(a) আবহবিকার (b) ভূমিকম্প (c) উল্কাপাত (d) অগ্ন্যুৎপাত
Ans: আবহবিকার
2. ভারতের দীর্ঘতম হিমবাহ হল –
(a) গঙ্গোত্রী (b) সিয়াচেন (c) জেমু (d) হুবার্ড
Ans: সিয়াচেন
3. হিমবাহ উপত্যকার আকৃতি যে ধরণের হয় তা হল –
(a) Lআকৃতি (b) V আকৃতি (c) I আকৃতি (d) U আকৃতি
Ans: U আকৃতি
4. বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হল –
(a) নদী (b) সূর্য (c) হিমবাহ (d) বায়ু
Ans: সূর্য
5.বদ্বীপ নদীর যে গতিতে দেখা যায় তা হল –
(a) উচ্চ (b) মধ্য (c) নিম্ন (d) মাঝারি
Ans: নিম্ন
6.ভূমিরূপ পরিবর্তনে কোনটির প্রভাব সর্বাধিক?
(a) বায়ু (b) হিমবাহ (c) নদী (d) সমুদ্রতরঙ্গ
Ans: নদী
7. প্লাবনভূমিতে দেখা যায় –
(a) পলল ব্যজনী (b) লেভি (c) মন্থকূপ (d) প্রপাতকূপ
Ans: লেভি
8. কোন মহাদেশে ভূমিরূপ পরিবর্তনে নদীর ভূমিকা
নেই –
(a) এশিয়া (b) আফ্রিকা (c) অ্যান্টার্কটিকা (d) ইউরোপ
Ans: অ্যান্টার্কটিকা
9. পৃথিবীর বৃহত্তম অপবাহণ সৃষ্ট গর্ত হল –
(a) সম্বর (b) পুষ্কর (c) কাতারা (d) উলার
Ans: কাতারা
10. পশ্চিমবঙ্গের কোন জেলায় ক্ষয়সীমা রয়েছে –
(a) পুরুলিয়া (b) নদীয়া (c) পূর্ব মেদিনীপুর (d) হুগলি
Ans: পূর্ব মেদিনীপুর
11. আদর্শ নদীর গতি থাকে –
(a) 4টি (b) 3টি (c) 2টি (d) 1টি
Ans: 3টি
12. ম্যাটার হর্ন একটি –
(a) করি (b) এরিটি (c) পিরামিড চূড়া (d) ফিয়র্ডের উদাহরণ
Ans: পিরামিড চূড়া
13. কোন গতিতে নদীর ক্ষয় সর্বাধিক –
(a) উচ্চগতি (b) মধ্যগতি (c) নিম্নগতি (d) কোনোটিই নয়
Ans: উচ্চগতি
14. উত্তর আমেরিকার মরুভূমি হল –
(a) আটাকামা (b) সোনেরান (c) প্যাটাগোনিয়া (d) সাহারা
Ans: সোনেরান
15. কিউমেক কিসের একক –
(a) নদীর জলপ্রবাহ মাপার (b) হিমবাহের গতিবেগ (c) বায়ুর বেগ (d) বরফের গভীরতা
Ans: নদীর জলপ্রবাহ মাপার
16. গৌর হল –
(a) নদী (b) হিমবাহ (c) বায়ু (d) সমুদ্র তরঙ্গের ক্ষয়জাত ভূমিরূপ
Ans: বায়ু
17. ‘ Basket of egg topography ‘ – এর সাথে কোন ভূমিরূপটি সম্পর্কিত –
(a) ড্রামলিন (b) বার্খান (c) গৌর (d) এসকার
Ans: ড্রামলিন
18. কোন বদ্বীপের আকৃতি পাখির পায়ের মতো –
(a) গঙ্গা বদ্বীপ (b) মিসিসিপি বদ্বীপ (c) সিন্ধু বদ্বীপ (d) নীলনদ বদ্বীপ
Ans: মিসিসিপি বদ্বীপ
19. দুটি নদীগোষ্ঠী পৃথক হয় যে উচ্চভূমি দ্বারা তা হল –
(a) জলবিভাজিকা (b) নদী উপত্যকা (c) মোহনা (d) ধারণ অববাহিকা
Ans: জলবিভাজিকা
20. কোন ভূমিরূপটি বায়ু ও জলধারার মিলিত কার্যে গঠিত –
(a) গৌর (b) জ্যুইগ্যান (c) বার্খান (d) ওয়াদি
Ans: ওয়াদি
21. কোন নদীতে গ্র্যান্ড ক্যানিয়ন অবস্থিত –
(a) কলোরাডো (b) আমাজন (c) ব্রহ্মপুত্র (d) নীল
Ans: কলোরাডো
22. অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়িকে বলা হয় –
(a) সিফ (b) পুচ্ছ (c) বার্খান (d) মস্তক বালিয়াড়ি
Ans: বার্খান
23. ” Mushroom Rock ” ভূমিরূপটি হল –
(a) গৌর (b) বার্খান (c) জ্যুইগ্যান (d) ইয়ার্দাং
Ans: গৌর
24. বালিয়াড়ির সঙ্গে কোন নামটি জড়িত –
(a) ডেভিস (b) চেম্বারলিন (c) পাওয়েল (d) ব্যাগনল্ড
Ans: ব্যাগনল্ড
25. বায়ুর কাজ সবচেয়ে বেশি দেখা যায় –
(a) মরুভূমি (b) মরুপ্রায় (c) উপকূল (d) তুন্দ্রা
Ans: মরুভূমি
26. গ্রেট গ্রিনওয়াল কোন মহাদেশে নির্মিত হয়েছে –
(a) ইউরোপ (b) আফ্রিকা (c) এশিয়া (d) ওশিয়ানিয়া
Ans: আফ্রিকা
27. যে অঞ্চলে বালিয়াড়ি দেখা যায় তা হল –
(a) পার্বত্য (b) মালভূমি (c) মেরু (d) উপকূল অঞ্চলে
Ans: উপকূল
28. সিফ বালিয়াড়ির অপর নাম হল –
(a) বার্খান (b) অনুপ্রস্থ বালিয়াড়ি (c) অনুদৈর্ঘ্য বালিয়াড়ি (d) চলন্ত বালিয়াড়ি
Ans: অনুদৈর্ঘ্য বালিয়াড়ি
29. যে কাল্পনিক সীমারেখার ওপর সারাবছর তুষার জমে থাকে এবং নীচে তুষার গলে যায়, সেই সীমারেখাকে বলে –
(a) হিমশৈল (b) হিমদ্রোনি (c) হিমরেখা (d) গ্রাবরেখা
Ans: হিমরেখা
30. পেডিমেন্ট দেখা যায় –
(a) শুষ্ক অঞ্চলে (b) পার্বত্য অঞ্চলে (c) উপকূল অঞ্চলে (d) হিমবাহ অঞ্চলে
Ans: শুষ্ক অঞ্চলে
31. সাহারা মরুভূমিতে সব থেকে বেশি দেখা যায় –
(a) ইনসেলবার্গ (b) বাজাদা (c) প্লায়া (d) গৌর
Ans: গৌর
32. “মেসা ” শব্দের অর্থ হল –
(a) পাহাড় (b) টেবিল (c) গম্বুজ (d) ঢিবি
Ans: টেবিল
33. ওয়াদি হল একটি –
(a) হ্রদ (b) চলমান বালিয়াড়ি (c) শুষ্ক নদী উপত্যকা (d) ক্ষয়জাত পাহাড়
Ans: শুষ্ক নদী উপত্যকা
34. ক্ষয়ের শেষ সীমা হল –
(a) সমুদ্রপৃষ্ঠ (b) হ্রদ (c) নদীর মোহনা (d) উপকূল
Ans: সমুদ্রপৃষ্ঠ
35. মরু ও মরুপ্রায় অঞ্চলের নিম্নভূমিতে অবস্থিত লবণাক্ত জলের হ্রদকে বলা হয় –
(a) কাতারা (b) ধান্দ (c) ওয়াদি (d) প্লায়া
Ans: প্লায়া
36. জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে বলে –
(a) ক্যাটারাক্ট (b) কাসকেড (c) প্লাঞ্জপুল (d) কোনোটিই নয়
Ans: কাসকেড
37. নদীমুখ চওড়া হলে তাকে বলে –
(a) খাঁড়ি (b) দোয়াব (c) মোহনা (d) বদ্বীপ
Ans: খাঁড়ি
38. আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হল –
(a) পুঞ্জিত ক্ষয় (b) নগ্নীভবন (c) পর্যায়ন (d) ক্ষয়ীভবন
Ans: পর্যায়ন
39. পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ হল –
(a) মালাসপিনা (b) ল্যাম্বার্ট (c) সিয়াচেন (d) হুবার্ট
Ans: মালাসপিনা
40. সুন্দরবন হল একটি –
(a) নিষ্ক্রিয় বদ্বীপ অঞ্চল (b) সক্রিয় বদ্বীপ অঞ্চল (c) নিরপেক্ষ বদ্বীপ অঞ্চল (d) পরিণত বদ্বীপ অঞ্চল
Ans: সক্রিয় বদ্বীপ অঞ্চল
41. প্রথম পর্যায়ে গঠিত একটি ভূমিরূপ হল –
(a) পর্বত (b) মহাদেশ (c) জলপ্রপাত (d) মালভূমি
Ans: মহাদেশ
42. গঙ্গা – ব্রহ্মপুত্র বদ্বীপ হল –
(a) কাসপেট বদ্বীপ (b) পাখির পায়ের মতো বদ্বীপ (c) ধনুকাকৃতি বদ্বীপ (d) এদের কোনোটিই নয়
Ans: ধনুকাকৃতি বদ্বীপ
43. নদী বাঁকের উত্তল অংশের সঞ্চয়কেহিমরেখার ওপরে কোনটি অবস্থান বলা হয় –
(a) পুল (b) বিন্দুবার (c) কাসকেড (d) প্লাঞ্জপুল
Ans: বিন্দুবার
44. হিমরেখার ওপরে কোনটি অবস্থান করে না?
(a) নেভে (b) নদী (c) ফার্ন (d) হিমবাহ
Ans: নদী
45. লোয়েস শব্দটি প্রথম ব্যবহার করেন –
(a) ভন রিকটোফেন (b) ভি ভি ডোকুচেভ (c) এইচ জেনি (d) এস পি রায়চৌধুরী
Ans: ভন রিকটোফেন
46. রাজস্থানে প্লায়া হ্রদগুলিকে বলা হয় –
(a) ওয়াদি (b) রান (c) বাজাদা (d) ধান্দ
Ans: ধান্দ
47. নদীর গতিবেগ দ্বিগুন বেড়ে গেলে তার বহনক্ষমতা বাড়ে –
(a) 4গুণ (b) 6গুণ (c) 8গুণ (d) 64গুণ
Ans: 64গুণ
48. ফরাসি ভাষায় করি – কে বলা হয় –
(a) সার্ক (b) টার্ন (c) এরিটি (d) কুম
Ans: সার্ক
49. পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হল –
a) গঙ্গা – ব্রহ্মপুত্র বদ্বীপ (b) সিন্ধু বদ্বীপ (c) মিসিসিপি বদ্বীপ (d) নীলনদ বদ্বীপ
Ans: গঙ্গা – ব্রহ্মপুত্র বদ্বীপ
50. ঝুলন্ত উপত্যকায় সৃষ্টি হয় –
(a) গিরিখাত (b) জলপ্রপাত (c) ক্যানিয়ন (d) হিমানী সম্প্রপাত
Ans: জলপ্রপাত
51. যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়, বহন ও সঞ্চয়ের মধ্যে সামঞ্জস্য তৈরি হয় তা হল –
(a) পর্যায়ন (b) আবহবিকার (c) ক্ষয়ীভবন (d) নগ্নীভবন
Ans: পর্যায়ন
52. গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি হল একধরনের –
a) উষ্ণ মরুভূমি (b) শীতল মরুভূমি (c) নাতিশীতোষ্ণ মরুভূমি (d) হিমশীতল মরুভূমি
Ans: উষ্ণ মরুভূমি
53. কোনটি নদীর বহন কার্যের প্রক্রিয়া নয় –
(a) ভাসমান (b) লম্ফদান (c) অবঘর্ষ (d) আকর্ষণ
Ans: অবঘর্ষ
54. হিমালয় পর্বতের নীলকণ্ঠ শৃঙ্গ একটি –
(a) এরিটি (b) ঝুলন্ত উপত্যকা (c) সার্ক (d) পিরামিড চূড়া
Ans: পিরামিড চূড়া
55. হিমসিঁড়িতে সৃষ্ট হ্রদকে বলে –
(a) প্যাটার্নওস্টার হ্রদ (b) করি হ্রদ (c) ফিয়র্ড হ্রদ (d) টার্ন হ্রদ
Ans: প্যাটার্নওস্টার হ্রদ
56. যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতার বৃদ্ধি ঘটে তা হল –
(a) আবহবিকার (b) পর্যায়ন (c) আরোহণ (d) অবরোহণ
Ans: আরোহণ
57. পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ হল –
(a) মাজুলি (b) ইলহা – দা – মারাজো (c) লাক্ষাদ্বীপ (d) সাগরদ্বীপ
Ans: ইলহা – দা – মারাজো
58. ভারতের বৃহত্তম নদী দ্বীপ হল –
(a) সাগর দ্বীপ (b) মাজুলি (c) লাক্ষাদ্বীপ (d) সুন্দরবন
Ans: মাজুলি
59. বালিময় মরুভূমিকে সাহারায় বলে –
(a) হামাদা (b) রেগ (c) কুম (d) আর্গ
Ans: আর্গ
60. দুটি করির বিভাজিকা হল –
(a) কর্তিত শৈলশিরা (b) হিমদ্রোনি (c) এরিটি (d) এসকার
Ans: এরিটি
61. যেসব বালিয়াড়ি পরস্পর সমান্তরালে গড়ে ওঠে, তাদের বলে –
(a) দ্রাস (b) নক্ষত্র (c) সিফ (d) বার্খান
Ans: সিফ
62. কোনটি নদীর কাজ নয় –
(a) বহন (b) অবক্ষেপণ (c) ক্ষয় (d) উৎপাটন
Ans: উৎপাটন
63. শীতকালে হিমরেখার উচ্চতা –
(a) কমে যায় (b) বেড়ে যায় (c) একই থাকে (d) কোনোটিই নয়
Ans: কমে যায়
64. নর্মদা ও তাপ্তী নদীর জলবিভাজিকা হল –
(a) বিন্ধ্য (b) সাতপুরা (c) নীলগিরি (d) আরাবল্লী
Ans: সাতপুরা
65. পেডিমেন্ট দেখা যায় –
(a) উপকূল অঞ্চলে (b) শুষ্ক অঞ্চলে (c) পার্বত্য অঞ্চলে (d) হিমবাহ অঞ্চলে
Ans: শুষ্ক অঞ্চলে
66. ক্ষয়ীভবন হল একটি –
(a) গতিশীল (b) ধীর (c) মহাজাগতিক (d) স্থিতিশীল প্রক্রিয়া
Ans: গতিশীল
67. কোনটি শীতল মরুভূমি-
(a) সাহারা (b) কালাহারি (c) আটাকামা (d) আরব
Ans: আটাকামা
68. বালুকাময় মরুভূমিকে মধ্য এশিয়ায় কী বলে?
(a) হামাদা (b) রেগ (c) আর্গ (d) কুম
Ans: কুম
69. নদীর নিক পয়েন্টের মধ্যে সৃষ্টি হয় –
(a) প্লাবনভূমি (b) জলপ্রপাত (c) পলল শঙ্কু (d) অশ্বক্ষুরাকৃতি হ্রদ
Ans: জলপ্রপাত
70. নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত হয় –
(a) নদীমঞ্চ (b) নদীচর (c) ক্যানিয়ন (d) অশ্বক্ষুরাকৃতি হ্রদ
Ans: নদীমঞ্চ
71. পশ্চিমবঙ্গের একটি নিত্যবহ নদী হল –
(a) তিস্তা (b) কংসাবতী (c) অজয় (d) দামোদর
Ans: তিস্তা
72. বহিঃবিধৌত সমভূমির মাঝে মাঝে সৃষ্ট গর্তগুলিকে বলে –
(a) কেম (b) কেটল (c) মন্থকূপ (d) ড্রামলিন
Ans: কেটল
73. পৃথিবীর সর্ববৃহৎ পার্বত্য হিমবাহটি হল –
(a) হুবার্ড (b) ল্যাম্বার্ট (c) সিয়াচেন (d) কোয়ারেয়াক
Ans: হুবার্ড
74. হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে যে সংকীর্ণ ফাঁক থাকে, তাকে বলে –
(a) হর্ন (b) এরিটি (c) বার্গস্রুন্ড (d) ক্রেভাস
Ans: বার্গস্রুন্ড
75. নদীর ক্ষয় ও বহন উভয় কার্যে কোন প্রক্রিয়াটি লক্ষ করা যায় –
(a) অবঘর্ষ ও ঘর্ষণ (b) আকর্ষণ ও লম্ফদান (c) জলপ্রবাহ ও ভাসমান (d) দ্রবণ
Ans: দ্রবণ
76. যে প্রক্রিয়ায় নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় বা ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে –
(a) নগ্নীভবন (b) ক্ষয়ীভবন (c) অবঘর্ষ (d) আরোহণ প্রক্রিয়া
Ans: আরোহণ প্রক্রিয়া
77. প্লায়া হ্রদগুলিকে আফ্রিকায় বলে –
(a) শটস (b) আর্গ (c) হামাদা (d) রেগ
Ans: শটস
78. ধ্রিয়ান হল একধরণের চলমান –
(a) শৈলশিরা (b) পাহাড় (c) বালিয়াড়ি (d) দ্বীপ
Ans: বালিয়াড়ি
79. সবথেকে বেশি পার্বত্য হিমবাহ দেখা যায় –
(a) আল্পস (b) আন্দিজ (c) রকি (d) হিমালয় পর্বতে
Ans: হিমালয় পর্বতে
80. যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায়, তাকে বলে –
(a) বহির্জাত প্রক্রিয়া (b) অন্তর্জাত প্রক্রিয়া (c) গিরিজনি আলোড়ন (d) মহিভাবক আলোড়ন
Ans: বহির্জাত প্রক্রিয়া
81. প্লাবনভূমি গড়ে ওঠে –
(a) উচ্চপ্রবাহে (b) মধ্যপ্রবাহে (c) নিম্নপ্রবাহে (d) মধ্য ও নিম্নপ্রবাহে
Ans: নিম্নপ্রবাহে
82. প্লাঞ্জপুল বা প্রপাতকূপ কার সঙ্গে সম্পর্কিত –
(a) কাসকেড (b) ক্যাটারাক্ট (c) খরস্রোত (d) জলপ্রপাত
Ans: জলপ্রপাত
83. পৃথিবীর দীর্ঘতম খাঁড়িটি অবস্থিত –
(a) আমাজন নদীর মোহনায় (b) পদ্মা নদীর মোহনায় (c) গঙ্গা নদীর মোহনায় (d) ওব নদীর মোহনায়
Ans: ওব নদীর মোহনায়
84. হিমবাহের উপরিপৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলকে বলে –
(a) ক্রেভাস (b) হর্ন (c) বার্গস্রুন্ড (d) এরিটি
Ans: ক্রেভাস
85. ভূমিরূপ পরিবর্তনে কোনটির প্রভাব সর্বাধিক?
(a) নদী বা জলধারা (b) সমুদ্রতরঙ্গ (c) বায়ুপ্রবাহ (d) হিমবাহ
Ans: নদী বা জলপ্রবাহ
86. কলোরাডো নদীর পৃথিবীবিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়ন হল একটি –
(a) শৈলশিরা (b) জলবিভাজিকা (c) ” I ” আকৃতির উপত্যকা (d) নদীমঞ্চ
Ans: ” I ” আকৃতির উপত্যকা
87. পর্বতের গায়ে যে রেখার নীচে বরফ গলে তা হল –
(a) হিমশৈল (b) হিমবাহ (c) হিমরেখা (d) গ্রাবরেখা
Ans: হিমরেখা
88. ভিস হর্ন পিরামিড চূড়া অবস্থিত –
(a) সুইজারল্যান্ড (b) ফ্রান্স (c) নেপাল (d) শ্রীলঙ্কা
Ans: সুইজারল্যান্ড
89. হিমালয়ের রূপকুন্ড হল একটি –
(a) অ্যারেট (b) হিমদ্রোণী (c) পিরামিড চূড়া (d) ড্রামলিন
Ans: হিমদ্রোণী
90. নীলনদের বদ্বীপটি হল –
(a) পাখির পায়ের মতো বদ্বীপ (b) তীক্ষ্ণাগ্ৰ বদ্বীপ (c) অবিন্যস্ত বদ্বীপ (d) ধনুকাকৃতি বদ্বীপ
Ans: ধনুকাকৃতি বদ্বীপ
91. কোনটি উষ্ণ মরুভূমি?
(a) গোবি (b) প্যাটাগোনিয়া (c) গ্রেট বেসিন মরুভূমি (d) থর
Ans: থর
92. হিমবাহ অধ্যুষিত অঞ্চলে কোন হ্রদটি দেখা যায় না?
(a) করি হ্রদ (b) কেটল হ্রদ (c) প্যাটারনস্টার (d) অশ্বক্ষুরাকৃতি হ্রদ |
Ans: অশ্বক্ষুরাকৃতি হ্রদ
93. পর্বতগাত্রে হিমবাহের সঞ্চয়জাত ভূমিরূপ হল –
(a) গ্রাবরেখা (b) কেম (c) ড্রামলিন (d) এসকার
Ans: গ্রাবরেখা
94. যে নদী প্রধান নদী থেকে বেরিয়ে অন্য কোনো জলাশয়ে পড়ে তাকে বলা হয় –
(a) উপনদী (b) শাখানদী (c) খাঁড়ি (d) কোনোটিই নয় |
Ans: শাখানদী
95. লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল –
(a) দ্রবণ ক্ষয় (b) অবঘর্ষ ক্ষয় (c) জলপ্রবাহ ক্ষয় (d) ঘর্ষণ ক্ষয়
Ans: দ্রবণ ক্ষয়
96. পলল শঙ্কু গঠিত হয় –
(a) পর্বতের উচ্চভাগে (b) উপকূল অঞ্চলে (c) বদ্বীপ অঞ্চলে (d) পর্বতের পাদদেশে
Ans: পর্বতের পাদদেশে
97. একটি বৃত্তচাপীয় বদ্বীপ হল –
(a) কৃষ্ণা নদীর বদ্বীপ (b) কাবেরী নদীর বদ্বীপ (c) নিল নদের বদ্বীপ (d) মিসিসিপি নদীর বদ্বীপ
Ans: নিল নদের বদ্বীপ
98. তুষার ও হিমবাহ দ্বারা ক্ষয়িত ও বাহিত উপাদানকে বলে –
(a) পলি (b) মোরেন (c) পাইরোক্লাস্ট (d) লবণ হ্রদ
Ans: মোরেন
99. হিমবাহ দ্বারা আবৃত পৃথিবী পৃষ্ঠের অংশ হল –
(a) 5% (b) 10% (c) 15% (d) 20%
Ans: 10%
100. লোয়েস কথাটির অর্থ হল –
(a) স্থানচ্যুত বস্তু (b) বালিয়াড়ি (c) বিস্তীর্ণ অঞ্চল (d) স্থানযুক্ত বস্তু
Ans: স্থানচ্যুত বস্তু
101. একটি তির্যক বা অনুপ্রস্থ বা আড়াআড়ি বালিয়াড়ি হল –
(a) বারখান (b) সিফ (c) দ্রাস (d) লোয়েস
Ans: বারখান
•••• উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো••••
1. পৃথিবীর বৃহত্তম বালুকাময় মরুভূমি হল ———– |
Ans: রুব – আল – খালি
2. দুটি নদীর মিলিত স্থান হল নদী —————|
Ans: সংগম
3. শিলাময় মরুভূমিকে সাহারায় ———— বলে |
Ans: হামাদা
4. করি হ্রদের অপর নাম —————–|
Ans: টার্ন হ্রদ
5. সিয়াচেন হিমবাহটি ————- পর্বতে অবস্থিত |
Ans: কারাকোরাম
6. ড্রামলিন ভূমিরূপের ———— অংশ মসৃন হয় |
Ans: হিমবাহের বিপরীত দিক
7. ওয়াদি শব্দের অর্থ —————- |
Ans: শুষ্ক উপত্যকা
8. জার্মান শব্দ ইনসেলবার্জ – এর অর্থ ————– |
Ans: দ্বীপ শৈল
9. তরবারির মতো বালিয়াড়িকে ———— বলে
Ans: সিফ
10. অবরোহণ প্রক্রিয়া ————– প্রক্রিয়া নামেও পরিচিত |
Ans: নগ্নীভবন
11. ভারতের ————– নদীর মোহনায় কোনো বদ্বীপ গড়ে ওঠেনি |
Ans: নর্মদা অথবা তাপ্তী
12. রসে মতানের অমসৃণ ঢালটি ———— পদ্ধতিতে সৃষ্টি হয় |
Ans: উৎপাটন
13. একে অপরের ওপর সঞ্চিত গ্রাবরেখাকে ———- বলে |
Ans: রোজেন গ্রাবরেখা
14. নদীর প্রবাহপথে জলতলের প্রভেদকে ———— বলে |
Ans: জলপ্রপাত
15. ক্ষয় ও সঞ্চয় প্রক্রিয়ার সম্মিলিত রূপ হল ————- প্রক্রিয়া |
Ans: পর্যায়ন
16. যোগ বা গেরসোপ্পা জলপ্রপাতটি সৃষ্টি হয়েছে ———– নদীর ওপর |
Ans: সরাবতী নদীতে (কর্ণাটক )
17. বায়ুর —————- কাজের ফলে মরুবিস্তার বেশি |
Ans : বহন
18. জলপ্রপাতের নীচের কূপকে বলে —————- |
Ans: প্লাঞ্জপুল বা প্রপাতকূপ
19. দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে ————— বলে |
Ans: দোয়াব
20. পাদদেশীয় হিমবাহের অগ্রভাগটিকে ———- বলে |
Ans: লোব
21. ঝুলন্ত উপত্যকায় নদী প্রবাহিত হলে ———– সৃষ্টি হয় |
Ans: জলপ্রপাত
22. দুটি সিফ বালিয়াড়ির মাঝের অংশকে ————– বলে |
Ans: গাসি বা করিডোর
23. অবরোহণ ও আরোহণ প্রক্রিয়া ভূমিরূপকে ———— অবস্থায় নিয়ে আসে |
Ans: পর্যায়িত
24. মিশরের কাতারা হল ————– এর উদাহরণ |
Ans: অবনতভূমি
25. বারখানের শিং প্রসারিত হয়ে ————– বালিয়াড়িতে পরিণত হয় |
Ans: সিফ
26. রাজস্থানের থর মরুভূমিতে বায়ুর অপসারণ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে ————– বলে |
Ans: ধান্দ
27. যে নদী দিয়ে সমস্ত ঋতুতে জল প্রবাহিত হয় তা হল ————— |
Ans: নিত্যবহ
28. অনেকগুলি জলপ্রপাত একসঙ্গে অবস্থান করলে তাকে —————- বলে |
Ans: প্রপাতরেখা
29. ফিয়র্ড আয়তনে ক্ষুদ্র হলে তাকে ———— বলে |
Ans: ফিয়ার্ড
30. হাতল ছাড়া ডেকচেয়ারের মতো দেখতে ভূমিরূপ হল —————– |
Ans: সার্ক বা করি
31. নর্মদা নদীর ওপর জব্বলপুরের কাছে ———–জলপ্রপাত আছে |
Ans: ধুঁয়াধার
32. নদী যে স্থানে গিয়ে সাগর বা হ্রদে মেশে তা হল ——— |
Ans: মোহনা
33. এসকার হিমবাহের ————– কার্যের ফলে সৃষ্টি হয় |
Ans: সঞ্চয়
34. ভূমিরূপের উচ্চতা হ্রাস পায় ————— প্রক্রিয়ায় |
Ans: অবরোহণ
35. ভারতের একটি উল্লেখযোগ্য প্লায়া —————- |
Ans: সম্বর
36. আবহবিকার, পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবনকে একত্রে —————– বলে |
Ans: নগ্নীভবন
37. একই নদীতে অবস্থিত ক্ষুদ্র ক্ষুদ্র জলপ্রপাতকে —————– বলে |
Ans: খরস্রোত
38. মরুপ্রায় অঞ্চলে হড়পা বানের ফলে সৃষ্ট শুষ্ক এবং গভীর খাতকে —————– বলে |
Ans: ওয়াদি
39. বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে ————— বলে |
Ans: পর্যায়ন
40. মধ্যগতিতে নদীর নিম্নক্ষয় অপেক্ষা পার্শ্বক্ষয় ———- হয় |
Ans: বেশি বা অধিক
41. হিমবাহ ক্ষয়কার্য বেশি করে ———– প্রক্রিয়ায় |
Ans: উৎপাটন
42. হিমবাহের প্রবাহের দিক মসৃণ ও বিপরীত দিক অমসৃণ হলে তাকে ————– বলে |
Ans: রসে মতানে
43. হালকা তুষার জমাট বাঁধলে ———– সৃষ্টি হয় |
Ans: ফির্ন
44. নদী উপত্যকায় পুরোনো ও নতুন ঢালের মিলনবিন্দুকে ————– বলে |
Ans: নিক বিন্দু
45. শিলাময় মরুভূমিকে আলজিরিয়ায় ————- বলে |
Ans: রেগ
46. নদীবক্ষে যে ছোটো ছোটো গর্তের সৃষ্টি হয়, তাকে ————– বলে |
Ans: পটহোল বা মন্থকূপ
47. বদ্রিনাথের কাছে ঋষিগঙ্গা হল একটি ——— এর উদাহরণ |
Ans: ঝুলন্ত উপত্যকা
48. অবতল পাড়ের দিকে নদীখাতের গভীর অংশ জলপূর্ণ হলে তাকে বলে ————– |
Ans: পুল
49. বরফমুক্ত পর্বত চূড়াকে ————— বলে |
Ans: নুনাটাকস
50. নদী দ্বারা ব্যবচ্ছিন্ন বহিঃবিধৌত সমভূমিকে ———— বলে |
Ans: ভ্যালিট্রেন
51. একটি খাঁড়ীয় বদ্বীপ হল ————– |
Ans: রাইন নদীর বদ্বীপ
52. গ্রাবরেখা পুঁতির মালার মতো গঠিত হলে তাকে ——— বলে |
Ans : পার্শ্ব গ্রাবরেখা
53. ভার্ব ভূমিরূপটি লক্ষ করা যায় ——— অধ্যুষিত অঞ্চলে |
Ans: হিমবাহ
54. নদী যে দীর্ঘ সংকীর্ণ খাতের মধ্য দিয়ে বয়ে চলে তাকে ———– বলে |
Ans: উপত্যকা
55. মিশরে প্রস্তরখণ্ডময় মরুভূমি ————- নামে পরিচিত |
Ans: সেরির
56. মস্তক বালিয়াড়ির বিপরীতে সৃষ্ট বালিয়াড়িকে ————- বালিয়াড়ি বলে |
Ans: পুচ্ছ
57. বায়ু ও জলধারার যৌথ ক্ষয় ও সঞ্চয়কার্যের ফলে —————– গঠিত হয় |
Ans: পেডিমেন্ট
58. গম্বুজাকার ইনসেলবার্জকে ————– বলে |
Ans: বর্নহার্ট
59. বহির্জাত প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ———— ওপরে কাজ করে ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটায় |
Ans: ভূপৃষ্ঠের
60. প্রবহমান বায়ুর গতিপথে সমান্তরালভাবে গড়ে ওঠে ————– |
Ans: অনুদৈর্ঘ্য
61. ভারতের হিমালয় পর্বতের একটি পার্বত্য হিমবাহ হল —————– |
Ans: জেমু
62. হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট দুদিক মসৃণ ঢিবিকে —————- বলে |
Ans: কুঁজ
63. নদীর পার্বত্য প্রবাহে ভূমির ঢাল ও স্রোতের বেগ বেশি হওয়ায় অধিক পরিমানে ক্ষয় ও ————— কাজ করে থাকে |
Ans: বহন
64. ————- কাছে গঙ্গা নদীতে মিয়েন্ডার দেখা যায় |
Ans: বারাণসীর
65. ভেন্টিফ্যাক্ট এর ক্ষেত্রে ————— থেকে বায়ুপ্রবাহ সৃষ্টি হয় |
Ans: একদিক
66. রাজস্থানের ————- একটি প্লায়া হ্রদ |
Ans: সম্বর
67. গাঙ্গেয় বদ্বীপ ————– প্রক্রিয়ার ফল |
Ans: আরোহণ
68. দক্ষিণ ভারতের ————- নদীর মোহনায় বদ্বীপ আছে |
Ans: গোদাবরী
69. মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূমির ঢাল অনুসারে প্রবাহিত প্রাকৃতিক নিয়মে সৃষ্ট জলধারাকে বলে —— |
Ans: নদী
70. বিশ্বের বৃহত্তম ও দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ হল ———– |
Ans: ল্যাম্বার্ট (অ্যান্টার্কটিকা )
71. পৃথিবীর দীর্ঘতম পার্বত্য বা উপত্যকা হিমবাহ হল ————– |
Ans: হুবার্ড (আলাস্কা )
72. বিশ্বের বৃহত্তম পাদদেশীয় হিমবাহ হল ———– |
Ans: মালাসপিনা (আলাস্কা )
73. দক্ষিণ ভারতের ——— নদীর মোহনায় বদ্বীপ আছে |
Ans: গোদাবরী
74. ইয়ার্দাঙ – এর মাথা ক্ষয়প্রাপ্ত হয়ে তীক্ষ্ণ ও ছুঁচালো আকৃতির হলে তাকে ———– বলে |
Ans: নিডিলস
75. সাহারায় আবরণহীন শিলাময় মরুভূমি ——— নামে পরিচিত |
Ans: হামাদা
76. নদী যে তল বরাবর ক্ষয় করতে থাকে তা হল ——— |
Ans: নিম্নক্ষয় সীমা
77. রসে মতানে ভূমিরূপের প্রতিবাত ঢালে হিমবাহ —————- প্রক্রিয়ায় ক্ষয়কাজ করে |
Ans: অবঘর্ষ
78.আমাজন এবং গঙ্গা নদী হল ———- নদী |
Ans: নিত্যবহ বা আন্তর্জাতিক নদী
79.হিমবাহ ও জলধারা বাহিত নুড়ি, বালি, কাঁকর ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমিরূপকে ————- বলে |
Ans: এসকার
80.নদীর উচ্চগতিতে অবঘর্ষ পদ্ধতিতে নদীগর্ভে যে গর্তের সৃষ্টি হয়, তাকে ———- বলে?
Ans: মন্থকূপ
•••• একটি অথবা দুটি শব্দে উত্তর দাও ••••
1. জলমগ্ন হিমদ্রোণিকে কী বলা হয়?
Ans: প্যাটার্নওস্টার হ্রদ
2. ভারতের একটি কাসকেডের উদাহরণ দাও |
Ans: কর্ণাটকের যোগ জলপ্রপাত
3. আবহবিকার, পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবনের সম্মিলিত প্রক্রিয়াকে কী বলা হয়?
Ans: নগ্নীভবন
4. “গ্রেড ( Grade )” শব্দটি কে প্রথম ব্যবহার করেন?
Ans: জি. কে. গিলবার্ট ( 1876 )
5. লোয়েস সমভূমিকে উত্তর আমেরিকায় কী বলে?
Ans: অ্যাডোব
6. মরুস্থলী শব্দের অর্থ কী?
Ans: মৃতের দেশ
7. অশ্বক্ষুরাকৃতি হ্রদের অপর নাম কী?
Ans: মর্ট হ্রদ
8. বহির্জাত প্রক্রিয়াগুলিকে পর্যায়ন বলে কে অভিহিত করেন?
Ans: জি. কে. গিলবার্ট
9. বিশ্ব উষ্ণায়ন কোন মরুভূমিকে গ্রাস করছে?
Ans: সাহারা
10. নদীর জলতল বৃদ্ধির প্রধান কারণ কী?
Ans: বিশ্ব উষ্ণায়ন
11. কোন প্রকার আলোড়ন ভূপৃষ্ঠের ওপর উল্লম্বভাবে ক্রিয়া করে?
Ans: মহীভাবক আলোড়ন
12. জলপ্রপাতের নীচে সৃষ্ট বর্তুলাকার গর্তকে কী বলে?
Ans: প্রপাতকূপ
13. কোন প্রক্রিয়ার সঙ্গে জৈব রাসায়নিক আবহবিকার সম্পর্কিত?
Ans: অবরোহণ প্রক্রিয়া
14. সাপের মতো আঁকাবাঁকা বালিয়াড়িকে কী বলে?
Ans: অ্যাকলে
15. অপবাহন কী?
Ans: মরু অঞ্চলে শিথিল শিলাচূর্ণের অপসারণকে অপবাহন বলে |
16. পুঞ্জিত ক্ষয়কে নিয়ন্ত্রণকারী প্রধান শক্তিটির নাম কী?
Ans: মাধ্যাকর্ষণ শক্তি
17. ক্ষুদ্রাকৃতির ইনসেলবার্জকে কী বলে?
Ans: টরস্
18. হিমবাহের সঞ্চয়জাত প্রধান ভূমিরূপ কোনটি?
Ans: গ্রাবরেখা
19. নদীর উচ্চগতির প্রধান কাজ কী?
Ans: অবঘর্ষ ক্ষয়
20. পৃথিবীর বৃহত্তম পলল সমভূমি কোনটি?
Ans: গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ সমভূমি
21. কে প্রথম ” পর্যায়ন ” বা ” Gradation ” শব্দটি ব্যবহার করেন?
Ans: চেম্বারলিন ও স্যালিসবারি
22. কে প্রথম নদীর পর্যায়ন প্রক্রিয়ার ধারণা দেন?
Ans: জি. কে. গিলবার্ট
23. আবহবিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণকে কী বলে?
Ans: রেগোলিথ
24. সার্ক বা করিকে নরওয়েতে কী বলে?
Ans: বটন
25. নেপালের মাকালু কীসের উদাহরণ? পৃথিবী
Ans: পিরামিড চূড়া
26. ওয়াদি শব্দের অর্থ কী?
Ans: শুষ্ক উপত্যকা
27. পৃথিবীর শুষ্কতম মরুভূমির নাম কী?
Ans: চিলির আটাকামা
28. পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম কী?
Ans: আমাজন
29. শিবসমুদ্রম জলপ্রপাতটি কোন নদীর ওপর অবস্থিত?
Ans: কাবেরী
30. পশ্চিমবঙ্গের কোন নদীতে মন্থকূপ দেখা যায়?
Ans: তিস্তা
31. নদী সংক্রান্ত আলোচনাকে কী বলে?
Ans: পোটামোলজি
32. নদীর জলপ্রবাহের গতিবেগ মাপার যন্ত্রকে কী বলে?
Ans: কারেন্টোমিটার
33. কপিলধারা জলপ্রপাতটি কোন নদীর গড়ে উঠেছে?
Ans: নর্মদা নদীর ওপর
34. নদীর জলের বহমানতা বজায় থাকে কীভাবে?
Ans: জলচক্রের মাধ্যমে
35. ধুঁয়াধার জলপ্রপাত কোন নদীর ওপর গড়ে উঠেছে?
Ans: ভারতের নর্মদা নদীর ওপর
34. সুন্দরবনকে world Heritage Site – এর স্বীকৃতি কোন সংস্থা দিয়েছে?
Ans: IUCN ( International Union for Conservation of Nature )
35. উচ্চগতিতে নদীর প্রধান কাজ কী?
Ans: ক্ষয় ও বহন
36. মধ্যগতিতে নদীর প্রধান কাজ কী?
Ans: বহন করা
37. নিম্নগতিতে নদীর প্রধান কাজ কী?
Ans: অবক্ষেপণ বা সঞ্চয়
38. লিভিংস্টোন জলপ্রপাত কোন নদীর ওপর গড়ে উঠেছে?
Ans: আফ্রিকার কঙ্গো নদীর ওপর
39. আবহবিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণ কী নামে পরিচিত?
Ans: রেগোলিথ
40. বহির্জাত শক্তিগুলি কী কী পদ্ধতিতে ভূমিরূপ পরিবর্তন করে?
Ans: অবরোহণ, আরোহণ ও জৈবিক পদ্ধতিতে
41. বহির্জাত প্রক্রিয়ায় সর্বাধিক ক্রিয়াশীল প্রাকৃতিক শক্তি কোনটি?
Ans: নদী
42. কোন প্রকার আলোড়ন ভূপৃষ্ঠের ওপর আড়াআড়িভাবে বা স্পর্শক বরাবর ক্রিয়া করে?
Ans: গিরিজনি আলোড়ন
43. কোন প্রাকৃতিক প্রক্রিয়ায় নদীর ঢাল সুষম হয়?
Ans: পর্যায়ন
44. শিবসমুদ্রম জলপ্রপাতটি কোন নদীর ওপর গড়ে উঠেছে?
Ans: কাবেরী নদীর ওপর
45. নিউমুর দ্বীপটি বাংলাদেশে কী নামে পরিচিত?
Ans: দক্ষিণ তালপট্টি
46. পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপের নাম কী?
Ans: দক্ষিণ আমেরিকার আমাজন নদীর ইলহা – দ্য – মারাজো
47. ভারতের বৃহত্তম নদীদ্বীপের নাম কী?
Ans: ব্রহ্মপুত্র নদীর মাজুলি দ্বীপ
48. সার্ককে স্ক্যান্ডিনেভিয়ায় কী বলে?
Ans: বটন ও কিডেল
49. ” The land of Fiords ” বলা হয় কাকে?
Ans: নরওয়ে
50. পৃথিবীর বৃহত্তম ফিয়র্ড কোনটি?
Ans: নরওয়ের সোভনে
51. ল্যাব্রাডর স্রোত তৈরির পেছনে কে দায়ী?
Ans: হিমশৈল
52. বৃহদায়তন ইনসেলবার্জকে কী বলে?
Ans: কোপিস
53. ক্ষুদ্রাকৃতির ইনসেলবার্জকে কী বলে?
Ans: টরস
54. মরু অঞ্চলে স্বাভাবিক ক্ষয়চক্রের ধারণা দেন কে?
Ans: এল সি কিং
55. সোনেরান মরুভূমিতে বায়ু দ্বারা কী ধরনের ভূমিরূপ গড়ে ওঠে?
Ans: জিউগেন
56. প্লায়াকে আফ্রিকাতে কী বলে?
Ans: শট
57. প্লায়াকে মেক্সিকোতে কী বলে?
Ans: বোলসন
58. বহিঃবিধৌত সমভূমির ওপর সৃষ্ট গর্তকে কী বলে?
Ans: কেটল
59. পার্বত্য হিমবাহ দ্বারা ক্ষয়প্রাপ্ত ত্রিভুজের ন্যায় শৈলশিরাগুলিকে কী বলে?
Ans: কর্তিত শৈলশিরা
60. কোন প্রকার হিমবাহ থেকে হিমশৈলের উৎপত্তি ঘটে?
Ans: মহাদেশীয় হিমবাহ
61. ভারতে পাখির পায়ের ন্যায় বদ্বীপ কোথায় দেখা যায়?
Ans: কৃষ্ণা নদীতে
62. ত্রিকোণাকার বদ্বীপ কোন নদীর বদ্বীপকে বলা হয়?
Ans: নীলনদ
63. সাহারা মরুভূমির সবচেয়ে বড়ো ইয়ারদাং কোথায় দেখা যায়?
Ans: তিবেস্তিতে
64. হরিদ্বার থেকে পশ্চিমবঙ্গের ধুলিয়ান পর্যন্ত গঙ্গা নদীর গতিপ্রবাহ কী নামে পরিচিত?
Ans: মধ্যগতি বা সমভূমিপ্রবাহ
65. পেডিমেন্ট শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
Ans: জি. কে. গিলবার্ট
66. পশ্চিমবঙ্গের কোথায় পলল ব্যজনীকে ভূমি হিসেবে ব্যবহার করা যায়?
Ans: তরাই ও ডুয়ার্সে
67. ইনসেলবার্জ গোলাকার ঢিবিতে পরিণত হলে তাকে কী বলে?
Ans: বোর্নহার্ট
68. পৃথিবীর বৃহত্তম নদী উপত্যকা কী?
Ans: নীলনদ উপত্যকা
69. কোন প্রবাহে নদী ক্ষয়, বহন ও সঞ্চয় তিনটে কাজই করে?
Ans: মধ্যগতি
70. পৃথিবীর উচ্চতম বালিয়াড়িগুলি কোথায় অবস্থিত?
Ans: আফ্রিকার আলজিরিয়ায়
71. প্যাংকিয়াং গর্ত ( অপসারণ গর্ত ) কোথায় দেখা যায়?
Ans: মঙ্গোলিয়াতে
72. পৃথিবীর বৃহত্তম নদী মধ্যবর্তী দ্বীপের নাম কী?
Ans: আমাজন নদীর ইলহা – দ্য – মারাজো দ্বীপ
73. ভারতের বৃহত্তম নদী মধ্যবর্তী দ্বীপের নাম কী?
Ans: ব্রহ্মপুত্রের মাজুলি দ্বীপ
74. প্যাটারনস্টার হ্রদ কোথায় সৃষ্টি হয়?
Ans: হিমসিঁড়িতে
75. জলচক্র সচল রাখতে কার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে?
Ans: নদী
76. ভূপৃষ্ঠের সব নদী সেকেন্ডে কত জল বহন করে?
Ans: প্রায় 1300 ঘন কিউবিক কিমি
77. পৃথিবীর মোট জলের কত শতাংশ নদনদীর মধ্যে অবস্থান করে?
Ans: 0.03%
78. মোট অধঃক্ষেপনের কত শতাংশ নদনদীর মাধ্যমে ভূপৃষ্ঠ প্রবাহ রূপে সমুদ্রে ফিরে আসে?
Ans: প্রায় 7%
79. প্রধান নদী, উপনদী, শাখানদী ও প্রশাখানদী মিলিতভাবে যে অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয় তাকে কী বলে?
Ans: নদী অববাহিকা
80. বিশ্বের বৃহত্তম জলবিভাজিকার নাম কী?
Ans: মধ্য এশিয়ার পার্বত্য অঞ্চল
81. উত্তর ও দক্ষিণ ভারতের নদীর জল বিভাজিকা কী?
Ans: বিন্ধ্য পর্বত
82. পূর্ব ও পশ্চিম বাহিনী নদীর জলবিভাজিকা কী?
Ans: পশ্চিমঘাট পর্বত
83. এফ পি এস পদ্ধতিতে নদীর জলপ্রবাহ পরিমাপের একক কী?
Ans: কিউসেক ( cubic feet per second )
84. সি জি এস পদ্ধতিতে নদীর জলপ্রবাহ পরিমাপের একক কী?
Ans: কিউমেক ( cubic metre per second )
85. গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গার কোন গতি?
Ans: উচ্চগতি
86. হরিদ্বার থেকে ধূলিয়ান পর্যন্ত গঙ্গার কোন গতি?
Ans: মধ্যগতি
87. ধূলিয়ান থেকে সাগরদ্বীপ পর্যন্ত গঙ্গার কোন গতি?
Ans: নিম্নগতি
88. কোন গতিতে নদীর নিম্নক্ষয় বেশি?
Ans: উচ্চগতি
89. কোন গতিতে পার্শ্বক্ষয় বেশি হয়?
Ans: মধ্যগতি
90. কোন গতিতে নদীর প্রধান কাজ ক্ষয় ও বহন?
Ans: মধ্যগতি
91. কোন গতিতে নদীর প্রধান কাজ ক্ষয়?
Ans: উচ্চগতি
92. কোন গতিতে নিম্নক্ষয় বেশি হয়?
Ans: নদীর উচ্চগতিতে
93. নদীর কোন গতিতে পার্শ্বক্ষয় বেশি হয়?
Ans: মধ্যগতি
94. নদীর কোন গতিতে জল সর্বাধিক হয়?
Ans: মধ্যগতি
95. জলস্রোতের সঙ্গে বাহিত নুড়ি, শিলাচূর্ণ নদীতলদেশ ও পার্শ্বদেশে আঘাত করে নতুন গর্ত সৃষ্টি করলে তাকে কী বলে?
Ans: অবঘর্ষ
96. ষষ্ঠঘাতের সূত্র কে আবিষ্কার করেন?
Ans: ডব্লু. হপকিনস ( 1842 খ্রি : )
97. পৃথিবীর গভীরতম গিরিখাতের নাম কী?
Ans: নেপালের কালীগণ্ডকী নদীর অন্ধ্যা গলচি গিরিখাত
98.পৃথিবীর উচ্চতম গিরিখাতের নাম কী?
Ans: চিনের ইয়াংসি – কিয়াং নদীর ইচাং গিরিখাত
99. কোন শব্দ থেকে canyon শব্দটির উৎপত্তি এবং এর অর্থ কী?
Ans: স্পেনীয় শব্দ ” Canon ” থেকে যার অর্থ নল
100. পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন এর নাম কী?
Ans: কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন
101. পৃথিবীর গভীরতম ক্যানিয়ন এর নাম কী?
Ans: চিনে ইয়ারলু সাংপো নদীর সাংপো ক্যানিয়ন (5500মিটার )
102.ভারতের কোন নদীতে গ্র্যান্ড ক্যানিয়ন দেখা যায়?
Ans: শিলাবতী নদীতে
103.ক্ষুদ্র ও স্বল্প দৈর্ঘ্যের জলপ্রপাতকে কী বলে?
Ans: র্যাপিড
104.কঙ্গো নদীর 32 টি র্যাপিডকে একত্রে কী বলে?
Ans: লিভিং স্টোন জলপ্রপাত
105.ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কী?
Ans: কর্ণাটকের ভারাহি নদীর কুঞ্চিকল জলপ্রপাত (455মিটার )
106.পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কী?
Ans: ভেনেজুয়েলার কারাও – কারোনি নদীর সাল্টো অ্যাঞ্জেল জলপ্রপাত (979মিটার )
107.পৃথিবীর বিস্তৃততম জলপ্রপাতের নাম কী?
Ans: ব্রাজিলের ইগুয়াজু জলপ্রপাত (2.7কিমি )
108.”ভারতের নায়াগ্রা ” বলা হয় কোন জলপ্রপাতকে?
Ans:ইন্দ্রাবতী নদীর চিত্রকূট জলপ্রপাতকে
109.ব্লো আউট – এর সৃষ্টি কার দ্বারা হয়?
Ans: বায়ু
110.মরু অঞ্চলের পাদদেশীয় পলল সমভূমিকে কী বলে?
Ans: বাজাদা
111.হিমবাহের জলধারার সঞ্চয়কার্যে পর্বতের পাদদেশে সৃষ্ট ত্রিকোণাকার ভূমিকে কী বলে?
Ans: কেম
112.পেডিপ্লেনের ওপর অবস্থিত অনুচ্চ টিলাগুলিকে কী বলে?
Ans: ইনসেলবার্গ
113.ধুঁয়াধার জলপ্রপাত কোন নদীতে দেখা যায়?
Ans: নর্মদা
সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নঃ প্রশ্ন মান- ২ ও ৩
1.কীভাবে জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ ঘটে?
Ans:নদীর পার্বত্য বা উচ্চপ্রবাহে ক্ষয়কাজের ফলে জলপ্রপাত সৃষ্টি হয়।এই জলপ্রপাত ক্রমশ নদীর উৎসের দিকে বা পেছনের দিকে সরে যায়।এর কারণগুলি হল ————-
1.কঠিন ও কোমল শিলার অনুভূমিক অবস্থান :
নদীর গতিপথে কঠিন শিলাটি যদি কোমল শিলার সঙ্গে সমান্তরালে থাকে তাহলে প্রথম অবস্থায় কঠিন শিলাটি কোমল শিলার ওপর ঝুলতে থাকে এবং অবশেষে তা ভেঙে পড়ে।এর ফলে জলপ্রপাত জলপ্রপাতটি কিছুটা পেছনের দিকে সরে যায়।আমেরিকা যুক্তরাষ্ট্রের নায়াগ্রা জলপ্রপাত এভাবেই পেছনের দিকে সরে যাচ্ছে।
2.প্লাঞ্জপুলের গভীরতা বৃদ্ধি :
জলপ্রপাতের জল যেখানে পড়ে সেই প্লাঞ্জপুল বা প্রপাতকূপ অংশে নরম শিলাস্তরে বিশাল গর্তের উৎপত্তি ঘটে। ফলে উপরের কঠিন শিলাস্তরটি ঝুলতে থাকে এবং একসময় তা ভেঙে পড়ে। এইভাবে জলপ্রপাতটি নদীর উৎসের দিকে সরে যায়।
3.নদীর উৎসমুখী ক্ষয় :
ভূমির ঢাল পৰ্যায়িত করার জন্য নদী উৎসের দিকে ক্ষয় করে।নদী যতই উৎসের দিকে ক্ষয় করে ততই জলপ্রপাত পেছনের দিকে সরে যায়।
4.চিত্র : পাঠ্য পুস্তকের ছবি দেখ।
2.মরু ও মরুপ্রায় অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্যের কারণগুলি উল্লেখ করো।
Ans: প্রধানত বায়ুর কাজের প্রাবল্য লক্ষ করা যায় মরু ও মরুপ্রায় অঞ্চলে। এর কারণগুলি হল ——-
1.বায়ুর গতিপথে বাধার অভাব :
মরু অঞ্চলে গাছপালা,পাহাড়-পর্বত, বাড়িঘর না থাকায় বায়ু বিনা বাধায় প্রবলবেগে প্রবাহিত হয়।
2.যান্ত্রিক আবহবিকারের প্রাধান্য :
উষ্ণ মরু অঞ্চলে দিন ও রাতের উষ্ণতার পার্থক্য খুব বেশি হওয়ার জন্য শিলাস্তরে পীড়নের সৃষ্টি হয়। ফলে যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়ায় শিলা ভেঙে টুকরো টুকরো হয়ে অবশেষে বালিকনায় পরিণত হয়। এই বালি বায়ুর কাজের প্রধান উপাদান।
3.আলগা ও শিথিল ভূমি :
বৃষ্টিপাত, আর্দ্রতা ও বৃক্ষহীনতার জন্য মরু অঞ্চলের ভূমি দৃঢ় সংঘবদ্ধ থাকে না।ফলে শিথিল শুষ্ক রুক্ষ মাটি ও বালির ওপর বায়ু সহজে ক্ষয় করে।
4.অন্যান্য কারণ :
উপরিউক্ত প্রধান কারণগুলির সঙ্গে প্রবল গতিসম্পন্ন বায়ুপ্রবাহ, বালির সঙ্গে শিলার ঘর্ষণ, বায়ুপ্রবাহের দ্বারা বাহিত হওয়ার মতো ধূলিকণার উপস্থিতি প্রভৃতি কারণে মরু ও মরুপ্রায় অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায়।
3.নদীর ক্ষয় প্রক্রিয়াগুলি আলোচনা করো।
Ans: জলপ্রবাহের ক্ষমতার দ্বারা নদী তার গতিপথ চূর্ণবিচূর্ণ করে চলার পথ করে নেয়।একেই নদীর ক্ষয়কার্য বলে।এই ক্ষয়কার্যের পাঁচটি প্রক্রিয়া, সেগুলি হল ————-
1.জলপ্রবাহ ক্ষয় :
জলস্রোতের প্রবল আঘাতে নদীখাত ও নদীপাড়ের অপেক্ষাকৃত কোমল শিলা খুলে বেরিয়ে আসে।
2.অবঘর্ষ ক্ষয় :
জলস্রোতের সঙ্গে বাহিত নুড়ি, শিলাচূর্ণ নদীর তলদেশ ও পার্শ্বদেশে আঘাত করে নানান গর্ত সৃষ্টি করে, একে অবঘর্ষ বলে।
3.ঘর্ষণ ক্ষয় :
নদীবাহিত প্রস্তরখণ্ডগুলি পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে ভেঙে বালি, পলি, কাদায় পরিণত হয়, তাকে ঘর্ষণ ক্ষয় বলে।
4.বুদবুদ ক্ষয় :
নদীর জলস্রোতের মধ্যে সৃষ্ট বুদবুদের ভেতর প্রবল বায়ুচাপ নদীগর্ভে শিলাস্তরকে চূর্ণবিচূর্ণ করে।
5.দ্রবণ ক্ষয় :
জলের সঙ্গে দ্রবীভূত অম্লের প্রভাবে লবণ ও ক্যালশিয়াম বাইকার্বোনেট যুক্ত শিলাস্তর রাসায়নিকভাবে বিয়োজিত হয়। এটি হল দ্রবণ ক্ষয়।
২. বহিরজাত প্রক্রিয়া কাকে বলে ?
৩. ডোলড্রাম কি ? বদ্বীপ কি ?
৪. জলচক্র কাকে বলে ?
৫. শৃঙ্খলিত শৈলশিরা কাকে বলে ?
৬.অস্ব খুরাক্রিতি হ্রদ কাকে বলে ? ধান্দ কি ? গ্রাবরেখার শ্রেণিবিভাগ করো ? ঝুলন্ত উপত্যাকা কাকে বলে ?
৭. হিম প্রাচীর কি ? মরুদ্যান কি ?
৮. নদি ও হিমবাহের খয়কার্জ ও সঞ্চয় কার্জ কিভাবে একে অপরের সঙ্গে যুক্ত ?
৯. পার্থক্য লেখঃ
(ক). গিরিখ্যাত ও ক্যানিয়ন (খ). আবরোহন ও আরোহন প্রক্রিয়া (গ). জিউগেন ও ইয়ারদাং (ঘ). I ও V আকৃতির নদি উপ্ত্যাকা (ঙ) খরস্রোত ও জলপ্রপাত (চ) মন্থ কুপ ও প্রপাত কুপ (ছ) পলল শঙ্কু ও পলল ব্যাজনি (জ) রসে মতানে ও ড্রামলিন
১০. মরু অঞ্চলে বালিয়ারি দেখা যায় কেন ?
১১. নদির মহনায় বদ্বীপ সৃষ্টির জন্যে অনুকুল ভউ গলিক অবস্থার ব্যাখা করো।
রচনাধর্মী উত্তরঃ প্রশ্ন মান – ৫
২. নদির উচ্চগতিতে সৃষ্ট বিভিন্ন ভুমিরুপ গুলি চিত্র সহ আলোচনা করো ?
৩. হিমবাহের ক্ষয়কার্জের ফলে সৃষ্ট যেকোনো ৩ টি ভুমিরুপ চিত্র সহ বর্ণনা করো ?
৪. হিমাবাহের সঞ্চয় কার্জের ফলে গঠিত ভুমিরুপ গুলি আলোচনা করো ?
৫. বায়ুর খয়কার্জের ও সঞ্চয় কার্জের ফলে গঠিত ভুমিরুপ গুলির চিত্র সহ বর্ণনা দাও ?
৬. মরু অঞ্চলের প্রসারনের সম্ভাব্য কারনগুলি কি কি ? এর প্রতিরধের কি কোন উপায় আছে ?
৭. নদির বহন কার্জ চিত্রসহ বর্ননা করো ?