Skip to main content

পাঠ্যাংশের ব্যাকরণ

বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর [MCQ]

কারক ও অ-কারক

1. সমাপিকা ক্রিয়ার সঙ্গে অর্থসম্পর্কহীন পদটি হল—
[A] অকারক     [B] কারক     [C] সর্বনাম     [D] বিশেষ্য

উত্তরঃ [A] অকারক

2. কর + ই = করিত, এখানে ‘ইত’ হল—
[A] শব্দ বিভক্তি     [B] প্রত্যয়     [C] ধাতুবিভক্তি     [D] অনুসর্গ

উত্তরঃ [B] প্রত্যয়

3. ‘বিভক্তি’ শব্দটির অর্থ হল—
[A] বিভাজন     [B] বিশিষ্টতা     [C] বিশেষ ভক্তি     [D] বিরাগ

উত্তরঃ [A] বিভাজন

4. অনুসর্গ অন্য যে নামে পরিচিত
[A] তির্যক বিভক্তি     [B] কর্মপ্রবচনীয়     [C] অনুপ্রাস     [D] উৎপ্রেক্ষা

উত্তরঃ [B] কর্মপ্রবচনীয়

5. নির্দেশক নির্দেশ করে—
[A] পুরুষ     [B] লিঙ্গ     [C] বচন     [D] কারক-সম্বন্ধ

উত্তরঃ [C] বচন

6. নির্দেশকগুলি হল—
[A] কখনাে বিভক্তি, কখনাে অনুসর্গ     [B] বিভক্তি     [C] অনুসর্গ     [D] বিভক্তি বা অনুসর্গ কোনােটিই নয়

উত্তরঃ [D] বিভক্তি বা অনুসর্গ কোনােটিই নয়

সমাস

1. ‘সিংহাসন’-কোন্ কর্মধারয় সমাসের উদাহরণ?
[A] মধ্যপদলােপী     [B] উপমান     [C] রূপক

উত্তরঃ[A] মধ্যপদলােপী

2. ‘দশানন’ পদটি কোন্ সমাসের উদাহরণ?
[A] দ্বন্দ্ব     [B] তৎপুরুষ     [C] বহুব্রীহি

উত্তরঃ [C] বহুব্রীহি

3. সমাসবদ্ধ পদ সর্বদা সন্ধিযুক্ত হয়” বাক্যটি—
[A] চিরসত্য     [B] আংশিক সত্য     [C] মিথ্যে

উত্তরঃ [B] আংশিক সত্য

4. যে যে পদ মিলিত হয়ে সমাস গঠন করে, তাদের বলে—
[A] উত্তরপদ     [B] পূর্বপদ     [C] সমস্যমান পদ

উত্তরঃ [C] সমস্যমান পদ


বাক্য


1. পদবন্ধকে ইংরেজিতে বলে—
[A] Clause     [B] Adverb     [C] Presentence     [D] Phrase

উত্তরঃ [D] Phrase

2. বাক্য শব্দের আভিধানিক অর্থ-
[A] যা বলা যায়     [B] যা লেখা যায়     [C] অর্থপূর্ণ পদগুচ্ছ     [D] পদগুচ্ছ

উত্তরঃ [A] যা বলা যায়

3. অস্ত্যর্থক বাক্যের ঠিক বিপরীত হল—
[A] সদর্থক বাক্য     [B] নঞর্থক বাক্য     [C] অনুজ্ঞাসূচক বাক্য     [D] নির্দেশক বাক্য

উত্তরঃ [B] নঞর্থক বাক্য

4. বাক্যের চালিকাশক্তি
[A] উদ্দেশ্য     [B] বিধেয়     [C] কর্তা ও ক্রিয়া     [D] কর্তা

উত্তরঃ [C] কর্তা ও ক্রিয়া

বাচ্য

1. আধুনিক মতে ভাববাচ্য মােট
[A] দু প্রকার     [B] পাঁচ প্রকার     [C] তিন প্রকার     [D] চার প্রকার

উত্তরঃ [C] তিন প্রকার

2. কর্মবাচ্যের কর্তাকে বলে—
[A] কর্মকর্তা     [B] উক্তকর্তা     [C] ব্যতিহার কর্তা     [D] অনুক্ত কর্তা

উত্তরঃ [D] অনুক্ত কর্তা

3. ‘মহাশয়ের থাকা হয় কোথায় ? – এটি উদাহরণ। (শূন্যস্থান পূরণ করাে)
[A] ভাববাচ্যের     [B] কর্মবাচ্যের     [C] কর্মকর্তৃবাচ্যের     [D] কর্তৃবাচ্যের।

উত্তরঃ [A] ভাববাচ্যের

4. যে বাক্যে কর্তা প্রধান এবং ক্রিয়া কর্তার অনুগামী তাকে বলে—
[A] কর্তৃবাচ্য     [B] কর্মবাচ্য     [C] কর্মকর্তৃবাচ্য     [D] ভাববাচ্য

উত্তরঃ [A] কর্তৃবাচ্য

5. বাংলা ভাষায় বাচ্য মােট
[A] তিন প্রকার     [B] চার প্রকার     [C] পাঁচ প্রকার     [D] সাত প্রকার

উত্তরঃ [B] চার প্রকার

পাঠ্যাংশের ব্যাকরণ একথায় উত্তর


কারক ও অ-কারক

1. সমধাতুজ কর্তা কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর : ক্রিয়াটি যে ধাতুনিষ্পন্ন, কর্তাও যদি সেই একই ধাতু থেকে উৎপন্ন হয়, তখন তাকে সমধাতুজ কর্তা বলে। যেমন—কুকাজের ফল ফলেছে। গায়ক গায়, বাদক বাজায়।

2. ধাতু বিভক্তি কাকে বলে উদাহরণ দাও।

উত্তর : ধাতুর সঙ্গে যুক্ত হয়ে যে সব বিভক্তি ক্রিয়াপদ গঠন করে তাদের ধাতু বিভক্তি বলে। যেমন—বল্ + ই = বলি, ক + ত = করত।

3. তির্যক বিভক্তি কাকে বলে?

উত্তর : যে বিভক্তি চিহ্ন একাধিক কারকে ব্যবহৃত হয়, তাকে তির্যক বিভক্তি বলে। এ, তে, এতে, এগুলি হল তির্যক বিভক্তির উদাহরণ।

4. অ-কারক সম্পর্ক বলতে কী বােঝাে?

উত্তর : ক্রিয়াপদের সঙ্গে বাক্যের যে পদের কোনাে সম্পর্ক থাকে না সেই পদ কখনােই কারক সম্পর্কে যুক্ত হয় না। এই ধরনের সম্পর্ককে বলে অ-কারক সম্পর্ক।
যেমন—সম্বন্ধপদ, সম্বােধন পদ।

5. একটি বাক্য লেখাে যেখানে কারকের বিভক্তি হিসেবে শুধু শূন্যবিভক্তি ব্যবহৃত হয়েছে।

উত্তর : আমি বাড়ি যাইনি—এই বাক্যটিতে ‘আমি’ একটি কর্তৃকারকবাচক পদ এবং ‘বাড়ি’ হল অধিকরণকারকবাচক পদ। পদ দুটিতেই শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে।

6. শব্দ বিভক্তি কাকে বলে উদাহরণ দাও।

উত্তর : যে সব বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে নামপদ গঠন করে, তাদের শব্দবিভক্তি বলে। যেমন—এ, এতে, তে, য়ে, কে, রে, এরে, এর ইত্যাদি। জামা + য় = আমায়, বই + ত = বইতে।

সমাস

1. ‘লাভ-লােকসান’ এবং ব্যাবসাবাণিজ্য’ দুটিই দ্বন্দ্ব সমাসের উদাহরণ হলেও তাদের মধ্যে পার্থক্য কী?

উত্তর : ‘লাভ-লােকসান এবং ব্যবসাবাণিজ্য’—এই দুটিই দ্বন্দ্ব সমাস। কিন্তু ‘লাভ- লােকসান’-এর ক্ষেত্রে সমস্যমান পদ দুটি পরস্পর বিপরীতার্থক অথচ ‘ব্যবসাবাণিজ্য’-এর ক্ষেত্রে সমস্যমান পদ দুটি পরস্পর সমার্থক।

2. সমাস কী? সমাস শব্দের অর্থ কী? সমাসের সংজ্ঞা দাও।

উত্তর : সমাস বাংলা ভাষায় এক পদগঠন প্রক্রিয়া। সমাস-এর (সম্+অ+অ) অর্থ = সংক্ষেপ। একে মিলন বা সম্মিলনও বলা চলে। পরস্পর অর্থ সম্পর্কযুক্ত দুইবা তার চেয়ে বেশি পদের একপদে রূপান্তরিত হওয়াই সমাস। যেমন—যিনি দেব তিনিই ঋষি = দেবর্ষি। এখানে পরস্পর অর্থ সম্পর্কযুক্ত পদ হল ‘দেব’ ও ‘ঋষি।

বাক্য

1. অনুজ্ঞাসূচক বাক্যের মাধ্যমে কী বােঝানে হয়?

: উত্তর : অনুজ্ঞাসূচক বাক্যের মাধ্যমে আদেশ, উপদেশ, অনুরােধের ভাব ব্যক্ত করা হয়।

2. বাক্যের প্রধান অংশ কটি ও কী কী?

উত্তর : বাক্যের প্রধান অংশ দুটি। (১) উদ্দেশ্য ও (২) বিধেয়।

3. বাক্য’ শব্দের আভিধানিক অর্থ কী?

উত্তর : আভিধানিক অর্থে বাক্য (বচ্ + অ) বলতে বােঝায়, যা বলা যায়। যার সাহায্যে কোনাে কিছুর অন্বয়, সম্বন্ধ, জ্ঞান ও অভিপ্রায় ব্যক্ত হয়।

4. সরল বাক্যে কয়টি বাক্যাংশ থাকে?

উত্তর : সরল বাক্যে সাধারণত একটিই বাক্যাংশ থাকে, যার একটি মূল উদ্দেশ্য এবং একটি মূল বিধেয় থাকে।

5. নির্দেশক বাক্য কাকে বলে ?

উত্তর : যে বাক্যে সাধারণভাবে কোনাে বিষয়ে কিছু বলা হয়, তাকে নির্দেশক বাক্য বা বিবৃতিমূলক বাক্য বলে।

বাচ্য

1. বাচ্য’ শব্দের আভিধানিক অর্থ কী?

উত্তর : ‘বাচ্য (বচ+স) শব্দের আভিধানিক অর্থ কথনীয়, প্রতিপালন, কর্তা বা কর্ম প্রভৃতির সঙ্গে অন্নয়। প্রচলিত অর্থে বলা চলে ‘বাচ্য' শব্দের অর্থ ক্রিয়ার প্রকাশভঙ্গি।

2. লুপ্ত কর্তা ভাববাচ্যের সংজ্ঞা উদাহরণসহ বুঝিয়ে দাও।

উত্তর : যে ভাববাচ্যে কর্তা লুপ্ত থেকে একটা সম্ভবপরতার অর্থকে প্রকাশ করে, তাকে লুপ্ত কা ভাববাচ্য বলে। যেমন—এত গরম চা খাওয়া যায় না।

3. কীসের ভিত্তিতে বাচ্য নিধারণ করা হয় ?

উত্তর : কর্তা বা ক্রিয়ার সঙ্গে কর্ম বা ক্রিয়ার নিজস্ব ভাবের সম্পর্কের ভিত্তিতে বাচ্য নির্ধারণ করা হয়।

4. কর্তাহীন ভাববাচ্যের একটি উদাহরণ দাও।

উত্তর : কর্তাহীন ভাববাচ্যের একটি উদাহরণ হল—কোথায় যে যাওয়া হবে জানা নেই।

আমাদের সাথে থাকুন আমরা আরও আপডেট নিয়ে খুব তারাতারি আসব।