(১.১) বংশগতির জনক হলেন – (ক) ক্রিক (খ) মেন্ডেল (গ) পানেট (ঘ) বেটসন উত্তরঃ (খ) মেন্ডেল (১.২) একটি সংকর দীর্ঘ (Tt) এবং একটি বিশুদ্ধ খর্ব (tt) মটর গাছের পরাগমিলনে উৎপন্ন গাছগুলি হবে – (ক) সকলেই দীর্ঘ (খ) সকলেই খর্ব (গ) 50% দীর্ঘ, 50% খর্ব (ঘ) 75% দীর্ঘ, 25% খর্ব উত্তরঃ (গ) 50% দীর্ঘ, 50% খর্ব (১.৩) দ্বিসংকর জনকের পরীক্ষায় প্রাপ্ত ফিনোটাইপগত অনুপাত হল – (ক) 9:2:2:1 (খ) 9:3:3:1 (গ) 4:2:2:1 (ঘ) 3:9:1:3 উত্তরঃ (খ) 9:3:3:1 (১.৪) দুটি সংকর লম্বা (Tt) মটর গাছের মধ্যে সংকরায়নের ফলে প্রথম অপত্য বংশে সংকর লম্বা মটর গাছ পাওয়া যাবে – (ক) 50% (খ) 75% (গ) 100% (ঘ) 125% উত্তরঃ (ক) 50% (১.৫) মটর গাছের নির্বাচিত বৈশিষ্ট্যের ক্ষেত্রে নীচের কোন্টি প্রকট? – (ক) কান্ডের দৈর্ঘ্য খর্ব (খ) ফুলের বর্ন হলুদ (গ) বীজের আকার কুঞ্চিত (ঘ) ফলের আকার স্ফীত উত্তরঃ (ঘ) ফলের আকার স্ফীত (১.৬) একজন হিমোফিলিক পুরুষ এবং বাহক মহিলার বিয়ে হলে তাদের সন্তানরা হবে – (ক) সললেই হিমোফিলিক (খ) 1/2 হমোফিলিক (গ) 1/3 হিমোফিলিক (ঘ) 1/4 হিমোফিলিক উত্তরঃ (খ) 1/2 হিমোফিলিক (১.৭) ‘রয়্যাল ডিজিজ’ নামে পরিচিত রোগটি হল – (ক) রাতকানা (খ) থ্যালোফিলিয়া (গ) হিমোফিলিয়া (ঘ) বর্ণান্ধতা উত্তরঃ (গ) হিমোফিলিয়া (১.৮) হিমোগ্লোবিন উৎপাদন ব্যাহত হয়ে মানবদেহে যে রোগ সৃষ্টি হয় তা হল – (ক) হিমোফিলিয়া (খ) ম্যালেরিয়া (গ) থ্যালাসেমিয়া (ঘ) লিউকিমিয়া উত্তরঃ থ্যালাসেমিয়া (১.৯) হিমোফিলিয়া পুত্রসন্তানের জিনোটাইপ হল – (ক) h।।h (খ) H।।^ (গ) H।।H (ঘ) h।।^ উত্তরঃ (ঘ) h।।^ (১.১০) থ্যালাসেমিয়া বাহক পিতা এবং স্বাভাবিক মাতার দ্বিতীয় সন্তানের থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভবনা হবে – (ক) 100% (খ) 75% (গ) 25% (ঘ) 0% উত্তরঃ (ঘ) 0%
সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নঃ প্রশ্নমান – ২
১. প্রকরন সৃষ্টির দুটি কারন লেখ ?
২. মানুষের লিঙ্গ নির্ধারণ পধধতি সংক্ষেপে লেখ ?
৩. বংশগতি কাকে বলে ?
৪. ফিনটাইপ ও জিনটাইপ বলতে কি বোঝ ?
৫. প্রকট ও প্রছন্ন বলতে কি বোঝ ?
৬. সংকর জীব বলতে কি বোঝ? উদাহরন দাও ?
৭. “ বেঁটে মোটর গাছগুলি সর্বদায় খাঁটি ”- উক্তিটি ব্যাখ্যা করও।
৮. অ্যাঁলিল কি ? জিন ও অ্যাঁলিলের মধ্যে পার্থক্য লেখ?
৯. মানুষের লিঙ্গ নির্ধারণে Y ক্রোমোজোমের ভুমিকা কি ?
১০. হিমোফিলিয়া রোগীর ক্ষেত্রে পুরুষরা বেশি আক্রান্ত হয় কেন ?
১১. সেক্স লিঙ্ক জিন কাকে বলে ? উদাহরন দাও ?
১২. থ্যালাসেমিয়া রোগের লক্ষণ কি কি ?
১৩. থ্যালাসেমিয়া রোগীকে বার বার রক্ত দিতে হয় কেন ?
১৪. বর্ণান্ধতার কারন কি?
১৫. প্রিথকিভবনের সূত্রটি লেখ ?
দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন – প্রশ্ন মান – ৫
১. মেনডেলের একসংকর জননের পরীক্ষাটি চেকার বোর্ডসহ ব্যাখ্যা করো ?
২. মেন্দেল করতিক নির্বাচিত মোটর গাছের সাতজোরা বিপরিত বৈশিষ্ট্য কি কি ?
৩. প্রকট ও প্রছন্নের পার্থক্য লেখ ? গিনিপিগের উদাহরন দিয়ে এক সংকর জনন পরীক্ষাটি বর্ণনা করো ।
৪. এক সংকর জনন পরীক্ষায় F1 জনুতে সকল উদ্ভিদ লম্বা হওয়ার ঘটনাকে মেন্দেল কিভাবে ব্যাখা করেন ।
৫. অসম্পূর্ণ প্রকটতা বলতে কি বোঝ ? চেকারবোদের সাহাজে অসম্পূর্ণ প্রকটতা ব্যাখা করো ।
৬. জেনেটিক কাউন্সেলিং কি ? থ্যালাসেমিয়ার রোগীদের জন্যে জেনেটিক কাউন্সেলিং কিভাবে সাহায্য করতে পারে ।
৭. লিঙ্গ নির্ধারণ পদ্ধতি বলতে কি বোঝ ? মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি চেকার বোর্ডের সাহাজ্যে দেখাও।