইট স্কেলের স্থিরাঙ্কগুলির প্রাথমিক অন্তর কত  ?

উত্তর:- ফারেনহাইট স্কেলের স্থিরাঙ্কগুলির  প্রাথমিক অন্তর =  ঊর্ধ্বস্থিরাঙ্ক  - নিম্নস্থিরাঙ্ক = 212oF - 32oF = 180oF  ।



প্রশ্ন:- SI পদ্ধতিতে তাপের একক কী ?

উত্তর:- SI পদ্ধতিতে তাপের একক হল জুল  ।



প্রশ্ন:-  ক্যালোরিমিতির নীতি কখন প্রযোজ্য হয় না ?

উত্তর:- যে-কোনো দুটি বস্তুর মধ্যে তাপ আদানপ্রদানের সময় যদি বস্তু দুটির সঙ্গে পারিপার্শ্বিকের তাপ বিনিময় ঘটে অথবা তাপশক্তি রাসায়নিক বা অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয়, তবে সেক্ষত্রে ক্যালোরিমিতির নীতি প্রযোজ্য হয় না ।



প্রশ্ন:- ডাক্তারি থার্মোমিটারে উষ্ণতার মাপ সাধারণত কোন স্কেলে থাকে ?

উত্তর:- ডাক্তারি থার্মোমিটারে উষ্ণতার মাপের জন্য সাধারণত ফারেনহাইট স্কেলে থাকে । তবে বর্তমানে ডাক্তারি থার্মোমিটারে সেলসিয়াস স্কেলও চালু হয়েছে ।



প্রশ্ন:-  0oC এবং 0oF এর মধ্যে কোনটি কম ?

উত্তর:- 0oC এবং 0oF এর মধ্যে 0oF  কম ।



প্রশ্ন:- লোহার আপেক্ষিক তাপ 462 জুল / কেজি K বলতে কী বোঝায় ?

উত্তর:-  লোহার আপেক্ষিক তাপ 462 জুল / কেজি K বলতে বোঝায় যে 1 কেজি লোহার উষ্ণতা 1K বা 1oC বৃদ্ধি করতে 462 জুল তাপ শক্তির প্রয়োজন ।



প্রশ্ন:-  সেলসিয়াস ফারেনহাইট এবং কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক কী  ?

উত্তর:- কোনো তাপমাত্রা সেলসিয়াস থার্মোমিটার C, ফারেনহাইট থার্মোমিটার F এবং কেলভিন থার্মোমিটার K হলে এদের মধ্যে সম্পর্ক হলC5=F−329=K−2735 ।



প্রশ্ন:- 1 ক্যালোরি = কত জুল ?

উত্তর:-  1 ক্যালোরি = 4.2 জুল  ।



প্রশ্ন:- পারদ থার্মোমিটারের উষ্ণতা মাপক ধর্ম কী ?

উত্তর:- পারদ থার্মোমিটারের উষ্ণতা মাপক ধর্ম হল পারদের প্রসারণ ।



প্রশ্ন:- ক্যালোরিমিতির গাণিতিক রূপটি কী ?

উত্তর:-  ক্যালোরিমিতির গাণিতিক রূপটি হল : কোনো বস্তুর দ্বারা গৃহীত বা বর্জিত তাপ = বস্তুর ভর x আপেক্ষিক তাপ x উষ্ণতার বৃদ্ধি বা হ্রাস ।  অর্থাৎ H = mst ।



প্রশ্ন:-  সূর্য থেকে কোন পদ্ধতিতে তাপ পৃথিবীতে সঞ্চালিত হয় ?

উত্তর:-  সূর্য থেকে বিকিরণ প্রনালীতে তাপ পৃথিবীতে সঞ্চালিত হয় ।



প্রশ্ন:-  এক খন্ড তামার তাপগ্রাহিতা 42 জুল /K বলতে কী বোঝায় ?

উত্তর:- এক খন্ড তামার তাপগ্রাহিতা 42 জুল /K বলতে বোঝায় যে, ওই তামা খন্ডের উষ্ণতা 1K বাড়াতে 42 জুল তাপের প্রয়োজন হবে ।



প্রশ্ন:- তাপ সঞ্চালনের বিভিন্ন পদ্ধতিগুলি কী কী ?

উত্তর:- তাপ সঞ্চালনের তিনটি পদ্ধতি, যথা : পরিবহন, পরিচলন ও বিকিরণ ।