Skip to main content

জনন

**প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো।

1.নিম্নলিখিত কোন প্রাণীতে অপুংজনি দেখা যায়? 

a.জোঁক b.বিড়াল c.পায়রা d.মৌমাছি 

Ans: মৌমাছি

2.যৌন জননের একক হল ——

a.গ্যামেট b.বুলবিল c.কনিডিয়া d.রেণু 

Ans: গ্যামেট

3.মূলজ মুকুল দ্বারা বংশবিস্তার করে ——

a.ডালিয়া b.কুমড়ো c.পটল d.পাথরকুচি 

Ans: পটল

4.নীচের কোন উদ্ভিদটিতে সুস্পষ্ট জনুক্রম লক্ষ করা যায়? 

a.আম b.লিচু c.পোগোনেটাম d.লেবু 

Ans: পোগোনেটাম

5.গমনে অক্ষম রেণুকে বলা হয় ——

a.জাইগোস্পোর b.জুস্পোর c.অ্যাপ্লানোস্পোর d.মাইক্রোস্পোর 

Ans: অ্যাপ্লানোস্পোর

6.নিষিক্ত ডিম্বাণুকে বলা হয় ——–

a.স্পোর b.গ্যামেট c.জাইগোস্পোর d.জাইগোট 

Ans: b. গ্যামেট

7.নীচের কোন প্রাণীটি বহুবিভাজন পদ্ধতিতে বংশবিস্তার করে? 

a.ইউগ্লিনা b.প্লাজমোডিয়াম c.অ্যামিবা d.হাইড্রা

Ans: প্লাজমোডিয়াম

8.অযৌন জনন সম্পন্নকারী একটি প্রাণী হল —-

a.পাখি b.ব্যাঙ c.কেঁচো d.অ্যামিবা 

Ans: অ্যামিবা

9.টরুলা দশা দেখা যায় ———–

a.ঈস্ট b.প্ল্যানেরিয়া c.প্লাসমোডিয়াম d.হাইড্রা 

Ans: ঈস্ট

10.নীচের কোন প্রকার জননটি অভিব্যক্তির সহায়ক ———

a.অঙ্গজ জনন b.অপুংজনি c.যৌন জনন d.অযৌন জনন 

Ans: যৌন জনন

11.পত্রজ মুকুলের সাহায্যে বংশবিস্তার করে —–

a.রাঙা আলু b.ফুলকপি c.পাথরকুচি d.গোলাপ 

Ans: পাথরকুচি

12.জোড়কলম তৈরির সময় যে উদ্ভিদের ওপর অপর উদ্ভিদের অংশ লাগানো হয়,তাকে বলে—

a.স্টক b.সিয়ন c.শাখাকলম d.নিম্নকাণ্ড 

Ans: স্টক

13.পুনরুৎপাদনের মাধ্যমে জনন সম্পন্ন করে —-

a.হাইড্রা b.প্ল্যানেরিয়া c.প্যারামেসিয়াম d.প্লাজমোডিয়াম 

Ans: প্ল্যানেরিয়া

14.যৌন ও অযৌন জনন উভয়ই ঘটে ———–

a.ফিতাকৃমি b.আরশোলা c.কেঁচো d.হাইড্রা 

Ans: হাইড্রাতে

15.স্টক ও সিয়নের মাধ্যমে কলম সৃষ্টি করা হয় —

a.শাখাকলম b.জোড়কলম c.দাবাকলম d.গুটিকলমে 

Ans: জোড়কলমে

16.খন্ডীভবন দেখা যায় ————-

a.হাইড্রা b.স্পাইরোগাইরা c.প্লাজমোডিয়াম d.ঈস্ট – এ 

Ans: স্পাইরোগাইরাতে

17.বুলবিলের সাহায্যে অঙ্গজ জনন সম্পন্ন করে —

a.শাঁক আলু b.আলু c.রাঙা আলু d.খাম আলু 

Ans: খাম আলু

18.এককোশী ঈস্ট কোশে দেখা যায় ———–

a.বুলবিল b.বাডিং c.খণ্ডীভবন d.মূলজ মুকুল 

Ans: বাডিং

19.গুপ্তবীজী উদ্ভিদের সস্য হল —————-

a.ট্রিপ্লয়েড b.ডিপ্লয়েড c.টেট্রাপ্লয়েড d.হ্যাপ্লয়েড 

Ans: ট্রিপ্লয়েড

20.উগ্যামি দেখা যায় ————–

a.ছত্রাকে b.সপুষ্পক উদ্ভিদে c.মস ও ফার্নে d.ব্যাকটিরিয়ায় 

Ans: মস ও ফার্নে

21.জীবনচক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে বলে ———–

a.পর্যায়ক্রম b.অনুক্রম c.জনুক্রম d.সহকৃতি 

Ans: জনুক্রম

22.মাইক্রোপ্রোপাগেশন হল একপ্রকারের———

a.কৃত্রিম অঙ্গজ জনন b.প্রাকৃতিক অঙ্গজ জনন c.অঙ্গজ জনন d.কোনোটিই নয় 

Ans: কৃত্রিম অঙ্গজ জনন

23.পেঁয়াজের যে অংশটি অঙ্গজ জননে অংশ নেয়, তার নাম ————

a.গুঁড়িকন্দ b.কন্দ c.স্ফীতকন্দ d.গ্রন্থিকন্দ 

Ans: কন্দ

24.আইসোগ্যামি যৌন জনন দেখা যায় ——–

a.মসে b.ভলভক্সে c.মটর গাছে d.ইউলোথ্রিক্স- এ

Ans: ইউলোথ্রিক্স- এ

25.সমপ্রকৃতির দুটি জনন কোশের মিলন পদ্ধতিকে বলে —————

a.আইসোগ্যামি b.অ্যানাইসোগ্যামি c.সিনগ্যামি d.উগ্যামি 

Ans: আইসোগ্যামি

**নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত।সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। 

1.বিভাজন, খণ্ডীভবন, কোরকোদগম, অযৌন জনন।

Ans: অযৌন জনন

2.মৃদগত কাণ্ড, গুঁড়িকন্দ, গ্রন্থিকন্দ, স্ফীতকন্দ।

Ans: মৃদগত কাণ্ড

3.গুটিকলম, শাখাকলম, দাবাকলম, কৃত্রিম অঙ্গজ জনন।

Ans: কৃত্রিম অঙ্গজ জনন

4.জনন, যৌন জনন, অযৌন জনন, অপুংজনি।

Ans: জনন

5.চলরেণু, হিপনোরেণু, রেণু, অ্যাপ্লানোরেণু।

Ans: রেণু

6.মূলের দ্বারা জনন, কাণ্ডের দ্বারা জনন, পাতার দ্বারা জনন, প্রাকৃতিক অঙ্গজ জনন।

Ans: প্রাকৃতিক অঙ্গজ জনন

7.নিষেক, সিনগ্যামি, হলোগ্যামি, এক্সোগ্যামি।

Ans: সিনগ্যামি

8.ফার্নের রেণু উৎপাদন, মসের রেণু উৎপাদন, ছত্রাকের রেণু উৎপাদন, অযৌন জনন।

Ans: অযৌন জনন

9.জননের গুরুত্ব, বংশবৃদ্ধি, প্রকরণ সৃষ্টি, বাস্তুতান্ত্রিক ভারসাম্যতা।

Ans: জননের গুরুত্ব

10.মিয়োসিস, রেণুধর জনু, লিঙ্গধর জনু, জনুক্রম।

Ans: জনুক্রম

11.অ্যানাইসোগ্যামি, উগ্যামি, সিনগ্যামি, আইসোগ্যামি।

Ans: সিনগ্যামি

12.মাইক্রোপ্রোপাগেশন,প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার, অঙ্গজ বংশবিস্তার, কৃত্রিম অঙ্গজ বংশবিস্তার।

Ans: অঙ্গজ বংশবিস্তার