Skip to main content

কোশ বিভাজন

**একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও**

1.SAT কথাটির পুরো নাম লেখো।

Ans: সাইন অ্যাসিডো থাইমোনিউক্লিনিকো

2.কোশচক্রের কোন দশায় RNA সংশ্লেষ ঘটে?

Ans: G1 ও G2 দশায়

3.কোন পদ্ধতিতে উদ্ভিদকোশে সাইটোকাইনেসিস ঘটে?

Ans: কোশপাত গঠন

4.কোন বিজ্ঞানী “ক্রোমোজোম” নামকরণ করেন?

Ans: বিজ্ঞানী ওয়ালডেয়ার

5.অ্যামিবা কোন প্রকার কোশ বিভাজন পদ্ধতিতে বংশবিস্তার ঘটায়?

Ans: অ্যামাইটোসিস কোশ বিভাজন পদ্ধতিতে

6.নিউক্লিওপ্রোটিন কোন কোন উপাদান নিয়ে গঠিত?

Ans: নিউক্লিক অ্যাসিড(DNA অথবা RNA) এবং প্রোটিন

7.কোন ক্ষারমূলক দ্বারা DNA – কে RNA থেকে আলাদা করা যায়?

Ans: থাইমিন(T)

8.কোন প্রকার কোশ বিভাজনে ‘বেম বা স্পিন্ডল’ গঠিত হয় না?

Ans: অ্যামাইটোসিস কোশ বিভাজনে

9.মানুষের শুক্রাণুতে অবস্থিত অটোজোমের সংখ্যা কত?

Ans: 22 জোড়া বা 44 টি

10. 40 টি পরাগরেণু সৃষ্টির জন্য কতবার মিয়োসিস বিভাজন প্রয়োজন?

Ans: 10 বার

11.সমসংস্থ ক্রোমোজোমের খণ্ড বিনিময়ের ঘটনাকে কী বলে?

Ans: ক্রসিং ওভার

12.কোন জাতীয় কোশ বিভাজনে দেহকোশের সংখ্যার বৃদ্ধি ঘটে?

Ans: মাইটোসিস কোশ বিভাজনে

13.মাইটোসিস কোশ বিভাজনের কোন দশায় সিস্টার ক্রোমাটিডদ্বয় পৃথকীকৃত হয়?

Ans: অ্যানাফেজ দশায়

14.মিয়োসিস কোশ বিভাজনের একটি তাৎপর্য উল্লেখ করো।

Ans: প্রজাতির ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক রাখা

15.RBC বিভাজিত হয় না কেন?

Ans: এই কোশ সৃষ্টি হবার পর G0(এখানে 0 টি নীচে আছে ) দশায় অবস্থান করে বলে।

16.মাইটোসিসের কোন দশায় স্টেমবডি ও ইন্টারজোনাল তন্তু গঠিত হয়?

Ans: মাইটোসিসের অ্যানাফেজ দশায়

17.কোশচক্রের কোন দশায় DNA অণু সংশ্লেষ হয়?

Ans: ইন্টারফেজের S দশায়

18.জিন কোথায় অবস্থান করে?

Ans: ক্রোমোজোম তথা DNA তে

19.DNA – তে কী ধরনের শর্করা থাকে?

Ans: ডি – অক্সিরাইবোজ জাতীয় পেন্টোজ শর্করা

20.সেন্ট্রোমিয়ার কোথায় দেখা যায়?

Ans: ক্রোমোজোমের মুখ্য খাঁজ অঞ্চলে দুটি ক্রোমাটিডের সংযোগস্থলে সেন্ট্রোমিয়ার অবস্থিত

21.প্রাণীকোশের বিভাজনে বেম বা মাকুর মেরু সৃষ্টিতে কোন কোশ অঙ্গাণু অংশগ্রহণ করে?

Ans: সেন্ট্রোজোম

22.নিউক্লিয়াস বিভাজন পদ্ধতিকে কী বলে?

Ans: ক্যারিওকাইনেসিস

23.সাইটোপ্লাজমের বিভাজন পদ্ধতিকে কী বলে?

Ans: সাইটোকাইনেসিস

24.কোশ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলি স্পষ্ট দেখা যায়?

Ans: মেটাফেজ দশায়

25.কোন প্রকার কোশ বিভাজনকে প্রত্যক্ষ কোশ বিভাজন বলে?

Ans: অ্যামাইটোসিস কোশ বিভাজন

26.DNA – এর কোন নাইট্রোজেন বেস RNA – তে থাকে না?

Ans: থাইমিন (T)

27.একজন স্বাভাবিক মহিলার সেক্স ক্রোমোজোমকে কীভাবে প্রকাশ করা হয়ে থাকে?

Ans: XX দ্বারা

28.যে ক্রোমোজোমের দুটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে কী বলে?

Ans: মেটাসেন্ট্রিক ক্রোমোজোম

29.স্যাটেলাইটযুক্ত ক্রোমোজোমকে কী বলে?

Ans: SAT ক্রোমোজোম

30.মিয়োসিস কোশ বিভাজন কোথায় ঘটে?

Ans: উদ্ভিদ দেহে রেণু মাতৃকোশে ও প্রাণী দেহে জনন মাতৃকোশে

31.মানুষের সেক্স ক্রোমোজোমের সংখ্যা কত?

Ans: 2 টি

32.DNA – র দ্বিতন্ত্রী মডেলের আবিষ্কারক কারা?

Ans: বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক

33.দুটি পরিণত প্রাণীকোশের নাম লেখো যাদের বিভাজন হয় না।

Ans: স্নায়ুকোশ এবং হৃৎপেশি কোশ

34.ইউক্যারিওটিক ক্রোমোজোমে উপস্থিত ক্ষারীয় প্রোটিনের নাম লেখো।

Ans: হিস্টোন

35.কোশের মস্তিষ্ক বলতে কাকে বোঝায়?

Ans: নিউক্লিয়াসকে

36.অটোজোমের অপর নাম কী?

Ans: সোমাটিক ক্রোমোজোম

37.সেক্স ক্রোমোজোমের অপর নাম কী?

Ans: অ্যালোজোম বা হেটারোক্রোমোজোম

38.লোকাস কাকে বলে?

Ans: একটি ক্রোমোজোমে কোনো জিনের নির্দিষ্ট অবস্থানকে লোকাস বলে

39.বেমতন্তুর বিলুপ্তি ঘটে মাইটোসিস কোশ বিভাজনের কোন দশায়?

Ans: টেলোফেজ

40.কোন প্রকার কোশ বিভাজনে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের সরাসরি বিভাজন ঘটে?

Ans: অ্যামাইটোসিস

41.কোন বিজ্ঞানী ‘X’ ক্রোমোজোম প্রথম পর্যবেক্ষণ করেন?

Ans: বিজ্ঞানী নেটি মারিয়া স্টিভেন্স

42.একটি পিউরিন ক্ষারের নাম লেখো।

Ans: অ্যাডেনিন(A), গুয়ানিন(G)

43.পরোক্ষ কোশ বিভাজনের উদাহরণ দাও।

Ans: মাইটোসিস এবং মিয়োসিস

44.কোন প্রকার কোশ বিভাজনে প্রকরণ সৃষ্টি হয়?

Ans:মিয়োসিস

45.কোশের জেনেটিক পদার্থ কাকে বলে?

Ans: DNA – কে বলা হয়

46.মানুষের পুংগ্যামেটে কটি অটোজোম থাকে?

Ans: 22 টি

47.কোন কোশীয় অঙ্গাণু প্রাণীকোশের বেমতন্তু গঠনে সাহায্য করে?

Ans: সেন্ট্রোজোম

48.পুরুষ ও মহিলার সেক্স ক্রোমোজোম দুটি কী কী?

Ans: পুরুষের X এবং Y, মহিলাদের X এবং X

49.RNA – তে উপস্থিত শর্করাটির নাম লেখো।

Ans::রাইবোজ

50.নিউরোন বা স্নায়ুকোশ বিভাজিত হতে পারে না কেন?

Ans: নিউরোনের মধ্যে অবস্থানকারী সেন্ট্রোজোমটি নিষ্ক্রিয় থাকায় নিউরোন বিভাজিত হতে পারে না।

**নীচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো।

1.DNA – এর সাংগঠনিক একক হল ————–।

Ans: নিউক্লিওটাইড

2.জনন মাতৃকোশে ————– বিভাজন ঘটে।

Ans: মিয়োসিস

3.হিস্টোন একপ্রকার —————– প্রোটিন।

Ans: ক্ষারীয়

4.মানুষের দেহকোশে 22 জোড়া ————— থাকে। Ans: অটোজোম

5.প্রাণীকোশে —————- থেকে বেম সৃষ্টি হয়।

Ans: সেন্ট্রোজোম

6.গ্যামেটে ————— সংখ্যক ক্রোমোজোম থাকে। Ans: n

7.DNA থেকে RNA – র সংশ্লেষকে বলে ————-। Ans: রেপ্লিকেশন

8. —————– ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার ঘটে।

Ans: নন – সিস্টার

9.প্রোফেজ l-এর ————– দশায় ক্রসিং ওভার ঘটে।

Ans: প্যাকাইটিন

10.ক্রোমোজোমে জিনের নির্দিষ্ট অবস্থানকে বলে —————।

Ans: লোকাস

11.DNA -তে উপস্থিত পিউরিন বেস দুটি হল —————– ও —————-।

Ans: অ্যাডেনিন ও গুয়ানিন

12. ————– বেমতন্তু গঠনে সাহায্য করে।

Ans: অ্যাস্ট্রাল রশ্মি

13.উদ্ভিদে পরাগরেণু মাতৃকোশ ———— পদ্ধতিতে বিভাজিত হয়।

Ans: মিয়োসিস

14.DNA – তে উপস্থিত পেন্টোজ শর্করা ————– প্রকৃতির।

Ans: ডি – অক্সিরাইবোজ

15.অ্যাডেনিন একটি ————— জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারক।

Ans: পিউরিন

16.মানুষের প্রতি দেহকোশে —————- টি অটোজোম থাকে।

Ans: 44

17.মাইটোসিস কোশ বিভাজনের ———— দশায় নিউক্লিওলাসের অবলুপ্তি ঘটে।

Ans: প্রফেজ

18.ক্রোমাটিন তন্তু দেখা যায় যখন কোশের নিউক্লিয়াস ————— দশায় থাকে।

Ans: ইন্টারফেজ

19.কোশের নিউক্লিয়াসের বিভাজনকে ——————— বলে।

Ans: ক্যারিওকাইনেসিস

20. —————- প্রকার কোশ বিভাজনে নিউক্লিয়াস সরাসরি বিভক্ত হয়।

Ans: অ্যামাইটোসিস

21.ক্রোমোনিমার পুঁতির দানার মতো অংশগুলিকে —————- বলে।

Ans: ক্রোমোমিয়ার

22. ————— কোশ বিভাজনকে সদৃশ বিভাজন বলে।

Ans: মাইটোসিস

23.ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত প্রোটিন নির্মিত প্লেট সদৃশ অংশকে ————— বলে।

Ans: কাইনেটোকোর

24.প্রাণীকোশের সাইটোকাইনেসিস ————– পদ্ধতিতে ঘটে।

Ans: ক্লিভেজ

25.স্নায়ুকোশ হল ————— দশার একটি কোশ।

Ans: G0

26.মিয়োসিস —————- মাতৃকোশে ঘটে।

Ans: জনন

27.RNA সংশ্লেষকারী ক্রোমাটিনকে বলে ———-।

Ans: ইউক্রোমাটিন

28.জিন কোশের —————– অবস্থিত।

Ans: ক্রোমোজোমে

29.ইন্টারফেজের শেষ দশাটিকে ————— দশা বলে।

Ans: G2

30.ক্রোমোজোমের প্রান্তদ্বয়কে ————— বলে।

Ans: টেলোমিয়ার

31.স্ত্রী জননকোশ হল —————-।

Ans: ডিম্বাণু

32.কোশ বিভাজন ————— নিয়ন্ত্রিত প্রক্রিয়া।

Ans: জিন

33. ————– দশাকে বন্দীদশা বা সুপ্তদশা বলে।

Ans: G0

34.কোশের বৃদ্ধি ও জননের বিভিন্ন দশার পর্যায়ক্রমিক আবর্তনকে ————— বলে।

Ans: কোশচক্র

35.RNA -তে থাইমিনের পরিবর্তে থাকে ————-। Ans: ইউরাসিল(U)

36.গৌণ খাঁজ পরবর্তী ক্রোমোজোমীয় অংশকে —————– বলে।

Ans: SAT – বডি

37.মিয়োসিস – l -কে বলা হয় —————- বিভাজন।

Ans: হ্রাস

38.পরপর সংঘটিত দুটি কোশ বিভাজনের মধ্যবর্তী পর্যায়কে —————— বলে।

Ans: ইন্টারফেজ

39.ইন্টারজোনাল তন্তু দেখা যায় মাইটোসিসের ——————— দশায়।

Ans: অ্যানাফেজ

40.কোশ বিভাজনের ফলে জীবদেহে —————— সম্পন্ন হয়।

Ans: বৃদ্ধি

41.যে ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে, তাকে ———– ক্রোমোজোম বলে।

Ans: স্যাট

42. —————– কোশ বিভাজনে দেহকোশের সংখ্যার বৃদ্ধি ঘটে।

Ans: মাইটোসিস

43.জিন —————— দ্বারা গঠিত।

Ans: নিউক্লিয়টাইড

44.ক্রোমাটিনের গাঢ়, রঞ্জিত ও কুন্ডলীকৃত অংশকে —————- বলে।

Ans: হেটারোক্রোমাটিন

45.কোশচক্রের বিভিন্ন বিন্দুতে নিয়ন্ত্রণ নষ্ট হলে অনিয়ন্ত্রিত কোশ বিভাজন ঘটার ফলে পরবর্তীকালে —————— গঠন করে।

Ans: টিউমার

46.NOR অঞ্চল ক্রোমোজোমের ————— অংশে থাকে।

Ans: গৌণ খাঁজ

47.মিয়োসিস পদ্ধতিতে সমসংস্থ ক্রোমোজোমের জোড় বাধার পদ্ধতিকে ————— বলে।

Ans: সাইন্যাপসিস

48.জীবের অটোজোম ছাড়া অন্যান্য ক্রোমোজোমকে —————– বলে।

Ans::সেক্স ক্রোমোজোম

49.উদ্ভিদ কোশের সাইটোকাইনেসিস ————- কণিকার দ্বারা সংঘটিত হয়।

Ans: ফ্র্যাগমোপ্লাস্ট

50.3n সংখ্যক ক্রোমোজোম থাকে —————- নিউক্লিয়াসে।

Ans: সস্য